সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ | সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর এবং Pdf

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা এবং গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১, বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য। গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন যাচাই করে দেখা যায় নিচের প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার এসেছে।

প্রশ্ন:- করোনা কোন ভাষার শব্দ? উত্তর:- প্রাচীন গ্রিক শব্দ করোনা থেকে সপ্তদশ শতকের দিকে ল্যাটিন ভাষায় যুক্ত হয় করোনা শব্দটি।

প্রশ্ন:- করোনা শব্দের অর্থ কি? উত্তর:- পুষ্পমাল্য বা পুষ্পমুকুট

প্রশ্ন:- কোভিড ১৯ কোন ধরণের ভাইরাস? উত্তর:- RNA

প্রশ্ন:- এ পর্যন্ত করোনা ভাইরাসের কয়টি গোত্রের নাম পাওয়া গেছে? উত্তর:- ৭টি

প্রশ্ন:- চীনের বাইরে প্রথম করোনা ভাইরাসের আক্রান্ত রোগী কবে ও কোথায় পাওয়া গেছে? উত্তর:- ১৩ জানুয়ারি, ২০২০; থাইল্যান্ড।

প্রশ্ন:- বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ১৯ –কে কখন বৈশ্বিক মহামারি ঘোণনা করে? উত্তর:- ১১ মার্চ, ২০২০

প্রশ্ন:- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে কোন দেশে? উত্তর:- যুক্তরাষ্টে

 

প্রশ্ন:- করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম অনুমোদন দেয় কোন দেশ? উত্তর:- রাশিয়া ( sputnik-v) ১১ আগস্ট, ২০২০

প্রশ্ন:- বিশ্বে প্রথম স্থায়ী করোনা ভাইরাসের টিকা হিসেবে অনুমোদন পায়? উত্তর:- ফাইজার ও বায়োএনটেক

প্রশ্ন:- বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় কবে? উত্তর:- ৮ মার্চ, ২০২০

প্রশ্ন:- বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূটি উদ্ধোধন করা হয় কবে? উত্তর:-২৭ জানুয়ারি ২০২১

প্রশ্ন: দেশের প্রথম নৌকা জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: বরগুনা।

প্রশ্ন: অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে? উত্তর: জন ম্যাকাফি

প্রশ্ন: বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? উত্তর: সিরিয়া

প্রশ্ন : বিদেশ থেকে কোন ফল সর্বাধিক আমদানি করা হয়? উত্তর : আপেল।

প্রশ্ন : ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কী? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ।

প্রশ্ন : বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী? উত্তর:- বারি কফি-১।

প্রশ্ন: দেশে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়- উত্তর:- ২৩ মে, ২০২১ সালে।

প্রশ্ন: জাতিসংঘের ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ? উত্তর: বাংলাদেশ ২০২১-২২ মেয়াদে

প্রশ্ন: ব্রিটিশ সাময়িকী Prospects-এর বিশ্বসেরা ৫০ জনের তালিকায় স্থান করে নেন। উত্তর: বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম।

প্রশ্ন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কত তারিখ? উত্তর: ১৩ জুন ২০২১

প্রশ্ন: দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়? উত্তর:-কক্সবাজারে

Download Pdf

প্রশ্ন: দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? উত্তর:-১৭ ডিসেম্বর ২০২০।

প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? উত্তর:-পদ্মা সেতু।

প্রশ্ন: মরিশাসের রাজধানী পাের্ট লুইস- এ; সড়কের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট।

প্রশ্ন: বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? উত্তর:- ৮টি

প্রশ্ন: ১৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে? উত্তর:- ভুটান।

প্রশ্ন: অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? উত্তর:- ১৯৮৮ সালে।

প্রশ্ন: মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয় কখন? উত্তর:- ১ ফেব্রুয়ারি ২০২১

প্রশ্ন: ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে- উত্তর:- নাসা

প্রশ্ন: দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? উত্তর:- ২০২৩ সালে

প্রশ্ন: অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি? উত্তর:- এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।

প্রশ্ন: মিয়ানমারের সেনা সমর্থিত দল- USDP- union solidarity and development party.

প্রশ্ন: কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয়েছে? উত্তর:- হালদা নদী

Download Pdf

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?- উত্তর:- কমলা হ্যারিস

প্রশ্ন: ‘ভাসানচর কোথায় অবস্থিত? উত্তর:- নােয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।

প্রশ্ন: ৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কী? উত্তর:-আলােকবর্তিকা।

প্রশ্ন: করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর কত তারিখ? উত্তর:- ০৭ জুন ২০২১

প্রশ্ন: দেশে চীনের সিনোফার্মের টিকাদান শুরু হয় কখন? উত্তর:- ২০ জুন ২০২১

প্রশ্ন: দুই বছরের জন্য বিশ্বব্যাংক গ্রুপের We-Fi-এর ‘লিডারশীপ চ্যাম্পিয়ন’ মনােনীত হন- উত্তর: বাংলাদেশের সেলিমা আহমাদ

প্রশ্ন: CVF’র বর্তমান সভাপতি? উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং ২৬ মার্চের স্বাধীনতার ঘােষণাকে স্বীকৃতি দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে একটি প্রস্তাব পাস হয়- উত্তর: ১৬ মার্চ ২০২১

প্রশ্ন: ‘Water Aid’ কোন দেশভিত্তিক সংস্থা? উত্তর: ব্রিটেন

প্রশ্ন: ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? উত্তর:- সপ্তম।

প্রশ্ন: এ পর্যন্ত ৪ টি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের জন্য নিবন্ধন নিয়েছে; গুগল, আমাজন, ফেসবুক ও মাইক্রোসফট।

প্রশ্ন : ২০২১ সালে কোন দেশে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে? উত্তর : ফিলিস্তিনে।

প্রশ্ন : শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে? উত্তর : ১ ফেব্রুয়ারি ২০২১।

প্রশ্ন: ‘সাম্রাজ্যের সমাধি’ বলা হয় কোন দেশকে? আফগানিস্তানকে

Download Pdf

প্রশ্ন: বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ- তুরস্ক

প্রশ্ন: হাইতির নতুন প্রধানমন্ত্রী কে? উত্তর:- অ্যারিয়েল হেনরি

প্রশ্ন: মুজিবনগর থেকে কলকাতা পথকে কী নামকরণ করা হয়েছে? উত্তর: ‘স্বাধীনতা সড়ক। দূরত্ব প্রায় ১ কিলােমিটার

প্রশ্ন: বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য ‘মুক্তির ডাক কোথায় অবস্থিত? উত্তর: নরসিংদীতে

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা এবং গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ , বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২, সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২

১। রা‌শিয়া ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।

২। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।

৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।

৪। ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।

৫। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম–ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।

৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ

৮। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।

৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য

১০। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২

১১। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)

১২। E-Sim=Embedded Subscriber Identity Module.

১৩। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)

১৪। BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।

১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর

১৭। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।

১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।

১৯। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর

২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত

২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে

২২। নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।

২৩। বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২ ।

২৪। দুটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হবে – নওগাঁ এবং ঠাকুরগাঁও জেলায়।

২৫। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।

২৬। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন – ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’

২৭। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম-রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া

২৮। রাশিয়া ক্রিমিয়া দখল করে–২০১৪ সালে।

২৯। ২০০৪ সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয়–ইউক্রেনে

৩০। বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম- রাশিয়া।

৩১। দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান- ৭৫তম

৩২। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর।

৩৩। বর্তমানে মাথাপিছু আয়___২৫৯১ মার্কিন ডলার এবং মাথাপিছু GDP___২৪৬২ মার্কিন ডলার।

৩৪। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়___জার্মানিতে।

৩৫। দেশের তৈরি প্রথম রকেট__ধূমকেতু

৩৬। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা – ৮ জন

৩৭। দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে।

৩৮। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)

৩৯। দেশে আরও নতুন তিনটি সরকারি EPZ নির্মাণ করা হবে–গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলায় (বর্তমানে সরকারি EPZ আছে ৮টি)

৪০. দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় দুটির একটি নওগাঁয় আর আরেকটি হবে ঠাকুরগাঁওয়ে।

Download Pdf

৪১. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।

৪২. ২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।

৪৩. বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম- RCEP(সদস্য ১৫টি)

৪৪. ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে___বোর্নিও দ্বীপের কালিমানতানে।

৪৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম– নুসানতারা (নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।)

৪৬. আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়- ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।

৪৭. জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ-ফিনল্যান্ড। সবচেয়ে কম সুখী দেশ: আফগানিস্তান

৪৮. সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।

৪৯. নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়।

৫০. দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম একদিনের ম্যাচ জয়। ম্যান অফ দ্য ম্যাচ- সাকিব আল হাসান।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর
১।. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।

২।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।

৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।

৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।

৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।

৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।

৭.. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।

৮।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ :

হাভিয়ের কাবরেরা (স্পেন)।

৯।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।

১০. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।

১০. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।

১১. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।

১২. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।

১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।

১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।

Download Pdf

১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)

১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।

১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।

১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)

২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১

২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০

২২. ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।

২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।

২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

২৫. ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।

২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – “নোনা জলের কাব্য” প্রদর্শিত হয়।

পরিচালক

– রেজওয়ান শাহরিয়ার।

২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর

– ২০১৫-১৬

২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ- চীন।

২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে ‘জাতিসংঘ জনসেবা পুরস্কার’ (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে ‘Fintech Ecosystem Development Corporation’.

৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।

৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই

চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।
১। মধ্যপ্রাচ্যে তেল সংকট হয় – ১৯৭৩ সালে।
২। ২০২১ সালে বৈধ পথে প্রবাসী রেমিট্যান্স আসে – ২২ বিলিয়ন ডলারের বেশি।
৩। সাদা সোনা বলা হয় – চিংড়িকে।
৪। বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ – ব্রি ধান-৫২।
৫। গ্রিনিচের দ্রাঘিমা – ০ ডিগ্রি।
৬। আন্তজার্তিক তারিখ রেখা অতিক্রম করেছে – প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে।
৭। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় – ২৩ সেপ্টেম্বর।
৮। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা -২৭ টি।
৯। ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আসে – মোগল।
১০। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় – ১৬০০ সালে।
১১। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় – ১৭৫৭ সালে।
১২। ২০২০-২১ অর্থ বছরে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে – ২৫৯১ ডলার।
১৩। পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মান করবে – যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি আইএম পাওয়ার।
১৪। চট্টগ্রামের বাঁশখালীতে এলএনজিভিত্তিক – ৬০০ মে.ও বিদ্যুধ কেন্দ্র করবে সৌদি আরবেন অ্যাকুয়াপাওয়ার।
১৫। ২০২০-২১ অর্ত বছরের চুড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধির হার – ৬.৯৪%
১৬। আফ্রিকা কাপ অব নেশনস জিতে – সেনেগাল।
১৭। প্রথম বাংলাদেশি নারী সাঁতারু হিসেবে সোনা জেতেন – মাহফুজা খাতুন, ২০১৬ সালে।

Download Pdf

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২১
প্রশ্ন:- মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?

ক. ১৮ মার্চ, ২০২১

খ. ২৬ মার্চ, ২০২১

গ. ৩০ মার্চ, ২০২১

ঘ. ৩১ মার্চ, ২০২১

উত্তর:- ঘ. ৩১ মার্চ, ২০২১

প্রশ্ন:-মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?

ক. তাইওয়ান

খ. জাপান

গ. যুক্তরাষ্ট্র

ঘ. চীন

উত্তর:- খ. জাপান

 

প্রশ্ন:-কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?

ক. কক্সবাজার বন্দর

খ. পায়রা বন্দর

গ. চট্টগ্রাম বন্দর

ঘ. মোংলা বন্দর

উত্তর:- ঘ. মোংলা বন্দর

প্রশ্ন:- সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে?

ক. আকবর আলি খান

খ. ওয়াহিদউদ্দিন মাহমুদ

গ. মোহাম্মদ ইউনুস

ঘ. খোন্দকার ইব্রাহিম খালেদ

উত্তর:- ক. আকবর আলি খান

 

প্রশ্ন:- সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত হয়েছেন?

ক. অধ্যাপক রফিকুল ইসলাম

খ. অধ্যাপক হারুন-অর-রশিদ

গ. অধ্যাপক রায়হান আহমেদ

ঘ. অধ্যাপক শাহরিয়ার আলম

উত্তর:- খ. অধ্যাপক হারুন-অর-রশিদ

প্রশ্ন:- সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন?

ক. আর্মেনিয়া

খ. ব্রাজিল

গ. ইকুয়েডর

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর:- খ. ব্রাজিল

প্রশ্ন:- কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ করতে শুরু করেছে?

ক. মটোরোলা

খ. শাওমি

গ. এইচটিসি

ঘ. নকিয়া

উত্তর:- খ. শাওমি

Download Pdf

প্রশ্ন:- মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ. কোনোটিই নয়

উত্তর:- গ. গ্রিসের করিন্থ খাল

প্রশ্ন:- ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়?

ক. ১ হাজার ২০০ জন

খ. ১ হাজার ৯০৮ জন

গ. ১ হাজার ৬৪২ জন

ঘ. ১ হাজার ৫০৯ জন

উত্তর:- গ. ১ হাজার ৬৪২ জন

প্রশ্ন:- ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৭০ ডলার

খ. ৪৫ ডলার

গ. ৯৮ ডলার

ঘ. ২১ ডলার

উত্তর:- ক. ৭০ ডলার

প্রশ্ন:- কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?

