কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর ঝিগাতলায় গুলিবিদ্ধ মো. রিয়াজ (২৩) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। বরিশালের মূলাদি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন রিয়াজ।
নিহতের ভাই হাসান রাসেল জানান, আমার ভাই ঝিগাতলা এলাকায় বোনের বাসায় থাকত। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে আজ আমার ভাই মারা যায়।
আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা থানার মোল্লারহাট গ্রামে। বাবার নাম মাহমুদুল্লাহ। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে জানানো হয়েছে, রিয়াজ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ও মুলাদী সরকারি কলেজে ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন।