বয়স ছাব্বিশের আগেই ছেলের বিয়ে দিন: আসিফ

বাংলা সংগীতের যুবরাজ খ্যাত আসিফ আকবর তার বড় ছেলের বিয়ে দিয়েছেন। গত সোমবার (৩ অক্টোবর) রাজধানী অফিসার্স ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছেলের বিয়ের প্রায় এক সপ্তাহ পর ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। যেখানে তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেছেন, সন্তানকে বয়স ছাব্বিশের আগেই বিয়ে দেওয়া মঙ্গল।

বিডি২৪লাইভ-এর পাঠকদের জন্য আসিফের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

আমি বিয়ে করেছি উনিশ বছর তিন মাস বয়সে। বলা যায় বেগমের ভালবাসার প্রতি শ্রদ্ধা জানাতেই সেই প্রেশার কুকার গিলে ফেলা। জীবনের বাঁকে বাঁকে ঠোক্কর খেয়েও আমাদের সংসার টিকে আছে এবং কলেবর বাড়ছেই- আলহামদুলিল্লাহ। আমার দুই ছেলের বয়স বাইশ হওয়া মাত্রই তাদের পিছনে আঠার মত লেগে আছি বিয়ে করানোর জন্য। তাই রণ’র সম্মতি পাওয়া মাত্রই আর কালক্ষেপন করিনি। ছাব্বিশ বছরে আমাদের রণ এখন গর্বিত বিবাহিত পুরুষ।

জীবনকে খুব কাছে থেকে নিরীক্ষণ করার সৌভাগ্য হয়েছে আমার। পড়াশোনা শেষ, তারপর চাকরী পেলে ছেলের বিয়ে দেয়া মার্কা ফর্মূলায় আমি নেই। গ্র্যাজুয়েশনের পরপরই বিয়ে দেয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয়। এর একটু আগেও হতে পারে, তবে কোনভাবেই ছাব্বিশের পরে যাওয়া উচিত না। নতুন মুখ এলে এমনিতেই পরিবারে আনন্দ আসে, একঘেয়েমী কেটে যায়। ছেলে প্রতিষ্ঠিত হলে নিজের জায়গায় চলে যাবে, তার আগেই জীবনের যতটুকু নির্যাস নেয়া যায় সেটাই আনন্দ। দায়িত্বশীলতা আসে সন্তানের চিন্তাজগতে। পরিবার থেকে পাওয়া সহযোগীতাগুলো সে মনে রাখে, নিজের ব্যস্ত সময়ের মধ্যেও পরিবারের সদস্যদের আগলে রাখার চেষ্টা করে।

সন্তানকে পারফেক্ট সময়ে বিয়ে করানো অভিভাবকদের দায়িত্ব। অজুহাত বাদ দিয়ে সাহস করে এগিয়ে এলে উপায়ও বেরিয়ে আসবে। যে ঝুঁকি নেয়না তার সুখী হওয়ারও কোন কারন থাকা উচিত নয়। জীবনটা উপভোগের, ক্যালকুলেটর নয়। সংসারে বউ আসলে সময়গুলো রঙ্গীন হয়, মানিয়ে নেয়ার জন্য সময় পাওয়া যায়। আমি বাল্যবিয়ে করলেও রণ’র বিয়ে পারফেক্ট সময়েই হয়েছে, আর দুটো বছর আগে হলে আরো ভাল হতো। সন্তানদের ঘরমুখী এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হিসেবে তৈরী করতে সঠিক সময়ে বিয়ে করানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সন্তানের বিয়ে নিয়ে এখনো ইতস্ততবোধে আছেন যারা, তারা দ্রুত সিদ্ধান্ত নিন। আমি একজন সফল সংসারী মানুষ, সেই এঙ্গেল থেকে ফ্রি টিপস দিলাম। স্মার্ট গার্ডিয়ান হউন, সঠিক কাজটি করুন।

শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি: বুবলী

গত কয়েকদিন আগে নিজ সন্তান ও স্বামীর পরিচয় প্রকাশ করেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। এসময় তিনি জানান, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে আরও বছর কয়েক আগেই বিয়ে হয়েছে তার। তবে এখনও তারা সংসার করছেন কিনা বা বিচ্ছেদ হয়েছে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

এরপর থেকেই ভক্তদের মাঝে প্রশ্নের সৃষ্টির হয়, এই জুটি কি এখনও একসঙ্গে আছেন। না কি বিচ্ছেদের পথে হেঁটেছেন। যদিও এর উত্তর তারা দুজনের একজনও তখন পর্যন্ত দেননি।

তবে এবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানিয়েছেন, শাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। বুবলী বলেন, আমার ও শাকিবের বিচ্ছেদের খবরটি গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম।

তিনি আরও বলেন, কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে তা বোধোগম্য নয়। আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়।

বিয়ের পর হানিমুনে কোথায় গিয়েছিলেন এ প্রশ্নের জবাবে বুবলী বলেন, বিয়ের সময় এবং বিয়ের পরও টানা শুটিং চলছিল। শুটিংয়ের জন্য দেশ-বিদেশের অনেক জায়গায় যাওয়া হলেও আলাদা করে হানিমুনের সময়টা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বের করাটা সম্ভব হচ্ছিল না। বিয়ের পর হানিমুনের থেকেও আমাদের শুটিংয়ের কমিটমেন্টগুলো গুরুত্বপূর্ণ ছিল। এ জন্য লাস্ট টাইম (গত বছর) আমেরিকায়ই হানিমুনের ঘোরাঘুরিটা হয়েছে। তাই বলতে পারেন বিয়ের পর আমাদের হানিমুন আমেরিকায় হয়েছে।

About admin

Check Also

নিপুণের জন্য একরাতে ১৭ বার কল দেন শেখ সেলিম

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী …