বিয়ের আগে ছেলে-মেয়ের উভয়ের রক্ত পরীক্ষা করা প্রয়োজন, বিস্তারিত জেনে নিন।

বিয়ে মানবজীবনের অন্যতম বড় অধ্যায়। একটি পরিবার গঠনের প্রথম ধাপই বিয়ে। সমাজ স্বীকৃত আগামী প্রজন্মকে পৃথিবীতে আনতেও বিয়ের বিকল্প নেই। তাই সুস্থ প্রজন্ম পৃথিবীতে আনতে হলে বিয়ের আগে রক্ত পরীক্ষা অপরীহার্য।

সম্প্রতি বিয়ের আগে রক্ত পরীক্ষার ওপর জোর দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিয়ের আগে আবশ্যিকভাবে পাত্র-পাত্রীর রক্ত পরীক্ষা করা উচিত। থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা অবশ্যই দরকার।

শারফুদ্দিন আহমেদ বলেন, বিয়ের পাত্র-পাত্রী যদি উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে সন্তানও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তাই এ বিষয়ে সচেতন হওয়া দরকার।

তিনি আরো বলেন, বিয়ের আগে চক্ষু পরীক্ষা করে নিলেও ভালো হয়। কারণ পাত্র-পাত্রীর উভয়ের চোখের পাওয়ার মাইনাস হলে সন্তানও এই সমস্যায় আক্রান্ত হতে পারে।

Check Also

নখের ইনফেকশন সারাবেন যেভাবে

নখের বিভিন্ন সমস্যায় ভোগেন অনেকেই। তার মধ্যে নখের ইনফেকশন অন্যতম। এক্ষেত্রে নখ অনেকটাই নষ্ট হয়ে …