যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -(Jamuna Group Job Circular 2024): যমুনা গ্রুপ নিয়োগ প্রকাশিত। সুপরিচিত দেশের খ্যাতনামা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের জন্য নিম্নলিখিত পদে জরুরী ভিত্তিতে আকর্ষণীয় বেতনে অভিজ্ঞ ও দক্ষ লোক নিয়োগ করা হবে।
| চাকরির ধরন | চাকরির |
| জেলা নাম | উল্লেখিত জেলা |
| প্রতিষ্ঠানের দাতা নাম | যমুনা গ্রুপ |
| ওয়েবসাইট | jamunagroup.com.bd |
| পদ সংখ্যা | নোটিশ দেখুন |
| খালি পদ | নোটিশ দেখুন |
| শিক্ষাগত যোগ্যতা | নিচে অফিশিয়াল নোটিশ দেখুন |
| আবেদনের শুরু তারিখ | শুরু হয়েছে |
| আবেদনের শেষ তারিখ | ০৯ জুলাই, ২০২৪ |
| আবেদনের মাধ্যম | ডাক/কুরিয়ার/সরাসরি |
যমুনা গ্রুপ নিয়োগ ২০২৪
ডিজিএম, সি এন্ড এফ (চট্টগ্রাম): পদ সংখ্যা-১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীগণকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশেষ বিবেচনা করা হবে।
অভিজ্ঞতা: প্রার্থীগণকে ১৫ বৎসরের অধিক কোন কাস্টমস হাউজে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। স্বাধীনভাবে অধীনস্থ কর্মকর্তাদের দক্ষভাবে পরিচালনা ও সঠিক এইচ.এস, কোড সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। নোটিং, বি/ই তৈরি, সঠিক এইচ.এস, কোডে সাবমিট করার দক্ষতা থাকতে হবে।
কাস্টমস্ সরকার (চট্টগ্রাম): পদ সংখ্যা-৩
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীগণকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশেষ বিবেচনা করা হবে।
অভিজ্ঞতা: প্রার্থীগণকে ৫ বৎসরের অধিক কোন কাস্টমস হাউজে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। সঠিক এইচ.এস. কোড সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। নোটিং, বি/ই তৈরি, সঠিক এইচ.এস. কোডে সাবমিট করার দক্ষতা থাকতে হবে।
কাস্টমস্ সরকার (বন্ড) (চট্টগ্রাম): পদ সংখ্যা-২
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীগণকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশেষ বিবেচনা করা হবে।
অভিজ্ঞতা: প্রার্থীগণকে IM-7 এর কাজ করার দক্ষতা থাকতে হবে। কেমিক্যাল ও অন্যান্য বস্তু সম্পর্কিত, এস.আর.ও. বেনিফিট ও ভ্যাট অব্যাহতি সম্পর্কিত সমস্ত জ্ঞান থাকা জরুরি।
কম্পিউটার (এসাইকোড) (চট্টগ্রাম): পদ সংখ্যা-২
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীগণকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশেষ বিবেচনা করা হবে।
অভিজ্ঞতা: প্রার্থীগণকে ৩ বৎসর কম্পিউটার এসাইকুডা পোর্ট শিপিং অনলাইন, সিটিএমএস, কাস্টমস অপারেশন, জাহাজের পজিশন। সর্বোপরি এম,এস, এক্সেল, এম.এস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বাংলায় টাইপ জানা ও সমস্ত চিঠি টাইপ করার দক্ষতা বাঞ্ছনীয়।
Jamuna Group Job Circular 2024
আগ্রহী প্রার্থীগণকে ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত অত্র বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে পরবর্তী ১০ কর্ম দিবসের মধ্যে hr@jamunagroup-bd.com অথবা নিম্ন ঠিকানায় আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ।
আবেদনের শেষ তারিখঃ ০৯ জুলাই, ২০২৪
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন….

যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি
বর্তমান সময়ে অন্যান্যের মধ্যে যমুনা গ্রুপ চাকরিটি অন্যতম। আপনি যদি যমুনা গ্রুপে চাকরি করতে আগ্রহী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করে ফেলুন। আবেদন করার জন্য আপনার মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে যা কর্তৃপক্ষ কর্তৃক অফিশিয়াল নোটিশে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ কর্তৃক যেসব যোগ্যতা চাওয়া হয়েছে সেসব যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারেন। আমরা এই লেখাটিতে যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online