কাপ্তাই লেকের পানি ছাড়লে যা ঘটতে পারে

কাপ্তাই লেকের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক ও কর্ণফুলী নদী গবেষক ড. ইদ্রিস আলী জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘কাপ্তাই বাঁধ থেকে যে পরিমাণ অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে, তাতে হালদা নদীসহ কর্ণফুলী নদীতে জোয়ারের স্তর বৃদ্ধি পাবে। এর ফলে কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী এলাকার কৃষিজমিতে জোয়ারের পানি প্রবেশ করতে পারে।’

তিনি আরও জানান, কাপ্তাই বাঁধ রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। লেকের পানি বিপৎসীমার নিচে চলে আসলে কর্তৃপক্ষ পুনরায় গেটগুলো বন্ধ করে দেবে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের এক জরুরি বার্তায় জানান, আজ দুপুর ৩টায় কাপ্তাই লেকের পানি ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল (মিন সি লেভেল) ছিল। কাপ্তাই লেকের উজান এবং ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য আজ রাত ১০টায় লেকের ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে, যার ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে।

তিনি আরও জানান, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রাখার জন্য প্রতিনিয়ত ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশন করা হচ্ছে।

বন্যার্তদের উদ্ধারে ৬ জেলায় নিরলসভাবে কাজ করছে সশস্ত্র বাহিনী

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্টসমূহ গত ২৪ ঘন্টায় বন্যাকবলিত জেলাসমূহে প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক নয় হাজার পাঁচশত বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রেরণ করেছে। পাশাপাশি প্রায় পাঁচ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী সশস্ত্র বাহিনী কর্তৃক বিতরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা কবলিত জেলাসমূহে চিকিৎসা সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক মেডিক্যাল টিম মোতায়েন রয়েছে। বন্যাদূর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি গত ২৩ আগস্ট ফেনীর ফুলগাজী থানা হতে অন্তঃসত্ত্বা মোছাম্মৎ সুমি বেগমকে মুমুর্ষ অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ এ প্রেরণ করা হলে তিনি পুত্র সন্তান প্রসব করেন।

এছাড়াও সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহাযতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমার পাশাপাশি সশস্ত্র বাহিনী সদস্যগণ কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় জরুরী ত্রাণ সংগ্রহের কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট সেনা ও বিমান বাহিনী প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রি›িসপাল স্টাফ অফিসার (পিএসও) হেলিকপ্টারযোগে বন্যাদূর্গত এলাকাসমূহ পর্যবেক্ষণ ও উদ্ধার কাজে নিয়োজিত সশস্ত্র বাহিনী সদস্যদের প্রয়োজনীয় দিকনিদের্শনা প্রদান করেন।

র‌্যাবের হেলিকপ্টারে ৩ গর্ভবতী নারীকে উদ্ধার, সিএমএইচে ভর্তি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টারের মাধ্যমে পানিবন্দি ফেনীর ফুলগাজী থেকে তিন গর্ভবতী নারীকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, ফেনীর ফুলগাজী থানার গাবতলার সীমান্তবর্তী এলাকায় পানিবন্দি তিনজন সন্তানসম্ভবা নারীকে উদ্ধারের খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, শুক্রবার একজন প্রসূতি ও দুজন নবজাতককে হেলিকপ্টারে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট দেওয়ার মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেয় র‌্যাব। এছাড়া নারী, শিশু ও বৃদ্ধসহ পানিবন্দিদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করছে র‌্যাব।

সিনিয়র এএসপি ইমরান খান বলেন, পানিবন্দি অনেক মানুষ ত্রাণ পাচ্ছিলেন না এ ধরনের অসহায় মানুষদের খুঁজে বের করে র‌্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

বন্যা ও বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, বিশুদ্ধ পানি দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের ব্যাপারে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে র‌্যাব। বন্যার্তদের মধ্যে চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে র‌্যাব।

বন্যার্তদের পাশে দাঁড়ালেন ডিপজল

চলচ্চিত্রের মুভি লর্ড হিসেবে খ্যাত মনোয়ার হোসেন ডিপজল বরাবরই দেশের দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং অন্যদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানান। করোনাকালে অসহায় মানুষের পাশে তিনি অকাতরে দাঁড়িয়েছিলেন। চাল, ডাল, লবণ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্যাকেট করে ট্রাকে নিয়ে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যখনই দেশে বন্যা দেখা দিয়েছে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। প্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাপড়-চোপড়সহ নিজের টিমকে বন্যাদুর্গত এলাকায় পাঠিয়ে দিয়েছেন।

২০২২ সালে সিলেটের সুনামগঞ্জে ভয়াবহ বন্যার সময় দশ ট্রাক পণ্য দুর্গত এলাকায় পাঠিয়েছেন। এবার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ ১১ জেলায় ভারতের ছেড়ে দেয়া পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ফায়ার সার্ভিসসহ সব শ্রেণিপেশার মানুষ বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে। মনোয়ার হোসেন ডিপজলও বরাবরের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে কুমিল্লা ও ফেনীতে ট্রাকে করে তার টিম ত্রাণ বিতরণ করেছে। নৌকায় করে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছে। ত্রাণের মধ্যে রয়েছে, চিড়া, গুড়, বিশুদ্ধ পানি, বিস্কুট, স্যালাইন, লাইটার, মোমবাতি, লুঙ্গি, শাড়িসহ প্রয়োজনীয় পণ্য। ডিপজলের এই ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন তার সহকারী ফয়সাল।

