সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে সংঘটিত সহিংসতায় হতাহতদের সাহায্যার্থে গঠিত ফাউন্ডেশনে পাঁচ কোটি টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত এবং চার শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
নূরজাহান বেগম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত এক হাজারের ওপরে নিহত হয়েছেন এবং ৪০০ জনের ওপরে ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে, আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাও- এর অনুদান
দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকার বন্যা-দুর্গতদের পাশে থাকার জন্য পাঠাও এই উদ্যোগ নেয়।
বন্যা দুর্গতদের সাহায্যে, পাঠাও-এর এই সম্মিলিত প্রয়াসে এমপ্লয়িরা স্বেচ্ছায় তাদের একদিনের স্যালারি প্রদান করে এবং একই পরিমাণ অর্থ পাঠাও কর্তৃপক্ষ যোগ করে এই অনুদানের পরিমাণকে দ্বিগুণ করে।
এছাড়াও ১লা সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত পাঠাও প্ল্যাটফর্মে নেওয়া প্রতিটি রাইড থেকে সেফটি কভারেজ ফি বন্যার্তদের সহায়তায় প্রদান করা হবে। এই সময়ের মধ্যে প্রতিটি রাইড থেকে জমা হওয়া মোট অর্থ পাঠাও দ্বিগুণ করে তা বন্যার্তদের সহায়তায় প্রদান করবে।
এই অনুদানের পাশাপাশি, পাঠাও বন্যার্তদের আরও সহায়তা করার জন্য ব্র্যাক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করছে। পাঠাও অ্যাপ-এর পাঠাও শপ থেকে ইউজাররা বিভিন্ন মূল্যের ডোনেশন কার্ড কিনতে পারবেন, যার সমস্ত অর্থ ব্র্যাক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর পরিচালিত ত্রাণ তহবিলে জমা হবে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত, পাঠাও রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে বাজারের শীর্ষস্থানীয়, বাংলাদেশে ১ কোটিরও বেশি ভোক্তা, দৈনিক উপার্জনকারী এবং ছোট ব্যবসার পরিষেবায় নিয়োজিত আছে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online