ক. ২০৪১ সাল

খ. ২০৩১ সাল

গ. ২০৭১ সাল

ঘ. ২০৫০ সাল

উত্তর:- ক. ২০৪১ সাল

 

প্রশ্ন:- সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?

ক. ১৮৬৭ সালের ১৭ নভেম্বর

খ. ১৯৬৯ সালের ২ জানুয়ারি

গ. ১৮৭৯ সালের ২৭ নভেম্বর

ঘ. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

উত্তর:- ঘ. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

প্রশ্ন:- সম্প্রতি বিশাল এক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালে আটকে যায়। জাহাজটির নাম কী?

ক. কুইন ম্যারি

খ. সুইজ জায়ান্ট

গ. এভার গিভেন

ঘ. এভার গ্রিন

উত্তর:- গ. এভার গিভেন

প্রশ্ন:- সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে শিক্ষাকার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে?

ক. গাজীপুর বিশ্ববিদ্যালয়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়

গ. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

ঘ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃজনশীল বিশ্ববিদ্যালয়

উত্তর:- গ. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

Download Pdf

প্রশ্ন:- আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ামানি দেশের কোন ব্যাংককে বাংলাদেশের সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক. ব্র্যাক ব্যাংক

খ. ডাচ-বাংলা ব্যাংক

গ. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

ঘ. সাউথ ইস্ট ব্যাংক

উত্তর:- গ. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

প্রশ্ন:- বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

ক. ৭ এপ্রিল

খ. ৪ এপ্রিল

গ. ৮ এপ্রিল

ঘ. ৬ এপ্রিল

উত্তর:- ক. ৭ এপ্রিল

প্রশ্ন:- সংবিধান সংশোধনীর ফলে কোন রাষ্ট্রপ্রধানের ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত?

ক. শেখ হাসিনা

খ. জো বাইডেন

গ. নরেন্দ্র মোদি

ঘ. ভ্লাদিমির পুতিন

উত্তর:- ঘ. ভ্লাদিমির পুতিন

প্রশ্ন: প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

ক) ইংল্যান্ড

খ) নিউজিল্যান্ড

গ) ভারত

ঘ) অস্ট্রেলিয়া

উত্তর:- খ) নিউজিল্যান্ড

 

প্রশ্ন: ২০২১ সালে অনুষ্ঠিত ১৬তম ইউরাে চ্যাম্পিয়ন কোন দেশ?

ক) জার্মানি

খ) ব্রাজিল

গ) স্পেন

ঘ) ইতালি

উত্তর:- ঘ) ইতালি

প্রশ্ন: ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকের মাসকট কী?

ক) Bing Dwen Dwen

খ) Miraitowa

গ) Soohorang

ঘ) Yodli

উত্তর:- খ) Miraitowa

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চীনকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কবে?

ক) ২০ জুন ২০২১

খ) ২৮ জুন ২০২১

গ) ২৫ জুন ২০২১

ঘ) ৩০ জুন ২০২১

উত্তর:- ঘ) ৩০ জুন ২০২১

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
প্রশ্ন: ১১ জুলাই ২০২১ কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতাে মহাকাশে ঘুরে আসেন?

ক) এলন মাস্ক

খ) বিল গেটস

গ) রিচার্ড ব্র্যানসন

ঘ) জেফ বেজোস

উত্তর:- গ) রিচার্ড ব্র্যানসন

প্রশ্ন: ২৭ জুন ২০২১ বাংলাদেশে করােনার কোন টিকা জরুরি ব্যবহারের অনুমােদন দেয়া হয়?

ক) Covishield

খ) Sinovac

গ) Moderna

ঘ) Sputnik-V

উত্তর:- গ) Moderna

প্রশ্ন: বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১ অনুযায়ী বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

ক) জাপান

খ) যুক্তরাষ্ট্র

গ) যুক্তরাজ্য

ঘ) চীন

উত্তর:- ঘ) চীন

প্রশ্ন: রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?

ক) তুরস্ক

খ) পাকিস্তান

গ) কলম্বিয়া

ঘ) উগান্ডা

উত্তর:- ক) তুরস্ক

 

প্রশ্ন: রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?

ক) ৩৫তম

খ) ২০তম

গ) ১০ তম

ঘ) ৪৪তম

উত্তর:- ঘ) ৪৪তম

প্রশ্ন: ১৬ জুন ২০২১ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) ৯৫তম সদস্যপদ লাভ করে?

ক) মাল্টা

খ) গায়ানা

গ) কেনিয়া

ঘ) ভিয়েতনাম

উত্তর:- গ) কেনিয়া

প্রশ্ন: ২ জুলাই ২০২১ কোন দেশ এশীয় অবকাঠামাে বিনিয়োগ ব্যাংকের (AIIB) ৮৭তম সদস্যপদ লাভ করে?

ক) আর্জেন্টিনা

খ) কানাডা

গ) চিলি

ঘ) বেনিন

উত্তর:- গ) চিলি

প্রশ্ন: প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তানবুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে?

ক) ৩০ জুন ২০২১

খ) ২৫ জুন ২০২১

গ) ১ জুলাই ২০২১

ঘ) ৫ জুলাই ২০২১

উত্তর:- গ) ১ জুলাই ২০২১

প্রশ্ন: ৭ জুলাই ২০২১ কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান?

ক) কঙ্গো প্রজাতন্ত্র

খ) ইথিওপিয়া

গ) হাইতি

ঘ) লিবিয়া

উত্তর:- গ) হাইতি

প্রশ্ন: জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি?

ক) চট্টগ্রাম

খ) ঢাকা

গ) বরিশাল

ঘ) খুলনা

উত্তর:- গ) বরিশাল

প্রশ্ন: জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি?

ক) পিরােজপুর

খ) ঢাকা

গ) বরগুনা

ঘ) বরিশাল

উত্তর:- ক) পিরােজপুর

 

প্রশ্ন: জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল কত?

ক) ৭৩.৬ বছর

খ) ৭২.৮ বছর

গ) ৭১.২ বছর

ঘ) ৭৪.৫ বছর

উত্তর:- খ) ৭২.৮ বছর

প্রশ্ন: জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত জাতীয় জনসংখ্যা (প্রাক্কলিত) কত?

ক) ১৬.৮২ কোটি

খ) ১৬.৫০ কোটি

গ) ১৬.৯১ কোটি

ঘ) ১৬.৯৯ কোটি

উত্তর:- গ) ১৬.৯১ কোটি

প্রশ্ন: ‘আয়ােডিনযুক্ত লবণ বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে?

ক) ১৪ জুন ২০২১

খ) ২৯ জুন ২০২১

গ) ১৬ জুন ২০২১

ঘ) ৩ জুলাই ২০২১

উত্তর:- ক) ১৪ জুন ২০২১

প্রশ্ন: ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠিত হচ্ছে?

ক) আলিয়া বিশ্ববিদ্যালয়

খ) ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

গ) কলকাতা বিশ্ববিদ্যালয়

ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর:- ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়

প্রশ্ন: মােবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে National Equipment Identity Register (NEIR) কার্যক্রম চালু করা হয় কবে?

ক) ১ জুলাই ২০২১

খ) ৫ জুলাই ২০২১

গ) ১২ জুলাই ২০২১

ঘ) ১০ জুলাই ২০২১

উত্তর:- ক) ১ জুলাই ২০২১

Download Pdf

প্রশ্ন: বংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?

ক) মুহম্মদ নূরুল হুদা

খ) আসাদ চৌধুরী

গ) আনিসুল হক

ঘ) কামাল চৌধুরী

উত্তর:- ক) মুহম্মদ নূরুল হুদা

 

প্রশ্ন: বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?

ক) তৃতীয়

খ) প্রথম

গ) অষ্টম

ঘ) দশম

উত্তর:- গ) অষ্টম

প্রশ্ন: জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক) ১.২১ %

খ) ১.১৫ %

গ) ১.৩৩ %

ঘ) ১.৩৭ %

উত্তর:- ঘ) ১.৩৭ %

প্রশ্ন: জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?

ক) ১১২০ জন

খ) ১১৫০ জন

গ) ১১৪০ জন

ঘ) ১১৩০ জন

উত্তর:- গ) ১১৪০ জন

প্রশ্ন: জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হার কত?

ক) ৭২.৯%

খ) ৮২.০%

গ) ৭৫.২%

ঘ) ৭৭.৪%

উত্তর:- গ) ৭৫.২%

প্রশ্ন: জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি?

ক) জামালপুর

খ) কিশােরগঞ্জ

গ) বান্দরবান

ঘ) সুনামগঞ্জ

উত্তর:- খ) জামালপুর

প্রশ্ন: জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি?

ক) ময়মনসিংহ

খ) রংপুর

গ) সিলেট

ঘ) রাজশাহী

উত্তর:- ক) ময়মনসিংহ

প্রশ্ন: ২৪ জুন ২০২১ চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়?

ক) Apple Daily

খ) Hong Kong Post

গ) Oriental Daily News

ঘ) Sunday Examiner

উত্তর:- ক) Apple Daily

প্রশ্ন: এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?

ক) ৮৬ টি

খ) ৮৫ টি

গ) ৮৪ টি

ঘ) ৮৭ টি

উত্তর:- ঘ) ৮৭ টি

প্রশ্ন: আন্তর্জাতিক হাইড্রোফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য দেশ কতটি?

ক) ৯০টি

খ) ৮৯টি

গ) ৮৮টি

ঘ) ৯৫টি

উত্তর:- ঘ) ৯৫টি

প্রশ্ন: রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

ক) সুইজারল্যান্ড

খ) জাপান

গ) চীন

ঘ) ভারত

উত্তর:- গ) চীন

প্রশ্ন: রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়?

ক) সিরিয়া

খ) আফগানিস্তান

গ) ভেনিজুয়েলা

ঘ) দক্ষিণ সুদান

উত্তর:- ক) সিরিয়া

 

প্রশ্ন: বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১ অনুযায়ী বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?

ক) হংকং

খ) যুক্তরাষ্ট্র

গ) সিঙ্গাপুর

ঘ) চীন

উত্তর:- খ) যুক্তরাষ্ট্র

প্রশ্ন: বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১ অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশে বিনিয়ােগে শীর্ষ দেশ কোনটি?

ক) নেদারল্যান্ডস

খ) জাপান

গ) যুক্তরাষ্ট্র

ঘ) চীন

উত্তর:- ক) নেদারল্যান্ডস

প্রশ্ন: অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে?

ক) হাওয়ার্ড এইকিন

খ) জন ম্যাকাফি

গ) জন শেফার্ড ব্যারন

ঘ) পল এ্যালেন

উত্তর:- খ) জন ম্যাকাফি

প্রশ্ন: মার্কিন ইলেক্ট্রনিক কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে?

ক) অ্যান্ডি জেসি

খ) ইলন মাস্ক

গ) ম্যাকেঞ্জি বেজোস

ঘ) জেফ বেজোস

উত্তর:- ক) অ্যান্ডি জেসি

প্রশ্ন: ৫ জুলাই ২০২১ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন এইচআইভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে?

ক) HIVTN

খ) HVTN 705

গ) HIVconsvX

ঘ) HIVconsvZ

উত্তর:-গ) HIVconsvX

প্রশ্ন: কোরিয়ান ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেন কে?

ক) কিম জং-আন

খ) মুন জে ইন

গ) লি ডং হিউন

ঘ) পার্ক গুন শাে

উত্তর:- গ) লি ডং হিউন

৪১. The Startup Wife উপন্যাসের লেখক কে?

ক) নেয়ামত ইমাম

খ) তাহমিমা আনাম

গ) মনিকা আলী

ঘ) জিয়া হায়দার রহমান

উত্তর:- ঘ) তাহমিমা আনাম

প্রশ্ন: ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

ক) লন্ডন

খ) টোকিও

গ) প্যারিস

ঘ) নিউইয়র্ক

উত্তর:-খ) টোকিও

Download Pdf

প্রশ্ন: ২০২১ সালে অনুষ্ঠিত ৪৭তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ?

ক) ব্রাজিল

খ) পেরু

গ) আর্জেন্টিনা

ঘ) কলম্বিয়া

উত্তর:- গ) আর্জেন্টিনা

প্রশ্ন: আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গােলদাতা কে?

ক) পেলে (ব্রাজিল)

খ) আলী দাইয়ি (ইরান)

গ) রােনালদো (পর্তুগাল)

ঘ) মেসি (আর্জেন্টিনা)

উত্তর:- ঘ) গ

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন সমূহ।

(১) বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি – নারায়ণগঞ্জ

(২) বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় – গারো পাহাড়

(৩) বাংলাদেশের উঁচু পাহাড় – গারো পাহাড়।

(৪) বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি – ময়মনসিংহ

(৫) বাংলাদেশের ছোট জেলা – নারায়ণগঞ্জ

(৬) আয়তনে ছোট জেলা – নারায়ণগঞ্জ

(৭) আয়তনে বড় জেলা – রাঙামাটি

(৮) জনসংখ্যায় ছোট জেলা – বান্দরবন

(৯) জনসংখ্যায় বড় জেলা – ঢাকা

(১০) আয়তনে ছোট থানা – কোতোয়ালী (ঢাকা)

(১১) আয়তনে বড় থানা – শ্যামনগর(সাতক্ষীরা)

(১২) জনসংখ্যায় ছোট থানা – রাজস্থলী (রাঙামাটি)

(১৩) জনসংখ্যায় বড় থানা – বেগমগঞ্জ (নোয়াখালী)

(১৪) বাংলাদেশের সর্ব উত্তর -পূর্বের থানা: জকিগঞ্জ, সিলেট

(১৫) বাংলাদেশের সর্ব দক্ষিণ – পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)

(১৬) সবচেয়ে বড় গ্রাম-বানিয়াচং, হবিগঞ্জ

(১৭) সর্ব পূর্বের জেলা-বান্দরবন

(১৮) সর্ব পশ্চিমের জেলা-চাঁপাইনবাবগঞ্জ

(১৯) সর্ব দক্ষিণের জেলা-কক্সবাজার

(২০) সর্ব পশ্চিমের থানা-শিবগঞ্জ

(২১) সর্ব দক্ষিণের স্থান-ছেঁড়াদ্বীপ সেন্টমার্টিন

(২২)সর্ব পশ্চিমের স্থান-মনাকশা

(২৩) সর্ব দক্ষিণের থানা-টেকনাফ

(২৪) সর্ব উত্তরের জেলা-পঞ্চগড়

(২৫) সর্ব পূর্বের থানা/উপজেলা-থানচি

(২৬) সর্ব উত্তরের থানা-তেঁতুলিয়া

(২৭) সর্ব পূর্বের স্থান-আখাইন ঠং

(২৮) সর্ব উত্তরের স্থান-বাংলাবান্ধা

(২৯) বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ? ২৬.০১ সেলসিয়াস।

(৩০) বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয়? সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)

(৩১) বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত পরিমান কত ? ২০৩ সেঃমিঃ।

(৩২) বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয়? নাটোরের লালপুরে (১৫৪ সে.মি.)

(৩৩) বাংলাদেশের শীতলতম জেলা কোনটি ? সিলেট।

(৩৪) বাংলাদেশের উঞ্চতম স্থানের নাম কি? নাটোরের লালপুরে।

(৩৫) বাংলাদেশের শীতলতম স্থান কোনটি ? শ্রীমঙ্গল।

(৩৬) বাংলাদেশের উঞ্চতম জেলা কোনটি ? রাজশাহী।

(৩৭) গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত? ৬ ঘন্টা।

(৩৮) বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রান্ত করেছে ? কর্কটক্রান্তি রেখা।

Download Pdf

সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলী
(১) বাংলাদেশের সাংবিধানিক নাম– গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংরেজি হচ্ছে- The People’s Republic of Bangladesh

(২) বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্থান থেকে।

(৩) বাংলাদেশের রাজধানী- ঢাকা।

(৪) বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী- চট্টগ্রাম।

(৫) আয়তনের পৃথিবীতে বাংলাদেশের অবস্থান- ৯০তম।

(৬) বাংলাদেশের বিভাগ সংখ্যা- ৮ টি।

(৭) বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।

(৮) বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩২%।

(৯) বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়- ২০৫০ মার্কিন ডলার।

(১০) বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত মোট নদ-নদীর সংখ্যা- ২০৩টি।

(১১) জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান- অষ্টম।

(১২) বাংলাদেশের সর্ব নিম্ন বৃষ্টিপাত হয়- নাটোর জেলার লালপুরে।

(১৩) বাংলাদেশের আইন পরিষদের নাম- পার্লামেন্ট বা জাতীয় সংসদ।

(১৪) বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা- ৬টি।

(১৫) বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমান্ত রয়েছে- ভারত ও মায়ানমার।

(১৬) বাংলাদেশের মানুষের গড় আয়ু- ৬৬.৮ বছর।

(১৭) বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩ সে.মি।

(১৮) বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়- সিলেট জেলার লালখানে।

(১৯) বাংলাদেশের উষ্ণতম মাস- এপ্রিল।

(২০) বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারী।

(২১) সর্ব উত্তরের জেলা- পঞ্চগড়।

(২২) আন্তর্জাতিক বিমানবন্দর- ৩টি।

(২৩) সবচেয়ে কম ঘন বসতি পূর্ণ জেলা- বান্দরবন।

(২৪) বাংলাদেশের জাতিসংঘের- ১৩৬তম সদস্য।

(২৫) বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার।

(২৬) বাংলাদেশের সমুদ্র বন্দর- ২টি।

(২৭) সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা।

(২৮) বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে।

বাংলাদেশের উৎপত্তি, অবস্থান, সীমানা ও আয়তন
(১) বাংলাদেশ নামের উৎপত্তি হয়েছে নিম্নোক্ত ক্রমধারায়- বাঙ্গাল> সুবাহ-ই বাঙলা> পূর্ববঙ্গ> পূর্ব পাকিস্তান> বাংলাদেশ।

(২) বাংলাদেশের সীমানা- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরেভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরামএবংমায়ানমার, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর।

(৩) বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান- ছেড়া দ্বীপ (না থাকলে সেন্টমার্টিন হবে)।

(৪) বাংলাদেশের পশ্চিমের স্থান- মনাকসা (শিবগড়, চাঁপাই নবাবগঞ্জ)।

(৫) আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ- চট্টগ্রাম।

(৬) আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা- রাঙামাটি।

(৭) আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা- শ্যামনগর (সাতক্ষীরা)।

(৮) বাংলাদেশের সমুদ্র উপকূলীয় সীমার দৈর্ঘ্য- ৭১১ কি.মি.।

(৯) বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য- ২০০ নটিক্যাল মাইন বা ৩৭০.৪ কি.মি.।

(১০) বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।

(১১) মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।

(১২) বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই- বান্দরবন ও কক্সবাজার।

(১৩) বাংলাদেশের ভৌগলিক অবস্থান-

(১৪) বাংলাদেশের আয়তন- ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. বা ৫৬, ৯৭৭ বর্গ মাইল।

(১৫) বাংলাদেশের সর্ব পূর্বের স্থান- আখাইনঠং (থানচি, বান্দরবন)।

(১৬) বাংলাদেশের সর্ব উত্তরের স্থান- জায়গীর জোত, বাংলা বান্ধা।

(১৭) আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ- সিলেট।

(১৮) আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা- মেহেরপুর।

(১৯) বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ অবস্থিত- আন্দামান নিকবর দ্বীপপুঞ্জ।

(২০) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা- ১২ নটিক্যাল মাইল।

(২১) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য- ৫টি।

(২২) ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।

(২৩) বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের যৌথ সীমান্ত রয়েছে- রাঙামাটি।

(২৪) বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য- ১৬.৫ কি.মি. বা ১১ মাইল।

(২৫) বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে- কর্কট ক্রান্তি রেখা।

(২৬) বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়- ১৬মে ১৯৭৪ (নয়াদিল্লী)।

(২৭) ছিটমহল সংক্রান্ত ‘মুজিব-ইন্দিরা চুক্তি- ১৯৭৪’ এর বিষয় বস্তু- নিজ ভিটায় বসবাস।

(২৮) ভারত বাংলাদেশের জন্য ‘তিন বিঘা করিডোর’ খুলে দেয়- ২৬ জুন ১৯৯২ সালে।

(২৯) ভারতের ভিতর বাংলাদেশের ছিট মহল ছিল- ৫১টি।

(৩০) বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে- ভারত ও মিয়ানমার।

(৩১) বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি জেলার যৌথ সীমান্ত রয়েছে কোন জেলায়- রাঙ্গামাটি জেলায়।

(৩২) বাংলাদেশের বরিশাল বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই।

(৩৩) ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়- ১৬ মে ১৯৭৪ সালে।

Download Pdf

বাংলাদেশের মাটি ও ভূ-প্রকৃতি
(১) বাংলাদেশের মাটিতে যে খনিজ পদার্থের অভাব রয়েছে- দস্তা ও গন্ধক।

(২) পীত মাটি পাওয়া যায়- ফরিদপুরে।

(৩) হিউমাস মাটির কি উপকার করে- উর্বরতা বৃদ্ধি করে।

(৪) পাহাড়ি মাটি- অম্ল প্রকৃতির।

(৫) বাংলাদেশের পাহাড় সমূহের ভূমিরূপ- টারশিয়ারী যুগের।

(৬) বরেন্দ্রভূমি বলা হয়- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অংশকে।

(৭) সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয়- টারশিয়ারী যুগের পাহাড়।

(৮) মধুপুর অবস্থিত- টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়।

(৯) কক্সবাজার সমুদ্র সৈকতের ভূ-প্রকৃতি- বালুকাময়।

(১০) বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রয়েছে- এলুমিনিয়াম।

(১১) বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউট অবস্থিত- ঢাকায়।

(১২) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাটির অনুর্বরতার কারণ- লবণাক্ততা।

(১৩) ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে- ৩ ভাগে ভাগ করা হয়েছে।

(১৪) প্লাবন সমভূমি থেকে বরেন্দ্র ভূমির উচ্চতা- ৬-১২ মিটার।

(১৫) বরেন্দ্র ভূমির মাটির রং- ধূসর ও লাল বর্ণের।

(১৬) ভাওয়ালের গড় অঞ্চল- গাজীপুর জেলায় অবস্থিত।

(১৭) মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং- লালচে ও ধূসর।

(১৮) ঢাকার প্রতিপাদ্য স্থান- চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু
(১) বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে।

(২) বাংলাদেশ- ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত।

(৩) এদেশের বায়ুর আর্দ্রতা কম থাকে- শীত কালে।

(৪) বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য- মৌসুমি বায়ু।

(৫) বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না- উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে।

(৬) সবচেয়ে ছোট দিন ও বড় রাত- ২২ ডিসেম্বর।

(৭) আইলা শব্দের অর্থ- ডলফিন বা শুশুক।

(৮) বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর- ঢাকার আগার গাঁয়ে অবস্থিত।

(৯) সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র- ঢাকার আগার গাঁও অবস্থিত।

(১০) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র- ২টি।

(১১) বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা- ২৬.৭০ ।

(১২) বাংলাদেশের জলবায়ু- সম ভাবাপন্ন।

(১৩) কাল বৈশাখী বৃষ্টিপাত ঝড়ের কারণ- উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু।

(১৪) বাংলাদেশের আবহাওয়া দপ্তর কমপক্ষে- ১৮ ঘণ্টা পূর্বে বিপদ সংকেত দেয়।

(১৫) বাংলাদেশ স্বতন্ত্র ঋতু- বর্ষাকাল।

(১৬) সিডর শব্দের অর্থ- চোখ।

(১৭) বাংলাদেশের সবচেয়ে বড় দিন ও ছোট রাত- ২১ জুন।

Download Pdf

বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র
বাংলাদেশে ভূ- উপগ্রহ কেন্দ্র আছে- ৪টি ( বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট)
আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যমকে- উপগ্রহ বলে।
তারিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত- গাজীপুর।
বাংলাদেশের উপগ্রহ কেন্দ্রটি অবস্থিত- সিলেটে অবস্থিত।
প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটি অবস্থিত- বেতবুনিয়া, গাজীপুর।
বাংলাদেশের পাহাড়-পর্বত উপত্যকাসমূহ
(১) বাংলাদেশের পাহাড়সমূহ সৃষ্টি হয়েছে- প্লেটটেকনোনিক প্রক্রিয়ায়।

(২) বাংলাদেশের পাহাড় সমূহ- ভাঁজ বা ভঙ্গিল শ্রেণীর।

(৩) বাংলাদেশের পাহাড় সমূহের গড় উচ্চতা- ২০৫০ ফুট।

(৪) লালমাই পাহাড়- কুমিল্লায় অবস্থিত।

(৫) কুলাউড়া পাহাড় অবস্থিত- মৌলভীবাজার জেলায়।

(৬) ‘কালা পাহাড়’ বা ‘পাহাড়ের রাণী’ বলা হয়- চিম্বুক পাহাড়কে (৩য় উচ্চতম)।

(৭) বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম- তাজিংডং বা বিজয় বা মদক মুয়াল।

(৮) হালদা ভ্যালী অবস্থিত- খাগড়াছড়িতে।

(৯) বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয়- টারশিয়ারী যুগে।

(১০) বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়- গারো পাহাড়।

(১১) আলু টিলা পাহাড়- খাগড়াছড়িতে অবস্থিত।

(১২) ইউরেনিয়াম পাওয়া গেছে- কুলাউড়া পাহাড়ে।

(১৩) চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে- মারমা উপজাতি।

(১৪) হিন্দুদের তীর্থ স্থানের জন্য বিখ্যাত- চন্দ্রনাথের পাহাড়। () বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ- কেওক্রাডং।

(১৫) সাঙ্গু ভ্যালী অবস্থিত- চট্টগ্রামে।

Download Pdf

বাংলাদেশের ভৌগলিক প্রতীকী নামসমূহ
(১) ভাটির দেশ বাংলাদেশ

(২) মসজিদের শহর ঢাকা

(৩) সোনালী আঁশের নাম বাংলাদেশ

(৪) প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ

(৫) জনসংখ্যার দেশ বাংলাদেশ

(৬) নদীমাতৃক দেশ বাংলাদেশ, রিক্সার নগরী ঢাকা

(৭) পৃথিবীর ব-দ্বীপ বাংলাদেশ, ৩৬০ আউলিয়ার আবাস ভূমি সিলেট

(৮) চট্টগ্রামের দুঃখ চাক্তাইখাল, রসের হাঁড়ি খেজুর গুড় ফরিদপুর

(৯) সাগর দ্বীপ ভোলা উত্তর বঙ্গের প্রবেশ দ্বার বগুড়া

(১০) সাগর কন্যা- পটুয়াখালী

(১১) দেশের প্রবেশ দ্বার চট্টগ্রাম, বাংলাদেশ-ভারতের প্রবেশ দ্বার সিলেট

(১২) বার আউলিয়ার শহর চট্টগ্রাম() কুমিল্লার দুঃখ গোমতী

(১৩) বাংলার শস্য ভাণ্ডার বরিশাল

(১৪) সাগর কন্যা কুয়াকাটা

বাংলাদেশের স্থাপত্য নিদর্শন সমূহ
(১) বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান- ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ।