তিনি বলেন, ডিপজল সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন, পুরো ত্রাণ কার্যক্রম পরিচালনার। আমরা তার নির্দেশ মতো দিনরাত পরিশ্রম করে পণ্য প্যাকেট করে ট্রাকে বন্যার্তদের কাছে পৌঁছে দিচ্ছি। তিনি আমাদের বলেছেন, যতদিন প্রয়োজন, ততদিন বন্যার্তদের পাশে থাকবেন। বলার অপেক্ষা রাখে না, মনোয়ার হোসেন ডিপজল যেকোনো দুর্যোগে এবং সাধারণ মানুষের সমস্যায় সবসময়ই পাশে দাঁড়ান। প্রতি বছর বিশ্ব ইজতেমার সময় সময় তিনি শত শত বাস বিনাভাড়ায় মুসল্লিদের যাতায়াতের ব্যবস্থা করেন। সারাবছরই চলচ্চিত্রে বেকার শিল্পী ও কলাকুশলীদের নানাভাবে সহযোগিতা করেন। ফলে চলচ্চিত্রে তিনি দুঃসময়ের বন্ধু হিসেবে পরিচিত।

এদিকে, চলচ্চিত্রকে চাঙ্গা রাখতে তিনি একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। গত শুক্রবার তার প্রযোজিত ও অভিনীত এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘অমানুষ হলো মানুষ’ সিনেমা মুক্তি দিয়েছেন। তার আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে। তার ঘনিষ্ট বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজক জানান, ডিপজলের এই সমাজসেবা ও চলচ্চিত্রে তার অবদানকে রুদ্ধ করে দেওয়ার জন্য একটি শ্রেণি নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ডিপজল যাতে তার এই কার্যক্রম চালাতে না পারেন, এই শ্রেণিটি বাধা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে এতে ডিপজল থেমে যাবেন না। তিনি তার সমাজসেবা ও চলচ্চিত্রের কল্যাণে কাজ করে যাবেন।

বানভাসি মানুষের পাশে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন

বাংলাদেশের ব্যান্ড সংগীতে আইয়ুব বাচ্চু আবেগ ও ভালোবাসার একটি নাম। আইয়ুব বাচ্চু ও তার স্বপ্নের ব্যান্ড এলআরবি দীর্ঘ সময় পাশাপাশি চলেছে। হয়ে ওঠে একে অপরের সমার্থক শব্দ। দেশ–বিদেশের মঞ্চ এলআরবি নিয়ে মাতিয়েছেন তিনি। আইয়ুব বাচ্চু গিটারের বাদনে মোহাবিষ্ট রাখতেন মঞ্চের সামনে থাকা শ্রোতাদের। ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবীর ম্যায়া ত্যাগ করেন এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী।

তবে অসহায় মানুষদের জন্য রেখে যান ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’। সেই ফাউন্ডেশন এবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষদের পাশে দাঁড়াল।

‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’ থেকে ইতোমধ্যেই পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা করেছে। বিষয়টি এলআরবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বড় বিপদ আমাদের। মানুষ ভেসে গেছে, জনপদ ভেসে গেছে। কিন্তু আমাদের বাঁচার স্বপ্ন ভেসে যায়নি। হিমালয়ের বেসিনের এই পলি বদ্বীপে বন্যা আর আমাদের সুপ্রাচীন সম্পর্ক। আমরা সব থেকে শক্তিশালী আমাদের দুর্যোগে। বানভাসি মানুষের এই পলির বুকে ফিনিক্স পাখির মতো জেগে উঠে বারবার। আমাদের সেই ১৯৯৮ বন্যার স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের শিল্পীরা বরাবরের মতো সম্মুখসারিতে দাঁড়িয়েছিল ত্রাণ তৎপরতাকে উজ্জীবিত করার তাগিদে। আইয়ুব বাচ্চুর স্মৃতি ভেসে আসছে বারবার। এমন দুর্যোগে কিছু একটা করার তাড়না তাকে তাড়িয়ে বেড়াত। একে ওকে ফোন দিয়ে জড়ো করে ফেলতেন। আমরা আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দ্রুত আর কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা আপনাদের সামর্থ্যের সসবটুকু দিয়ে ফ্রন্ট লাইনে দাঁড়ান।

এ সময় ১৯৯৮ সালের বন্যায় আইয়ুব বাচ্চুর কন্ট্রিবিউশনও তুলে ধরা হয়।

About admin

Check Also

নিহত হয়েছেন হাসান নাসরাল্লাহ, নিশ্চিত করল হিজবুল্লাহ

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। একটি বিবৃতিতে, লেবাননের গোষ্ঠীটি ইসরায়েলি দাবির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *