খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন: ব্যারিস্টার কায়সার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আজ সোমবার (৩১ অক্টোবর) রাজবাড়ী মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির জামিনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার মামলাগুলো রাজনৈতিকভাবে দায়ের করা হয়েছে। সুতরাং এই মামলাগুলো রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃবহাল হবে এবং দেশনেত্রী খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহন করবে।

এদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রাজপথে রাজনীতির বিষয় ফয়সালা হবে। তবে মামলার বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি হবে। এমন কথা বলা আইনের শাসনের লঙ্ঘনের শামিল।

সরকারের সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদীর বিরুদ্ধে সুমনের রিট

সরকারের সম্পত্তি আত্মসাৎ করে সেখানে বাড়ী বানানোর অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন।

আদালতে করা রিটে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে রিট আবেদনটির অনুমতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, গুলশানের সালাম মুর্শেদীর বাড়ি পরিত্যক্ত তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) চেয়ারম্যানের কাছে ২০১৫ ও ১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি।

এছাড়া ওই জমির নামজারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউকে আবারও চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখনও যার জবাব মেলেনি। তিনি বলেন, এমপি হওয়ার সুযোগে ক্ষমতার অপব্যবহার করে বা রাজউকের সহায়তায় আবদুস সালাম মুর্শেদী ওই বাড়ি দখল করে রয়েছেন। বিষয়টি অনুসন্ধান করে আবদুস সালাম মুর্শেদী এবং রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট করেন তিনি।