(২) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান।

(৩) জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত- সাভারে।

(৪) জাতীয় স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(৫) জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন- প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ।

(৬) জাতীয় স্মৃতিসৌধ এর ফলক সংখ্যা- ৭টি।

(৭) মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর স্থপতি- তানবীর কবির।

(৮) বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবস্থান- মিরপুর, ঢাকা।

(৯) রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ অবস্থিত- রায়ের বাজার, ধানমন্ডি।

(১০) অপরাজেয় বাংলা অবস্থিত- কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

(১১) স্বোপার্জিত স্বাধীনতা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত।

(১২) শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

(১৩) ‘সংশপ্তক’ ভাস্কর্যটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

(১৪) ‘স্মারক ভাস্কর্য’ টি- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

(১৫) ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যটি অবস্থিত- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

(১৬) ‘অমর একুশে’ ভাস্কর্যটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

(১৭) বিজয় ’৭১ এর অবস্থান- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

(১৮) মুজিব নগর স্মৃতিসৌধ মেহেরপুর তানভীর কবির

(১৯) স্বোপার্জিত স্বাধীনতা ঢা.বি টিএসসি চত্বর শামীম শিকদার

(২০) দুর্জয় রাজারবাগ, ঢাকা মৃণাল হক

(২১) সংগ্রাম সোনারগাঁও নারায়ণগঞ্জ জয়নুল আবেদীন

(২২) স্বাধীনতা ভাষা ইন্সটিটিউট সেগুনবাগিচা, ঢাকা

(২৩) বীরের প্রত্যাবর্তন বাড্ডা, ঢাকা সুদীপ্ত রায়

(২৪) প্রতিরোধ মাসদাইর, নারায়ণগঞ্জ মৃণাল হক

(২৫) কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়- ২৩ জানুয়ারি ১৯৫২।

(২৬) শহীদ মিনার প্রথম উদ্বোধন করা হয়- ২৪ ফেব্রুয়ারি ১৯৫২।

(২৭) জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি- সৈয়দ মাইনুল হোসেন।

(২৮) জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করা হয়- ১৬ ই ডিসেম্বর ১৯৭২।

(২৯) জাতীয় স্মৃতিসৌধ এর উচ্চতা- ১৫০ ফুট।

(৩০) মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স- মেহেরপুর জেলায় অবস্থিত।

(৩১) মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর স্তম্ভ সংখ্যা- ২৩টি।

(৩২) জাগ্রত চৌরঙ্গী এর ভাস্কর- আব্দুর রাজ্জাক।

(৩৩) এর ভাস্কর- সৈয়দ আব্দুল্লাহ খালেদ।

(৩৪) স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি- শামীম শিকদার।

(৩৫) শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি ভাস্কর-নিতুন কুণ্ড।

(৩৬) ‘সংশপ্তক’ ভাস্কর্যটির ভাস্কর- হামিদুজ্জামান খান।

(৩৭) ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যটি ভাস্কর- রশীদ আহমদ।

(৩৮) গোল্ডেন জুবিলী টাওয়ার- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

(৩৯) বিজয় ’৭১ এর ভাস্কর্য- শ্যামল চৌধুরী।

(৪০) দেশের সর্বোচ্চ শহীদ মিনারটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

(৪১) ‘মোদের গরব’ ভাস্কর্যটির অবস্থান- বাংলা একাডেমী চত্বর।

(৪২) জাতীয় স্মৃতিসৌধ-সাভার-সৈয়দ মাইনুল হোসেন

(৪৩) অপরাজেয় বাংলা ঢা.বি কলাভবন সৈয়দ আব্দুল্লাহ খালেদ

(৪৪) জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুর চৌরাস্তা আব্দুর রাজ্জাক

(৪৫) দুরন্ত শিশু একাডেমী, ঢাকা সুলতানুল ইসলাম

(৪৬) বিজয় বিহঙ্গ আমতলা, বরিশাল হামিদুজ্জামান ও আমিনুল হাসান লিটু

(৪৭) প্রত্যাশা ফুলবাড়িয়া, ঢাকা, মৃণাল হক

Download Pdf

বাংলাদেশের ছিটমহল ও সীমান্তবর্তী স্থানসমূহ

বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধি।

বাংলাদেশের সব কটি ছিট মহল- ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অন্তর্গত।

তিন বিঘা করিডোর’ এর বিনিময়ে বাংলাদেশ ভারতকে দেয়- বেরু বাড়ী ছিটমহল।

বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল ছিল- ১১১টি।

ভারত কর্তৃক দখলকৃত ‘পদুয়া’ নামক স্থানটি- সিলেট সীমান্তে অবস্থিত।

তিন বিঘা করিডোর’ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত।

ছয় ঋতুর নাম | ছয় ঋতুর নাম ইংরেজিতে 

আমরা সবাই জানি ছয় ঋতুর দেশ বাংলাদেশ। আমাদের দেশে প্রতি দুই মাস পর পর ঋতু পরিবর্তিত হয়। এ আর্টিকেলের মাধ্যেমে ছয় ঋতুর নাম, ছয় ঋতুর ইংরেজি নাম এবং কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ছয় ঋতুর নাম ইংরেজিতে

(1) Summer– (সামার ) = বাংলায় হচ্ছে গ্রীষ্মকাল

(2) Rainy Season- (রেইনি সীজন) = বাংলায় হচ্ছে বর্ষাকাল

(3) Autumn- (অটাম) = বাংলায় হচ্ছে শরৎকাল

(4) Late Autumn (লেইট অটাম) = বাংলায় হচ্ছে হেমন্তকাল

(5) Winter (উইনটার) = বাংলায় হচ্ছে শীতকাল

(6) Spring (স্প্রিং) = বাংলায হচ্ছে বসন্তকাল

Download Pdf

বাংলায় যে মাসগুলো নিয়ে ঋতু গঠিত

গ্রীষ্মকাল:- গ্রীষ্মকাল ইংরেজিতে যাকে বলে Summer। বাংলায় বৈশাখ এবং জৈষ্ঠ মাস মিলে হয় গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি থাকে।

বর্ষাকাল:- বর্ষাকাল ইংরেজিতে যাকে বলে Rainy Season। বাংলায় আষাঢ় এবং শ্রাবণ মাস মিলে হয় বর্ষাকাল। বর্ষাকালে সাধারণত প্রচুর বৃষ্টিপাত হয়, যার ফলে হাওর ও নদী গুলো পানিতে ভরে যায়।

শরৎকাল:- শরৎকাল ইংরেজিতে Autumn বলে। বাংলায় ভাদ্র এবং আশ্বিন মাস মিলে হয় শরৎকাল। শরৎকালে সাধারণত বৃষ্টিপাত কম হয়ে থাকে।

হেমন্তকাল:- হেমন্তকাল ইংরেজি হচ্ছে Late Autumn। বাংলায় কার্তিক এবং অগ্রাহায়ণ মাস মিলে হয় হেমন্তকাল।

শীতকাল:- শীতকালকে ইংরেজিতে Winter বলে। বাংলায় পৌষ এবং মাঘ মাস মিলে হয় শীতকাল। শীতকালে আবহাওয়ায় তাপমাত্রার পরিমান অনেক কম থাকে।

বসন্তকাল:- বসন্তকালকে ইংরেজিতে Spring বলে। বাংলায় ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্তকাল।

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান 
বিভিন্ন পরীক্ষায় বার বার আসা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান। যে কোন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় কমন পাবেন।

প্রশ্ন:-১ এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে = ৩রা মার্চ

প্রশ্ন:-২ মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত = বিচারপতি আবু সায়িদ চৌধুরী

প্রশ্ন:-৩ বাংলার মুক্তি সনদ’ হিসেবে পরিচিত = ৭ই মার্চের ভাষন

প্রশ্ন:-৪ শরনার্থী কর আইন আরোপ করেছে = ভারত সরকার

প্রশ্ন:-৫ সাইমন ড্রিং কে = ব্রিটিশ সাংবাদিক

প্রশ্ন:-৬ মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট ফোর্স গঠিত হয়েছিল = ৩ টি

প্রশ্ন:-৭ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম = অপারেশন সার্চ লাইট

প্রশ্ন:-৮ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা = যশোর

প্রশ্ন:-৯ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন = মওলানা আবদুল হামিদ খান ভাসানী

প্রশ্ন:-১০ কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় = ৭ই মার্চ ১৯৭৩

প্রশ্ন:-১১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট বীরত্বসূচক খেতাব প্রদান করা হয় = ৬৭৬ জন

প্রশ্ন:-১২ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন = সৈয়দ নজরুল ইসলাম

প্রশ্ন:-১৩ যৌথবাহিনী গঠিত হয়েছিল = ১৯৭১ সালের ২১ নভেম্বর

প্রশ্ন:-১৪ মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি = চারটি

প্রশ্ন:-১৫ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় = ১৪ ডিসেম্বর

প্রশ্ন:-১৬ মুক্তিবাহিনী গঠিত হয় = ১৯৭১ সালের ১১ জুলাই

প্রশ্ন:- ১৭ ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় = ৩রা নভেম্বর

প্রশ্ন:-১৮ ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা ছিলো = প্রায় দশ লক্ষ

প্রশ্ন:-১৯ অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী ছিল = ইয়াহিয়া খান

প্রশ্ন:-২০ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিলো = দুই নম্বর সেক্টর

প্রশ্ন:-২১ সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম = শহীদুল ইসলাম, বীর প্রতীক তার বয়স ছিলো ১২ বছর

প্রশ্ন:-২২ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান = এম. মনসুর আলি।

প্রশ্ন:-২৩ মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় = সেগুনবাগিচায় অবস্থিত

প্রশ্ন:-২৪ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রশ্ন:-২৫ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা = ১১টি সেক্টরে

প্রশ্ন:-২৬ মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায় = প্রায় ৩০ লাখ

প্রশ্ন:-২৭ মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল = ‘জয় বাংলা’

প্রশ্ন:-২৮ আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল অন্তভু‌র্ক্ত ছিল = ১০নং সেক্টরে

প্রশ্ন:-২৯ শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ছয়দফা ঘোষনা করেন = ২৩ মার্চ ১৯৬৬

প্রশ্ন:-৩০ মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো = যুক্তরাজ্য

প্রশ্ন:- ৩১ ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে = তারামন বিবি ডা. সেতারা বেগম।

প্রশ্ন:-৩২ বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিলো = ১৭ এপ্রিল, ১৯৭১

প্রশ্ন:-৩৩ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন = তাজউদ্দিন আহমেদ

প্রশ্ন:-৩৪ শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় = ৩ মার্চ ১৯৭১

প্রশ্ন:-৩৫ কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন = ১৪ই ডিসেম্বর

প্রশ্ন:-৩৬ মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী বিদেশী নাগরিক কোন দেশের = ডাচ

প্রশ্ন:-৩৭ আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে নিয়ে যাওয়া হয় = ঢাকা সেনানিবাসে।

প্রশ্ন:-৩৮ সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’ = আইভরি কোস্ট

প্রশ্ন:-৩৯ অপারেশন জ্যাকপটে কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে = ৬০ টি

Download Pdf

কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান 

প্রশ্ন:-১ আধুনিক কম্পিউটারের জনক = জনক চালর্স ব্যাবেস

প্রশ্ন:-২ LCD এর পূর্ণরূপ  = Liquid Crystal Display.

প্রশ্ন:-৩ CPU এর পূর্ণরূপ = Central Processing Unit

প্রশ্ন:-৪ কম্পিউটারের কাজের গতি প্রকাশ করে = ন্যানো সেকেন্ড

প্রশ্ন:-৫ প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছেন = লেডি অ্যাডা অগাষ্টা

প্রশ্ন:-৬ কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে = কম

প্রশ্ন:-৭ বাংলা লেখার সফটওয়্যার =  বিজয়

প্রশ্ন:-৮ পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় = প্রেজেনটেশন

প্রশ্ন:-৯ অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয় = ইন্টারনেট

প্রশ্ন:-১০ ওয়েব অর্থ = জাল

প্রশ্ন:-১১ কম্পিউটার নেটওয়ার্ক = ৪ প্রকার

প্রশ্ন:-১২ IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার = Intel 4004

প্রশ্ন:-১৩ কম্পিউটার র্যাম হচ্ছে = স্মৃতিশক্তি

প্রশ্ন:-১৪ কম্পিউটার বায়োস (BIOS) হচ্ছে  = Basic Input-Output System

প্রশ্ন:-১৫ কম্পিউটারের যন্ত্রকে বলে = হার্ডওয়্যার

প্রশ্ন:-১৬ ই-মেইল হচ্ছে = ইলেকট্রনিক মেইল

প্রশ্ন:-১৭ ইউটিউব এর প্রতিষ্ঠাতা = জাভেদ করিম ও স্টিভ চ্যাল

প্রশ্ন:-১৮ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে = Rom

প্রশ্ন:-১৯ 1 KB সমান কত বাইট = 1024 Byte.

প্রশ্ন:-২০ PC এর পূর্ণরূপ  = Personal Computer.

প্রশ্ন:-২১ কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার।

প্রশ্ন:-২২ কম্পিউটার শব্দের অর্থ = গননাকারী যন্ত্র।

প্রশ্ন:-২৩ কম্পিউটারের আবিষ্কারক = হাওয়ার্ড এ্যাইকিন

প্রশ্ন:-২৪ কম্পিউটারে কোনটি নেই = বুদ্ধি বিবেচনা

প্রশ্ন:-২৫ কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে = CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)

প্রশ্ন:-২৬ কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে = প্রসেসরকে

প্রশ্ন:-২৭ বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় = বিল গেটস

প্রশ্ন:-২৮ কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় = মাদারবোর্ড

প্রশ্ন:-২৯ ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ = চীন

প্রশ্ন:-৩০ (Chat) চ্যাট  অর্থ = খোশগল্প করা

প্রশ্ন:- ৩১ মাইক্রো শব্দের অর্থ = ক্ষুদ্রাকার

প্রশ্ন:-৩২ কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে = Compute শব্দ থেকে।

প্রশ্ন:-৩৩ ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় = পেনড্রাইভ

প্রশ্ন:-৩৪ Find কমান্ড থাকে কোন মেনুতে = Edit

প্রশ্ন:-৩৫ মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার হবে = প্রাণ

প্রশ্ন:-৩৬ কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় = বাইট

প্রশ্ন:-৩৭ পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্রোগ্রাম = মাল্টিমিডিয়া

প্রশ্ন:-৩৮ কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় ছিলেন = গণিতবিদ

প্রশ্ন:-৩৯ পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় = প্রেজেন্টেশন

প্রশ্ন:-৪০ কম্পিউটার গণনার একক  = বাইট

প্রশ্ন:-৪১ হার্ডওয়্যার কাজ করে না = সফটওয়্যার ছাড়া

প্রশ্ন:-৪২ কম্পিউটার তথ্য প্রক্রিয়ার কাজ করে = নির্দেশ অনুযায়ী

প্রশ্ন:-৪৩ কম্পিউটারের আউটপুট যন্ত্র = মনিটর

প্রশ্ন:- ৪৪ ইন্টারনেটের উদ্ভব হয় = যুক্তরাষ্ট্রে

প্রশ্ন:-৪৫ File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো লেখা থাকে = মেনু বারে

প্রশ্ন:-৪৬ ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে প্রয়োজন = CapsLock

প্রশ্ন:-৪৭ বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য টাইপ করতে হয় = Ctrl+Alt+B

প্রশ্ন:-৪৮ WWW এর জনক = টিম বার্নস লি

প্রশ্ন:-৪৯ অক্ষর কাটা বা মোছার জন্য ব্যবহার করা হয় = ডিলিট বা ব্যাকস্পেস

প্রশ্ন:-৫০ ফাইল Save করার জন্য প্রয়োয়ন = ফাইল মেনু

প্রশ্ন:-৫১ ইনপুট ডিভাইস = কিবোর্ড

প্রশ্ন:-৫২ ৮D কোন ধরনের সংখ্যা = হেক্সাডেসিমাল

প্রশ্ন:-৫৩ ফাংশন কি = F1-F12 পর্যন্ত

প্রশ্ন:-৫৪ কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য = এম.এস.এক্সেল সফটওয়্যার ব্যবহার করা হয়।

প্রশ্ন:-৫৫ দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে = মডেম

প্রশ্ন:-৫৬ এক্সেল = স্প্রেডশিট

প্রশ্ন:-৫৭ কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় = ন্যানো সেকেন্ড

প্রশ্ন:-৫৮ কোন কাজ করার জন্য কম্পিউটারকে প্রদান করতে হয় = ডাটা বা তথ্য

প্রশ্ন:-৫৯ সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো = সুপার কম্পিউটার

প্রশ্ন:-৬০ প্রথমে কম্পিউটার দিয়ে করানো হত = গণনা

প্রশ্ন:-৬১ বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম = ইন্টারনেট

Download Pdf

ফিন্যান্স কাকে বলে
finance কাকে বলে

Finance শব্দটির বংলা অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থসংস্থান। তাই সাধারণ অর্থে Finance বলতে অর্থ সংগ্রহ করাকে বুঝায়। আর ব্যাপক অর্থে অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যাবলিকে অর্থয়ন বলা হয়ে থাকে।

ফিন্যান্স এর সংজ্ঞা
ফিন্যান্স এর কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা

According to L. G Gitman, Finance is the art and Science ao managing money”

অর্থাৎ অর্থ ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান হলো অর্থায়ন।“

According to John J. Hampton, The term finance can be defined as the management of flows of money through an organization, whether it be a corporation, school, bank or government agency.

অর্থাৎ কোন প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রবাহের ব্যবস্থাপনাকে অর্থায়ন হিসাবে সংজ্ঞায়িত করা যায় হোক সেটি কপোরেশন, ব্যাংক, স্কুল কলেজ বা সরকারি এজেন্সি।

পরিশেষে আমরা বলতে পারি, অর্থায়ন হলো অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের ব্যবহার সংক্রান্ত ব্যবস্থাপকীয় কলা কৌশল।

বীমা কাকে বলে
বীমার সংজ্ঞা
মানুষের জীবন ও সম্পদের সাথে ঝুকিঁ বা নানাবিধ বিপদ জড়িত । তাই মানুষের মনে এসব ক্ষতি পুষিয়ে নেয়ার যে সুপ্ত বাসনা ছিল তার বাস্তবায়নের জন্যই ক্রমান্বয়ে বিমা ব্যবস্থার উদ্ভব হয়।

অর্থাৎ ঝুকিঁ থেকেই বিমার উৎপত্তি। ঝুকিঁ হলো যেসব ক্ষতির সংঘটন সম্পর্কে অতীত কোনো তথ্য পাওয়া য়ায় সেগুলো সংঘটনের সম্ভাবনাকেই ঝুকিঁ বলে।

আর বীমা হচ্ছে দুই বা ততোধিক পক্ষের মধ্যে সম্পাদিত একটি চুক্তি যার মাধ্যমে এক বা একাধিক পক্ষ বিমাকরীর নিকট নির্দিষ্ট পরিমান প্রিমিয়াম বা নিদির্ষ্ট পরিমান চাঁদার বিনিময়ে সম্পূর্ণ বা আংশিক ক্ষতিপূরণ দিতে সম্মত হয় এবং বিমাচুক্তিপত্রে উল্লেখিত নির্দিষ্ট কারণে বিমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী চুক্তির শর্তানুযায়ী বিমাগ্রহীতা বা তার প্রতিনিধিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়।

বীমার সংজ্ঞা
বীমার কয়েকটি সংজ্ঞা নিচে দেওয়া হলো।

According to M. K. Ghosh & A. N. Agarwala Insurance is a co-operative form of distributing a certain risk over a group of persons, who are exposed to it.”

এম কে ঘোষ এবং এ. এন আগারওলা বলেন, বিমা হচ্ছে এমন এক যৌথ সমবায় ব্যবস্থা, যার মাধ্যমে নির্দিষ্ট পরিমান ঝুকি সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে বণ্টন করা হয়।

According to porter, Human life is sounded with lots of danger creation preventive measure against these danger is insurance.

বিমা বিশারদ মি. পোর্টাল এর মতে, মানুষের জীবন ও তার কার্যাবলী বিভিন্ন প্রকার বিপদাপদে বেষ্টিত। এসব অজানা বিপদাপদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থাই হচ্ছে বিমা।

উপরের আলোচনা এবং সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, বিমা হচ্ছে এক ধরণের যৌথ ব্যবস্থা যার দ্বারা সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ঝকি বন্টনের সুযোগ সৃষ্টি হয়।

Download Pdf

ব দ্বীপ কাকে বলে? পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ

বদ্বীপ একটি প্রাকৃতিক ভূমি, যা নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি দ্বারা সৃষ্ট দ্বীপ।একটি নদী বয়ে গিয়ে যখন কোন জলাধার, হ্রদ, সাগর কিংবা মহাসাগরে পরে তখন নদীমুখে যে দ্বীপ তৈরি হয় তাকে বদ্বীপ বলে।

পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি

পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ হচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশকে বৃহত্তম ব-দ্বীপ বলার কারন
ব-দ্বীপ শব্দটি গ্রিক ∆ (ডেলটা) থেকে এসেছে। ব-দ্বীপকে ইংরেজীতে Delta বলা হয় । আর বাংলায় ‘ব’ বর্ণটির সাথে ডেলটা ∆ এর মিল থাকায় কারনে বাংলায় ব-দ্বীপ নামটি প্রচলিত হয়।

বদ্বীপের প্রকারভেদ

ভূমধ্য বদ্বীপ
স্রোত-নিয়ন্ত্রিত বদ্বীপ
গিল্বার্ট বদ্বীপ
জোয়ার-ভাটা-নিয়ন্ত্রিত বদ্বীপ
আকৃতি অনুসারে ব-দ্বীপের প্রকারভেদ

তীক্ষাগ্র বদ্বীপ
পাখির পায়ের মতো বদ্বীপ
ধনুকাকৃতি বদ্বীপ
খাড়ীয় বদ্বীপ

কোন দেশের টাকার মান বেশি

পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার মান সমান নয়। কোন দেশের মুদ্রার মান বেশি আবার কোন কোন দেশের মুদ্রার মান কম। মুদ্রার মান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল কুয়েতের দিনার। তবে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত মুদ্রা হচ্ছে মার্কিন ডলার।

নিম্নে পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি মুদ্রার নাম এবং দেশের তালিকা দেওয়া হলো

বিভিন্ন দেশের টাকার মান

ক্রমিক নং দেশ বাংলাদেশী টাকা
কুয়েত (দিনার) ২৮৩ টাকা
বাহরাইন (দিনার) ২২৮ টাকা
ওমানের রিয়াল ২২৩ টাকা
জর্দান দিনার (জর্দানিয়ান দিনার) ১২২ টাকা
ব্রিটিশ পাউন্ড ১১৭ টাকা
জিব্রাল্টার পাউন্ড ১১৬ টাকা
কেম্যান আইল্যান্ড ডলার ১০৪ টাকা
ইউরো ৯৭ টাকা
সুইস ফ্রাংক ৯৪ টাকা
১০ মার্কিন ডলার ৮৫ টাকা

 


আমেরিকা আবিষ্কার করেন

আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন- ক্রিস্টোফার কলম্বাস

ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইতালীয় নাবিক ও ঔপনিবেশিক। ইতালির জেনোয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে কলম্বাসের আসল নাম ইতালীয় ভাষায় ক্রিস্তোফোরো কোলোম্বো ।

১৪৯২ সালে কিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর অতিক্রম করে বাহামা দ্বীপ (পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ) অবতরণের মাধ্যমে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।

কিন্তু কলম্বাস তখন দ্বীপটিকে ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের একটি দ্বীপ বলে ধারণা করেন। এজন্য এই দ্বীপগুলোকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলা হয়।

Download Pdf

রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি নির্গত হয়

রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি নির্গত হয়? প্রশ্নটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বার বার আসে।

রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়

উত্তর:- রঙ্গিন টেলিভিশন থেকে রঞ্জন রশ্মি নির্গত হয়।

এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ

১। শব্দের প্রথমে যদি এ-কার থাকে এবং তারপর ই( ি ), ঈ (ী), উ (ু), ঊ (ূ), এ (ে), ও (ো), য়, র , ল, শ এবং হ থাকলে সাধারণত এ অবিকৃতভাবে উচ্চারিত হয়। যেমন:- তেল, মেকি

২। সংখ্যাবাচক শব্দের গোড়ায় এ থাকলে সাধারণত তার উচ্চারণ অ্যা হয়। যেমন:- এক (অ্যাক) এগারো (অ্যাগারো)

৩। মূলে ই কার বা ঋ-কারযুক্ত ধাতু প্রাতিপদিকের সঙ্গে আ-কার যুক্ত হলে সেই ই-কার এ-কার রূপে উচ্চারিত হবে, কখনও অ্যা-কার হবে না। যথা: কেনা, মেলা, মেশা ইত্যাদি।

৪। এ-কারযুক্ত এক ধ্বনিদল বা একাক্ষর ধাতুর সঙ্গে আ-প্রত্যয়যুক্ত হলে, সাধারণত সেই এ কারের উচ্চারণ “অ্যা” হয়ে থাকে। যেমন:- খেলা

৫। এক ধ্বনিদল বা একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিকভাবে অর্থাৎ অবিকৃত এ কার রূপে উচ্চারিত হয়। যেমন:- কে, সে (শে)

বাংলাদেশের উপজাতি

বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান ৮ম। এদেশে বসবাস করে অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদের অধিকাংশ বসবাস করে পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী অঞ্চলে।

বাংলাদেশের সর্ববৃহৎ নৃগোষ্ঠী হলো চাকমা।

বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিমান প্রায় ১৬ লক্ষ যা মোট জনসংখ্যার ১.১১%।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয় – ২ ডিসেম্বর ১৯৯৭।

বাংলাদেশের উপজাতি সমূহের তালিকা

ক্রমিক উপজাতি জনসংখ্যা বসবাস
চাকমা
মারমা
সাঁওতাল
ত্রিপুরা
গারো
ওঁরাও
তঞ্চ্যঙ্গা
ম্রো
বম
১০ পাংখো
১১ চাক
১২ খেয়াং
১৩ খুমি
১৪ লুসাই
১৫ কোচ
১৬ ডালু
১৭ কুকি
১৮ রাখাইন
১৯ মণিপুরী
২০ হাজং
২১ খাসিয়া বা খাসি
২২ বর্মন
২৩ পাহাড়ি পাহাড়ি
২৪ মালপাহাড়ি
২৫ মুন্ডা
২৬ কোল
২৭ কন্দ
২৮ পাঙন মুসলিম
২৯ লাওরা মুসলিম
৩০ মুরং
৩১ রাজবংশী
৩২ পাত্র,
৩৩ গণ্ড

 

পরিসংখ্যান কাকে বলে

পরিসংখ্যান শব্দটি ল্যাটিন ‌‌‌‍’statisticum collegium’ শব্দ হতে উৎপত্তি হয়েছে।

পরিসংখ্যান:- পরিসংখ্যান বলতে কোন ঘটনা, তথ্য, বিষয়ের সংখ্যা এবং গণনাবাচক পরিমাপকে বোঝায়।

অন্যভাবে বলা যায়, পরিসংখ্যান হলো তথ্য সংগ্রহ করা, সংগঠিত করা এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করার বিজ্ঞান।

পরিসংখ্যানের শাখা
১। গড়

২। মধ্যক

৩। প্রচুরক

৪।অজিবরেখা

৫। গণসংখ্যা

৬। বহুভুজ

৭। আয়তলেখ

নদী কাকে বলে

নদী:- পাহাড় বা উঁচু ভূমি থেকে সৃষ্ট ঝরণাধারা, বরফগলিত স্রোত কিংবা প্রাকৃতিক পরিবর্তনের কারণে সৃষ্ট জলস্রোত স্থলভাগ অতিক্রম করার সময় নদী নামে পরিচিত।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। তিনি ১১ই এপ্রিল, ১৯৭১ থেকে ১২ই জানুয়ারি, ১৯৭২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তাজউদ্দীন আহমদ এর জন্ম ২৩ জুলাই, ১৯২৫ সালে গাজীপুর এবং ১৯৭৫ সালের ৩ রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়।

মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার পর তিনি ১৯৭৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী- বেগম খালেদা জিয়া

২০ মার্চ ১৯৯১ সাল থেকে ৩০ মার্চ ১৯৯৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী- বেগম খালেদা জিয়া

Download Pdf

ইসলামের ইতিহাসের জনক

ইসলামের ইতিহাসের জনক- আল মাসুদী

ইসলামের ইতিহাস

ইসলাম ধর্মের উদ্ভবের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ইসলামী সভ্যতার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক, সামাজিক উন্নয়নকে বুঝায়।

আমলাতন্ত্রের জনক কে

আমলাতন্ত্রের জনক- ম্যাক্স ওয়েবার।

ম্যক্স ওয়েবার জন্ম গ্রহণ করেন ২১ এপ্রিল ১৮৬৪ সালে এবং মৃত্যু বরণ করেন ১৪ জুন ১৯২০ সালে। তিনি ছিলেন জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ।

অর্থশাস্ত্রের জনক কে

অর্থশাস্ত্রের জনক- অ্যাডাম স্মিথ।

আধুনিক অর্থশাস্ত্রের জনক- অ্যাডাম স্মিথ।

অ্যাডাম স্মিথ জন্মগ্রহণ করেন ৫ জুন ১৭২৩ সালে স্কটল্যান্ডে এবং মৃত্যু বরণ করেন ১৭ জুলাই ১৭৯০ সালে। তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে, আধুনিক উন্মুক্ত বাজার অর্থনীতি, শ্রমের বন্টন এবং চিরায়ত অর্থনীতি।

অ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে, Inquiry into the Nature and Causes of the Wealth of Nations নামক একটি গ্রন্থ লিখেন।

লন্ডন কোন দেশের রাজধানী

লন্ডন যুক্তরাজ্যের রাজধানী। লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডন শহরে বাস করে প্রায় ৯০ লক্ষ জনসংখ্যা। বর্তমানে লন্ডন ইউরোপের বৃহত্তম শহর।

যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি

যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম- ওয়াশিংটন, ডি.সি (Washington, D.C)

যুক্তরাষ্ট্রের আয়তন ৯৮.৩ লক্ষ বর্গ কিলোমিটার বা ৩৭.৯ লক্ষ বর্গ মাইল।আয়তনে যুক্তরাষ্ট্র বিশ্বের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ৩৩ কোটি। জনসংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বের তৃতীয়। যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করে ৪ জুলাই, ১৭৭৬ সালে।

গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্রশ্ন:-১ আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক হচ্ছেন = জর্জ ওয়াশিংটন

প্রশ্ন:-২ মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কতটি তারকা চিহ্ন আছে = ৫০টি

প্রশ্ন:-৩ যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টোরাল ভোট কতটি = ৫৩৮টি

প্রশ্ন:-৪ আমেরিকা মহাদেশ নামকরণ করেন = ১৪৯৭ সালে, আমেরিগো ভেসপুচি।

প্রশ্ন:-৫ ফ্রান্স যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় = ১৮৮৬ সালে

প্রশ্ন:-৬ রিপাবলিকান পার্টির প্রতীক হচ্ছে = হাতি

প্রশ্ন:-৭ কলম্বাস’ আমেরিকা আবিষ্কার করেন কত সালে = ১৪৯২ সালে।

প্রশ্ন:-৮ লিভিং হিস্ট্রি’ গ্রন্থের লেখক = হিলারি ক্লিনটন

প্রশ্ন:-৯ হোয়াইট হাউসের স্থপতি কে = জেমস হেবান

প্রশ্ন:-১০ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর = পেন্টাগন

Download Pdf

নাসাউ কোন দেশের রাজধানী

নাসাউ হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী।

বাহামা দ্বীপপুঞ্জের আয়তন ১৩৮৭৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৩ লাখ ৯৩ হাজার। বাহামা দ্বীপপুঞ্জের মুদ্রার নাম- ডলার।

আফগানিস্তানের প্রদেশ কয়টি

আফগানিস্তানের প্রদেশ সংখ্যা- ৩৪ টি। আফগানিস্তানের আয়তন ৬৫২৮৬০ বর্গ কি.মি। আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি। আফগানিস্তানের জনসংখ্যা প্রায় ৪ কোটি। যার মধ্য ৯৭.৭ % লোক মুসলিম।

নেপালের রাজধানীর নাম কি

নেপালের রাজধানীর নাম- কাঠমুন্ড। নেপালের শতকরা ৮১ ভাগ নাগরিক হিন্দু ধর্মের অনুসারী। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ড এভারেস্ট নেপালে অবস্থিত। নেপালের সরকারি ভাষা নেপালি। নেপালের মোট আয়তন ১৪৭১৮১ বর্গ কিলোমিটার। নেপালের মুদ্রার নাম রুপৈয়া।

দুবাই কোন দেশের রাজধানী

দুবাই কোন দেশের রাজধনীর নাম নয়। দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি। সাতটি আমিরাতের নাম হচ্ছে-

১। দুবাই

২। উম্ম আল ক্বাইওয়াইন

৩। শারজাহ

৪। আবু ধাবি ( রাজধানী )

৫। আজমান

৬। আল ফুজাইরাহ

৭। আল খাইমাহ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম- আবু ধাবি

সৌদি আরবের রাজধানীর নাম

সৌদি আরবের রাজধানীর নাম- রিয়াদ। সৌদি আরবের আয়তন ২১,৫০,০০০ বর্গ কিলোমিটার। সৌদি আরব এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ। সৌদি আরবের রাজ্য সংখ্যা ৫ টি।সৌদি আরবের ৩কোটি ৫৫ লক্ষ। (২০২১ সালের তথ্য অনুযায়ী)। সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল।

পাকিস্তানের জনসংখ্যা কত

পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। পাকিস্তানের বর্তমান জনসংখ্যা- ২২ কোটি। জনসংখ্যার দিক থেকে বিশ্বে পাকিস্তানের অবস্থান ৫ম বৃহত্তম রাষ্ট্র। পাকিস্তানের আয়তন ৮৮১৯১৩ বর্গ কিলোমিটার যা আয়তনে বিশ্বের ৩৩ তম রাষ্ট্র।

পাকিস্তানের মোট জনসংখ্যার ৯৬.৪৭% মুসলিম, ২.১৪% হিন্দু, ১.২৭% খ্রিস্টধর্ম, ০.৯% আহমদিয়া এবং অন্যান্য ধর্ম ০.০২%।

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল-মুহাম্মদ আলী জিন্নাহ

প্রশ্ন:-১ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী = লিয়াকত আলী খান।

প্রশ্ন:-২ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষনা করে = ৩০ মে ১৯৫৪

প্রশ্ন:-৩ যুক্তফ্রন্ট গঠিত হয় = ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর

প্রশ্ন:-৪ বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় = ২৩ জুন, ১৯৪৯ সালে

প্রশ্ন:-৫ পাকিস্তানে গন পরিষদের প্রথম অধিবেশন = ২৩ ফেব্রুয়ারী ১৯৪৮

প্রশ্ন:-৬ পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী = খাজা নাজিমউদ্দিন

প্রশ্ন:-৭ পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন = ইস্কান্দার মির্জা

প্রশ্ন:-৮ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল = মুহম্মদ আলী জিন্নাহ

প্রশ্ন:-৯ পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন হয় = করাচিতে

প্রশ্ন:-১০ বাংলাদেশ কতবছর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল = ২৪ বছর

Download Pdf

ভারতের রাজ্য কয়টি

ভারতের রাজ্য সংখ্যা- ২৮টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৮ টি। প্রথম স্তরের প্রশাসনিক বিভাগ ৩৬ টি।

২৮ টি রাজ্যের নাম

১। অন্ধ্রপ্রদেশ

২। অরুণাচল প্রদেশ

৩। বিহার

৪। গোয়া

৫। হরিয়ানা

৬। ঝাড়খন্ড

৭। কেরালা

৮। মহারাষ্ট্র

৯। মেঘালয়

১০। নাগাল্যান্ড

১১। উত্তরপ্রদেশ

১২। তামিলনাড়ু

১৩। ত্রিপুরা

১৪। রাজস্থান

১৫। অসম

১৬। ছত্তিশগড়

১৭। গুজরাট

১৮। হিমাচল প্রদেশ

১৯। কর্ণাটক

২০। মধ্যপ্রদেশ

২১। মনিপুর

২২। মিজোরাম

২৩। ওড়িশা

২৪। পাঞ্জাব

২৫। সিকিম

২৬। তেলাঙ্গানা

২৭। উত্তরাখন্ড

২৮। পশ্চিমবঙ্গ

ভারতের আয়তন

ভারতের আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার বা ১২,৬৯,২১৯ মাইল। আয়তনে ভারত বিশ্বের সপ্তম দেশ।

ভারতের স্থলভাগের পরিমান ৯০.৪৪% এবং জলভাগের পরিমান ৯.৫৬%।

Download Pdf

ভারতে মুসলিম জনসংখ্যা কত

ভারতের মুসলিম জনসংখ্যা ২৫ কোটি। ভারতের মুসলিম জনসংখ্যার হার ১৪.৩ %। হিন্দু জনসংখ্যার হার ৭৯.১%। খ্রিস্টান জনসংখ্যার ২.৩%। শিখ জনসংখ্যার ১.৭২ %। বৌদ্ধ জনসংখ্য ০.৭% এবং অন্যান্য ০.৯%।

ভারতের জনসংখ্যা

জনসংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের বর্তমান জনসংখ্যা- ১৩৯ কোটি ( অক্টোবর মাসের তথ্য অনুযায়ী)। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ১.১% ( ২০২০ সালের তথ্য অনুযায়ী)

চীনের জনসংখ্যা কত

চীনের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী চীন যাকে সংক্ষেপে গণচীন বলা হয়। জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশ চীন। চীনের জনসংখ্যা ১৪৪ কোটি ( ২০২১ সালের অক্টবর মাসের তথ্য অনুযায়ী)

চীনের ৭৪.৫% লোক ধর্মহীন, ১৮.৩ % লোক বৌদ্ধ ধর্ম, ৫.২% লোক খ্রিস্টধর্ম, ১.৪% ইসলাম এবং অন্যান্য ধর্মের অনুসারী হচ্ছে ০.৪%।

চীনের মুদ্রার নাম

জানতে পারবে চীনের মুদ্রার নাম কি, জাপান মুদ্রার নাম, ভুটানের মুদ্রার নাম, রাশিয়ার মুদ্রার নাম এবং ভারতের মুদ্রার নাম কি।

চীনের মুদ্রার নাম- ইউয়ান

প্রশ্ন:-১ জাপান মুদ্রার নাম = ইয়েন

প্রশ্ন:-২ উত্তর কোরিয়া মুদ্রার নাম = ওয়ান

প্রশ্ন:-৩ আর্জেন্টিনা মুদ্রার নাম = পেসো

প্রশ্ন:-৪ কিউবার মুদ্রার নাম = পেসো

প্রশ্ন:-৫ ভারতের মুদ্রার নাম = রুপী

প্রশ্ন:-৬ নেপালের মুদ্রার নাম = রুপী

প্রশ্ন:-৭ সুইজারল্যান্ড এর মুদ্রার নাম = ফ্রাংক

প্রশ্ন:-৮ রাশিয়ার মুদ্রার নাম = রুবল

প্রশ্ন:-৯ ইসরাইলের মুদ্রার নাম = শেকেল

প্রশ্ন:-১০ ভুটানের মুদ্রার নাম = গুলট্রাম

প্রশ্ন:-১১ দক্ষিন কোরিয়া মুদ্রার নাম – ওন

প্রশ্ন:-১২ চিলির মুদ্রার নাম = পেসো

প্রশ্ন:-১৩ পাকিস্তানের মুদ্রার নাম = রুপী

প্রশ্ন:-১৪ শ্রীলংকার মুদ্রার নাম = রুপী প্রশ্ন:-১৫ মায়ানমার মুদ্রার নাম = কিয়াট

Download Pdf

হংকং এর রাজধানীর নাম কি

হংকং এর রাজধানী নেই। গণচীনের দক্ষিণ- পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক এলাকা হংকং। এটি এক সময় ব্রিটিশ শাসনের অধীনে ছিলো।

যেহেতু হংকং এখন চীনের অধীনে তাই সে হিসেবে চীনের রাজধানী হচ্ছে হংকং এর রাজধানী। হংকং ২৬০ টিরও বেশি দ্বীপ রয়েছে, যার মধ্যে প্রধান দ্বীপটি হলো হংকং দ্বীপ।

ভিক্টোরিয়া অঞ্চলটি হংকংয়ের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। হংকং বিশ্বর ঘনবসতিপূর্ণ এলাকা গুলোর মধ্যে অন্যতম। এর জনসংখ্যা প্রায় ৮০ লক্ষ্য।হংকংয়ের বেশির ভাগ জনগণ চীনা ও ইংরেজি ভাষায় কথা বলে।

ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি

জানতে পারবে, ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি, হিসাব বিজ্ঞান এর ইংরেজি, পৌরনীতি ও নাগরিকতা এর ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর ইংরেজি।

ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি- Business Entrepreneurship.
হিসাব বিজ্ঞান এর ইংরেজি- Accounting
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর ইংরেজি – Information and Communication Technology
পদার্থ বিজ্ঞান এর ইংরেজি – Physics
রসায়ন এর ইংরেজি- Chemistry
জীববিজ্ঞান এর ইংরেজি- Biology
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এর ইংরেজি – History of Bangladesh and World Civilization
ভূগোল ও পরিবেশ এর ইংরেজি – Geography and Environment
অর্থনীতি এর ইংরেজি- Economics
কৃষিশিক্ষা এর ইংরেজি- Agriculture Studies
গার্হস্থ্য বিজ্ঞান এর ইংরেজি- Home Science
পৌরনীতি ও নাগরিকতা এর ইংরেজি- Civics and Citizenship
উচ্চতর গণিত এর ইংরেজি- Higher Mathematics
বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর ইংরেজি- Bangladesh and Global Studies চারু ও কারুকলা এর ইংরেজি- Arts and Crafts

Download Pdf

Bcs cadre list

Bangladesh Civil Service known by its acronym BCS. Bangladesh Public Service Commission is the main policy setting of BCS. BCS has 28 cadres.

Bcs cadre list

ক্রমিক নং ক্যাডারের নাম ক্যাডারের ধরণ
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) BCS (ADMINISTRATION) সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) BCS (ANSAR) সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়) সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) কারিগরি/পেশাগত ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব) সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) কারিগরি/পেশাগত ক্যাডার
১০ বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি) সাধারণ ক্যাডার
১১ বাংলাদেশ সিভিল সার্ভিস (বন) কারিগরি/পেশাগত ক্যাডার
১২ বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) কারিগরি/পেশাগত ক্যাডার
১৩ বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১৪ বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১৫ বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) কারিগরি/পেশাগত ক্যাডার
১৬ বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল) কারিগরি/পেশাগত ক্যাডার
১৭ বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত) কারিগরি/পেশাগত ক্যাডার
১৮ বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল) কারিগরি/পেশাগত ক্যাডার
১৯ বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক) সাধারণ ক্যাডার
২০ বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) সাধারণ ক্যাডার
২১ বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা) কারিগরি/পেশাগত ক্যাডার
২২ বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) সাধারণ ক্যাডার
২৩ বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান) কারিগরি/পেশাগত ক্যাডার
২৪ বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ) কারিগরি/পেশাগত ক্যাডার
২৫ বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
২৬ বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
২৭ বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) সাধারণ ক্যাডার

Bcs cadres

bcs cadre list-1

পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি

পৃথিবীর গভীরতম হ্রদ- বৈকাল হ্রদ। এর আয়তন প্রায় ৩১৫০০ বর্গ কি.মি। এ হ্রদের সর্বাধিক গভীরতা ১৬৩৭ মিটার। ইউনেস্কো ১৯৯৬ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। বৈকাল হ্রদ সাইবেরিয়ার মুক্তা বা সাইবেরিয়ার নীল নয়ন নামেও পরিচিত। এটি বিশ্বের প্রাচীনতম হ্রদ।

পৃথিবীর বিখ্যাত হ্রদসমূহ
পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ- সুপিরিয়র।
বিশ্বের বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান সাগর।
কাস্পিয়ান সাগর অবস্থিত- আজারবাইজান ও ইরান।
ভিক্টোরিয়া হ্রদের অবস্থান- কেনিয়া, উগান্ডা, ও তাঞ্জানিয়া।
গুরন হ্রদ অবস্থিত-কানাডা ও যুক্তরাষ্ট্র।
বৈকাল হ্রদ অবস্থিত- দক্ষিণ সাইবেরিয়া।
গ্রেট বিয়ার হ্রদ অবস্থিত- কানাডা।

পৃথিবীর গভীর তম ১০ টি হ্রদ

ক্রমিক হ্রদ দেশ
বৈকাল লেক রাশিয়া
লেক টাঙ্গানিকা মধ্য আফ্রিকা
ক্যাস্পিয়ান সমুদ্র ইউরোপ এবং এশিয়ার
লেস্ট ভোস্টক এন্টার্কটিকা
হিগিংস-সান মার্টিন আর্জেন্টিনা
মালাউই লেক মোজাম্বিক এবং তানজানিয়ার
ইসিক কুল কিরগিজস্তান
গ্রেট স্লেভ লেক কানাডা
ক্রেটার লেক মার্কিন যুক্তরাষ্ট্র
১০ মাতানো ইন্দোনেশিয়া

পৃথিবীর বয়স কত

পৃথিবীর বয়স হচ্ছে ৪.৫৪৩ বিলিয়ন বছর বা ৫০০ কোটি বছর প্রায়।

পৃথিবীর ব্যাসার্ধ- প্রায় ৬,৪৩৬ কি.মি.। পৃথিবীর ব্যাস- প্রায় ১২,৭৬৫ কি.মি.। পৃথিবীর পরিধি- প্রায় ৪০,২৩৪ কি.মি.।

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। সূর্যের ব্যাস প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার। সূর্যের গাঠনিক উপাদান হাইড্রোজেন এবং হিলিয়াম।

জেনে রাখুন

প্রশ:- ১ সূর্যকে কেন্দ্র করে বুধের ঘুরে আসতে সময় লাগে- ৮৮ দিন

প্রশ্ন:-২ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

প্রশ্ন:-৩ শনি গ্রহের উপগ্রহের সংখ্যা- ২২ টি।

প্রশ্ন:-৪ সৌরজগতে বৃহত্তম গ্রহ- বৃহস্পতি

প্রশ্ন:-৫ নেরাইড এবং ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ- নেপচুন

প্রশ্ন:-৬ পৃথিবীর নিকটতম গ্রহ – শুক্র

প্রশ্ন:- ৭ কোন দুটি গ্রহের কোন উপগ্রহ নেই?- বুধ এবং শুক্র গ্রহের

প্রশ্ন:- ৮ সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা গেছে- ১৯৮৬ সালে।

প্রশ্ন:-৯ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব- প্রায় ১৫ কোটি কিলোমিটার

প্রশ্ন:- ১০ হ্যালির ধূমকেতু কত দেখা যায় – ৭৫ বছর পর পর

প্রশ্ন:- ১১ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ- বুধ

প্রশ্ন:- ১২ সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ- পৃথিবী

প্রশ্ন:- ১৩ পৃথিবীর উপগ্রহ- চাঁদ

প্রশ্ন:- ১৪ গ্রহরাজ কোনটি – বৃহস্পতি

প্রশ্ন:- ১৫ নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে? – দুইটি

প্রশ্ন:- ১৬ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে- ৮ মিনিট ১৯ সেকেন্ড।

প্রশ্ন:-১৭ নিরক্ষরেখার দক্ষিণ দিকের পৃথিবীর অর্ধেককে কী বলা হয়- দক্ষিণ গোলার্ধ।

Download Pdf

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩৮৪,৩৯৯ কিলোমিটার বা ২৩৮,৮৫৫ মাইল প্রায়। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। চাদেঁর ব্যাস হচ্ছে ৩,৪৭৪.২০৬ কিলোমিটার। চাদেঁর আয়তন পৃথিবীর আয়তনের ৫০ ভাগের এক ভাগ।

আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ

আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ -কাজাখস্তান।

জনসংখ্যায় সবচেয়ে বড় মুসলিমদেশ- ইন্দোনেশিয়া

জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০ টি মুসলিম দেশ

ক্রমিক দেশ জনসংখ্যা
ইন্দোনেশিয়া ২৩২,০০০,০০০
পাকিস্তান ২১২,৩০০০,০০০
ভারত ২০০,০০০,০০০
বাংলাদেশ ১৫৩৭,০০০,০০০
নাইজেরিয়া ১০৩,০০০,০০০
মিশর ৯০,০০০,০০০
ইরান ৮২,৫০০,০০০
তুরস্ক ৭৪,৪৩২,৭২৫
আলজেরিয়া ৪১,২৪০,৯১৩
১০ সুদান ৩৯,৫৮৫,৭৭৭
মুসলিম দেশ

বাংলাদেশের জনসংখ্যা কত

বাংলাদেশের জনসংখ্যা- ১৬৫,৫৭০,০০০ ( ২০১৯ সালের তথ্য অনুযায়ী)

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৩ %

বাংলাদেশের জনগনের গড় আয়ু- ৭২.৩ বছর। পুরুষদের গড় আয়ু- ৭০.৮ বছর এবং মহিলাদের গড় আয়ু- ৭৩.৮ বছর।

জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশে অবস্থান-৮ম। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় ১১১৬ জন।

২০১১ এর আদমশুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিলো মোট ১৪৯,৭৭২,৩৬৪ জন।

Download Pdf

বিভাগ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারী)

বিভাগের নাম জনসংখ্যা
১। রাজশাহী ১৮,৪৮৪,৮৫৮ জন
২। সিলেট ৯,৯১০,২১৯ জন
৩। ময়মনসিংহ ১,১৪,৪৭,৫৮৩ জন
৪। বরিশাল ৮,৩২৫,৬৬৬ জন
৫। ঢাকা ৪৭,৪২৪,৪১৮ জন
৬। রংপুর ১৫,৭৮৭,৭৫৮ জন
৭। চট্টগ্রাম ২৮,৪২৩,০১৯ জন
৮। খুলনা ১৫,৬৮৭,৭৫৯ জন
বাংলাদেশের জনসংখ্যা

বাংলাদেশের বিভাগ কয়টি

বাংলাদেশের বিভাগ- ৮ টি। ৮ টি বিভাগের নাম হচ্ছে- রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, খুলনা।

বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ- ২ টি। যথা:- কুমিল্লা বিভাগ ও পদ্মা বিভাগ।

বাংলাদেশের বিভাগ ও আয়তন

বিভাগের নাম আয়তন
১। রাজশাহী ১৮,১৫৩.০৮ বর্গ কিলোমিটার।
২। সিলেট ১২,৬৩৫.২২ বর্গ কিলোমিটার।
৩। ময়মনসিংহ ১০,৫৫২ বর্গ কিলোমিটার।
৪। বরিশাল ১৩,২২৫.২০ বর্গ কিলোমিটার।
৫। ঢাকা ৩১,১৭৭.৭৪ বর্গ কিলোমিটার।
৬। রংপুর ১৬,১৮৪.৯৯ বর্গ কিলোমিটার।
৭। চট্টগ্রাম ৩৩,৯০৮.৫৫ বর্গ কিলোমিটার।
৮। খুলনা ২২,২৮৪.২২ বর্গ কিলোমিটার।
বাংলাদেশের বিভাগ

