ণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ (বিআরসিপি-১)–এর আরটিএপিপিভুক্ত প্রকল্পের মেয়াদকালীন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘হিসাবরক্ষক’ পদে এক জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
হিসাবরক্ষক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাণিজ্যে স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা থাকতে হবে।
বেতন
বেতন ১৯৩০০/-টাকা ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে (লিংক) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
২৮ আগস্ট, ২০২২।
সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।
আরও দেখুন বিস্তারিত ভিডিওতে:
বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022,বাণিজ্য মন্ত্রণালয় সার্কুলার, বিআরডিবি চাকরির বিজ্ঞপ্তি 2022, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাকরির বিজ্ঞপ্তি 2022, বেসরকারি চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেবিন ক্রু চাকরির সার্কুলার 2022, বিমানে চাকরি, এয়ারলাইন চাকরি
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online