পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, পদ্মা-সেতু রেল সংযােগ প্রকল্পে বিভিন্ন পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালের জন্য মাসিক সাকুল্য বেতনে জনবল নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিম্নে পদ অনুযায়ী প্রয়ােজনীয় শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য বিবরণ উপস্থাপন করা হল।
আরো চাকরির খবর দেখুন
পদ্মা সেতু সংযোগ প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
| সহকারী প্রকৌশলী (সিভিল) | ০৫ টি | বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ। |
| উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) | ০২ টি | বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ। |
| উপ-সহকারী প্রকৌশলী (ব্রীজ) | ০১ টি | বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ। |
| উপ-সহকারী প্রকৌশলী (সিগন্যাল) | ০১ টি | ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ। |
| উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) | ০১ টি | ইন্সটিটিউট হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স সমতুল্য ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ। |
| উপ-সহকারী প্রকৌশলী (টেলিকম) | ০১ টি | ইন্সটিটিউট হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স সমতুল্য ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ। |
| রিসেটেলমেন্ট সহকারী | ১৩ টি | স্নাতক ডিগ্রী পাশ। |
| মোট: | ২৪ টি |
আবেদন প্রক্রিয়া: pbrlp.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিয়োগ
শুরু সময়: ১৮ মার্চ ২০২১ তারিখে আবেদন শুরু হবে।
শেষ সময়: ০১ এপ্রিল ২০২১ তারিখে আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন



পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রার্থীর যােগ্যতা যাচাই
যদি কোন প্রার্থী কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরুপ বরখাস্তের পর দুই বছর
অতিক্রান্ত না হলে তিনি আবেদন করার জন্য যােগ্য বিবেচিত হবেন না।
আবেদনকৃত প্রার্থীগণের মধ্যে হতে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যােগ্যতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
ক্ষেত্রমতে, প্রার্থীগণের লিখিত পরীক্ষা/পরীক্ষাসমূহের ফলাফল অনুযায়ী প্রস্তুতকৃত মেধাক্রমের ভিত্তিতে উপযুক্ত প্রার্থীগণকে
মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অগ্রগণ্য হবে।
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানাে হবে।
নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। *** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
20২১ গােলাম ফখরুদ্দিন এ. চৌধুরী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) পদ্মা সেতু রেল সংযােগ প্রকল্প।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online