বাংলাদেশের উপজেলা কয়টি

বাংলাদেশের উপজেলা সংখ্যা ৪৯৫ টি। নিচে বাংলাদেশের ৪৯৫ টি উপজেলার নাম দেওয়া হলো।

জেলার নাম উপজেলা
ঢাকা জেলা ১। কেরানীগঞ্জ উপজেলা
২। দোহার উপজেলা
৩। ধামরাই উপজেলা
৪। সাভার উপজেলা
৫। নবাবগঞ্জ উপজেলা
কুমিল্লা জেলা ১। বরুরা উপজেলা
২। চান্দিনা উপজেলা
৩। লাকসাম উপজেলা
৪। সদর দক্ষিণ উপজেলা
৫। দেবীদ্বার উপজেলা
৬। মুরাদনগর উপজেলা
৭। মেঘনা উপজেলা
৮। মনোহরগঞ্জ উপজেলা
৯। বুড়িচং উপজেলা
১০। দাউদকান্দি উপজেলা
১১। ব্রাহ্মণপাড়া উপজেলা
১২। চৌদ্দগ্রাম উপজেলা
১৩। হোমনা উপজেলা
১৪। লাঙ্গলকোট উপজেলা
১৫। তিতাস উপজেলা
১৬। কুমিল্লা সদর উপজেলা
১৭। লালমাই উপজেলা
চট্টগ্রাম ১। আনোয়ারা উপজেলা
২। সীতাকুণ্ড উপজেলা
৩। পটিয়া উপজেলা
৪। বাঁশখালী উপজেলা
৫। মীরসরাই উপজেলা
৬। রাঙ্গুনিয়া উপজেলা
৭। সন্দ্বীপ উপজেলা
৮। কর্ণফুলি উপজেলা
৯। চন্দনাইশ উপজেলা
১০। ফটিকছড়ি উপজেলা
১১। বোয়ালখালী উপজেলা
১২। রাউজান উপজেলা
১৩। লোহাগাড়া উপজেলা
১৪। সাতকানিয়া উপজেলা
১৫। হাটহাজারী উপজেলা
নোয়াখালী ১। নোয়াখালী সদর উপজেলা
২। কবিরহাট উপজেলা
৩। হাতিয়া উপজেলা
৪। সুবর্ণ চর উপজেলা
৫। চাটখিল উপজেলা
৬। বেগমগঞ্জ উপজেলা
৭। কোম্পানীগঞ্জ উপজেলা
৮। সেনবাগ উপজেলা
৯। সোনাইমুড়ি উপজেলা
ফেনী ১। দাগনভূঁইয়া উপজেলা
২। ছাগলনাইয়া উপজেলা
৩। ফুলগাজী উপজেলা
৪। পরশুরাম উপজেলা
৫। সোনাগাজী উপজেলা
৬। ফেনী সদর উপজেলা
চাঁদপুর জেলা ১। হাজীগঞ্জ উপজেলা
২। হাইমচর উপজেলা
৩। মতলব উত্তর উপজেলা
৪। কচুয়া উপজেলা
৫। চাঁদপুর সদর উপজেলা
৬। ফরিদগঞ্জ উপজেলা
৭। মতলব দক্ষিণ উপজেলা
৮। শাহরাস্তি উপজেলা
লক্ষ্মীপুর জেলা ১। কমলনগর উপজেলা
২। রায়পুর উপজেলা
৩। রামগঞ্জ উপজেলা
৪। রামগতি উপজেলা
৫। লক্ষ্মীপুর সদর উপজেলা
রাঙ্গামাটি জেলা ১। কাপ্তাই উপজেলা
২। নানিয়াচর উপজেলা
৩। বাঘাইছড়ি উপজেলা
৪। রাঙ্গামাটি সদর উপজেলা
৫। লংগদু উপজেলা
৬। রাজস্থলী উপজেলা
৭। বিলাইছড়ি উপজেলা
৮। বরকল উপজেলা
৯। জুরাছড়ি উপজেলা
১০। কাউখালী উপজেলা
খাগড়াছড়ি জেলা ১। লক্ষীছড়ি উপজেলা
২। মানিকছড়ি উপজেলা
৩। মহালছড়ি উপজেলা
৪। দীঘিনালা উপজেলা
৫। খাগড়াছড়ি সদর উপজেলা
৬। পানছড়ি উপজেলা
৭। মাটিরাঙ্গা উপজেলা
৮। রামগড় উপজেলা
৯। গুইমারা উপজেলা
বান্দরবান জেলা ১। রোয়াংছড়ি উপজেলা
২। বান্দরবান সদর উপজেলা
৩। থানচি উপজেলা
৪। আলিকদম উপজেলা
৫। নাইক্ষ্যংছড়ি উপজেলা
৬। রুমা উপজেলা
৭। লামা উপজেলা
কক্সবাজার জেলা ১। রামু উপজেলা
২। চকরিয়া উপজেলা
৩। পেকুয়া উপজেলা
৪। কক্সবাজার সদর উপজেলা
৫। উখিয়া উপজেলা
৬। কুতুবদিয়া উপজেলা
৭। টেকনাফ উপজেলা
৮। মহেশখালী উপজেলা
৯। ঈদগাঁও উপজেলা
সাতক্ষীরা জেলা ১। শ্যামনগর উপজেলা
২। তালা উপজেলা
৩। কলারোয়া উপজেলা
৪। আশাশুনি উপজেলা
৫। কালীগঞ্জ উপজেলা
৬। দেবহাটা উপজেলা
৭। সাতক্ষীরা সদর উপজেলা
যশোর জেলা ১। অভয়নগর উপজেলা
২। চৌগাছা উপজেলা
৩। বাঘারপাড়া উপজেলা
৪। যশোর সদর উপজেলা
৫। শার্শা উপজেলা
৬। ঝিকরগাছা উপজেলা
৭। মনিরামপুর উপজেলা
৮। কেশবপুর উপজেলা
মেহেরপুর জেলা ১। গাংনী উপজেলা
২। মুজিবনগর উপজেলা
৩। মেহেরপুর সদর উপজেলা
মাগুরা জেলা ১। শ্রীপুর উপজেলা
২। মোহাম্মদপুর উপজেলা
৩। মাগুরা সদর উপজেলা
৪। শালিখা উপজেলা
বাগেরহাট জেলা ১। রামপাল উপজেলা
২। বাগেরহাট সদর উপজেলা
৩। মোড়েলগঞ্জ উপজেলা
৪। চিতলমারী উপজেলা
৫। কচুয়া উপজেলা
৬। ফকিরহাট উপজেলা
৭। মোংলা উপজেলা
৮। মোল্লাহাট উপজেলা
৯। শরণখোলা উপজেলা
নড়াইল জেলা ১। নড়াইল সদর উপজেলা
২। কালিয়া উপজেলা
৩। লোহাগড়া উপজেলা
ঝিনাইদহ জেলা ১। হরিণাকুন্ডু উপজেলা
২। মহেশপুর উপজেলা
৩। কোটচাঁদপুর উপজেলা
৪। কালীগঞ্জ উপজেলা
৫। ঝিনাইদহ সদর উপজেলা
৬। শৈলকুপা উপজেলা
চুয়াডাঙ্গা জেলা ১। আলমডাঙ্গা উপজেলা
২। জীবননগর উপজেলা
৩। দামুড়হুদা উপজেলা
৪। চুয়াডাঙ্গা সদর উপজেলা
খুলনা জেলা ১। কয়রা উপজেলা
২। তেরখাদা উপজেলা
৩। দিঘলিয়া উপজেলা
৪। ফুলতলা উপজেলা
৫। রূপসা উপজেলা
৬। বটিয়াঘাটা উপজেলা
৭। পাইকগাছা উপজেলা
৮। দাকোপ উপজেলা
৯। ডুমুরিয়া উপজেলা
কুষ্টিয়া জেলা ১। মিরপুর উপজেলা
২। দৌলতপুর উপজেলা
৩। কুষ্টিয়া সদর উপজেলা
৪। কুমারখালী উপজেলা
৫। খোকসা উপজেলা
৬। ভেড়ামারা উপজেলা

Download Pdf


বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা

আলোচনা করা হয়েছে, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি এবং দ্বীপ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার।

বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা- ভোলা

ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা। এ জেলার আয়তন ৩,৪০৩.৪৮ বর্গকিমি।

ভোলা জেলায় উপজেলা রয়েছে- ৭টি, থানা হচ্ছে-১০ টি, পৌরসভা ৫টি, ৭০ টি ইউনিয়ন এবং ৪ টি সংসদীয় আসন রয়েছে।

১। নিঝুম দ্বীপের পুরনো নাম কি- বাউলার চর

২। ছেঁড়া দ্বীপের আয়তন- ৩ কি.মি।

৩। সেন্টমার্টিন দ্বীপের আয়তন- ৮ বর্গ কি.মি।

৪। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ- সেন্টমার্টিন।

৫। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম- নারিকেল জিঞ্জিরা

৬। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত- নোয়াখালী

অনার্স মানে কি

আক্ষরিক অর্থে স্নাতক বলতে বোঝায় জ্ঞানের জলে স্নান করা।

বাংলাদেশ, ভারত, কানাডা, আস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশে দুই ধরনের স্নাতক হয়ে থাকে। যেমন:-

১। সম্মান ( অনার্স ) ৪ বছরের

২। সাধারণ ( পাস কোর্স ) ৩ বছরের

সম্মানসহ স্নাতক উপাধি বোঝাতে স্নাতক শব্দের পরে সম্মান শব্দটি লেখা হয়ে থাকে। যে ব্যক্তি স্নাতক ডিগ্রি লাভ করে, তাকে গ্র্যাজুয়েট বা স্নাতক বলা হয়।

Download Pdf


বাংলা চ্যানেল কোথায় অবস্থিত

আলোচনা করা হয়েছে, বাংলা চ্যানেল কোথায় অবস্থিত এবং বাংলা চ্যানেলের দৈর্ঘ্য কত।

বাংলা চ্যানেল:- কক্সবাজারের শাহপরী দ্বীপ থেকে সেন্টমার্টিন এর ফেরিঘাট পর্যন্ত মোট ১৬.১ কি.মি. দৈর্ঘ্যের পথকে বাংলা চ্যানেল বলে। (বাংলা চ্যানেলের অবস্থান বঙ্গোপসাগরে)

বাংলা চ্যানেল নামকরন করেন কে
বাংলা চ্যানেল নামকরন করেন কাজী হামিদুল হক। ২০০৬ সালে স্কুবা ডাইভার কাজী হামিদুল হক তাঁর দল প্রশিক্ষণ ও উৎসাহে শাহপরীর দ্বীপ থেকে ১৬.১ কি. মি. সাঁতার কেটে সেন্টমার্টিন ফেরিঘাটে পৌঁছান তখন তিনি এর নামকরন করেন “বাংলা চ্যানেল”।

গণিতের জনক কে

জানতে পারবেন, গণিতের জনক পাটিগণিতের জনক, বীজগণিতের জনক, লগারিদমের জনক এবং ক্যালকুলাসের জনক।

গণিতের জনক- আর্কিমিডিস (Archimedes )

প্রশ্ন:- ১ পাটিগণিতের জনক-

(ক) আর্কিমিডিস (খ) আর্যভট্ট

(গ) আল খোয়ারিজেমী (ঘ) ইবনেসিনা

উত্তর:- আর্যভট্ট

প্রশ্ন:-২ জ্যামিতির জনক-

(ক) আর্যভট্ট (খ) ইবনেসিনা

(গ) ইউক্লিড (ঘ)ইউক্লিড

উত্তার:- ইউক্লিড (গ্রিস)

প্রশ্ন:-৩ বীজগণিতের জনক-

(ক) আল খোয়ারিজেমী (খ) ইউক্লিড

(গ) ইবনেসিনা (ঘ) আর্যভট্ট

প্রশ্ন:- ৪ লগারিদম এর জনক-

(ক) ইউক্লিড (খ) ইবনেসিনা

(গ) আর্যভট্ট (ঘ)জন নেপিয়ার

উত্তর:- জন নেপিয়ার

প্রশ্ন:-৫ ক্যালকুলাসের জনক-

(ক) নিউটন (খ) পিথাগোরাস

(গ) ইবনেসিনা (ঘ) জন নেপিয়ার

উত্তর:- নিউটন

প্রশ্ন:- ৬ গণনা যন্ত্র এর জনক –

(ক)জন নেপিয়ার (খ) আর্যভট্ট

(গ) নিউটন (ঘ) চার্লস ব্যাবেজ

উত্তর:- চার্লস ব্যাবেজ

Download Pdf


অর্থনীতির জনক কে

অর্থনীতির জনক হচ্ছে- এ্যাডাম স্মিথ ( Adam Smith )

জন্ম: এ্যাডাম স্মিথ এর জন্ম ৫ জুন ১৭২৩ কিরক্যালডি, ফিফ, স্কটল্যান্ড এবং তিনি ৬৭ বছর বয়সে ১৭ জুলাই ১৭৯০ সালে এডিনবার্গ, স্কটল্যান্ড- এ মৃত্যু বরন করেন।

এ্যাডাম স্মিথ “The Wealth of Nation” নামে একটি বই রচনা করেন যে বইটি সর্বকালের সেরা ১০০ বইয়ের তালিকায় স্থান করে নেয়।

ইথোলজির জনক কে

ইথোলজির জনক – কোনর‌্যাড লরেঞ্জ (Konrad Lorenz)

কোনর‌্যাড লরেঞ্জ

কোনর‌্যাড লরেঞ্জ: তিনি ৭ নবেম্ভর ১৯০৩ সালে অস্ট্রিয়া, হাঙ্গেরিতে জন্মগ্রহন করেন এবং ২৭ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে ৮৫ বছর বয়সে মৃত্যু বরন করেন।

তিনি ছিলেন অস্ট্রিয়ান প্রাণিবিজ্ঞানী, নীতিবিদ এবং পাখিবিদ। তিনি ১৯৭৩ সালে মেডিসিনে নোবেল পুরস্কার পান।

সমাজ বিজ্ঞানের জনক কে

সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে- অগাস্ট কোঁৎ।

আধুনিক সমাজ বিজ্ঞানের জনক কার্ল মার্কস।

জন্ম: ওগ্যুস্ত ফ্রঁসোয়া জাভিয়ে কোঁত ১৯ জানুয়ারি ১৭৯৮ মোঁপেলিয়ে, ফ্রান্স-এ জন্ম গ্রহণ করেন। ৫ সেপ্টেম্বর ১৮৫৭, ৫৯ বছর বয়সে প্যারিসে এ মৃত্যু বরন করেন।

তিনি ছিলেন ফরাসি লেখক ও সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞানে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় আর আধুনিক সমাজ বিজ্ঞানের জনক বলা হয় কার্ল মার্কস।

About admin

Check Also

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব – ৩

আমরা অনেকে জানিনা কে বাংলাদেশের প্রথম কিন্তু বিষয়টি জেনে রাখা খুব দরকার। এই বিষয়ে নিচে …