মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq

? মেট্রোরেল প্রকল্প কবে থেকে বাস্তবায়ন শুরু হয়েছে?
উত্তরঃ ২০১৬ সাল থেকে।
? ঢাকা মেট্রোরেল ব্যবস্থাকে কি বলা হয়?
উত্তরঃ ম্যাস রেপিড ট্রানজিড।
? মেট্রোরেল প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?
উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি।

? ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়?
উত্তরঃ ৩ জুন, ২০১৩।
? DMTCL কেন গঠন করা হয়?
উত্তরঃ মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরিপ, ডিজাইন ইত্যাদি কাজে।
? RSTP কি?
উত্তরঃ Revised Strategic Transport Plan.
? RSTP অনুযায়ী সরকার কয়টি ম্যাস রেপিড ট্রানজিড বা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে?
উত্তরঃ ৫ টি।

? মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যায় হবে কত?
উত্তরঃ ২২ হাজার কোটি টাকা।
? মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাইকা।
? মেট্রোরেল প্রকল্পে জাইকা কত শতাংশ ঋণ প্রদান করেন?
উত্তরঃ ৭৫ শতাংশ।
? মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা।

মেট্রোরেল প্রকল্পে সরকারের অর্থায়নের পরিমাণ কত?
উত্তরঃ ৫ হাজার ৩৯০ কোটি টাকা।(২৫%)
? মেট্রোরেলের প্রথম ধাপ চালু হবে কবে?
উত্তরঃ ২০২০ সালে ডিসেম্বরের দিকে।
? মেট্রোরেলের প্রথম ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ উত্তরা-মতিঝিল।
? উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম কি?
উত্তরঃ এমআরটি লাইন ৬।
? মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে কত মিনিট?
উত্তরঃ ৩৫ মিনিট।
? মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে কতটি?
উত্তরঃ ১৬ টি।

? মেট্রোরেলের ১৬ টি স্টেশন কোথায় কোথায় নির্মাণ করা হবে?
বা
? এমআরটি লাইন ৬ এর স্টেশন গুলো কোথায় কোথায়?
উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক।
? মেট্রোরেলের প্রথম ধাপের রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১০ কি.মি।
? মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে কতটি ট্রেন চলাচল করবে?
উত্তরঃ ২৪ টি।
? মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে কতটি বগি থাকবে?
উত্তরঃ ৬ টি।

মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ দুই মিটার।
? মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।
? মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০-৪০ কি.মি।
? মেট্রোরেলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে কতটুক?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।
? মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তরঃ ৫ টি।
? মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্র গুলো কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি।

মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৪০ কি.মি।
? মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।
? মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৭ কি.মি।
? মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।
ঢাকা এবং লাহোর মেট্রোরেল সম্পর্কে কিছু তথ্য…
? প্যাসেঞ্জার ক্যাপাসিটিঃ
ঢাকা মেট্রোরেল – ১ লক্ষ ৮ শত পার ডে।
লাহোর মেট্রোরেল – ২ লক্ষ ৫০ হাজার পার ডে।

ভিডিওতে দেখুন: মেট্রোরেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান || General Knowledge about Dhaka Metro Rail

 

রুটের দৈর্ঘ্যঃ
ঢাকা মেট্রোরেল – ২০.১ কিলোমিটার।
লাহোর মেট্রোরেল – ২৭.১ কিলোমিটার।

? ট্রেনের সংখ্যাঃ
ঢাকা মেট্রোরেল – ৫৬ টি প্ল্যানড
লাহোর মেট্রোরেল – ৫৪ টি (২৭ টি রানিং, ২৭ টি আপকামিং)
? স্টেশন সংখ্যাঃ ঢাকা মেট্রোরেল – ১৬ টি এলিভেটেড স্টেশন। লাহোর মেট্রোরেল – ২৪ টি এলিভেটেড স্টেশন, ২ টি আন্ডারগ্রাউন্ড স্টেশন।
? প্রকল্পের কাজ শুরুঃ ঢাকা মেট্রোরেল – জুন ২০১৬, লাহোর মেট্রোরেল – অক্টোবর ২০১৫
? প্রকল্পের কাজ শেষঃ ঢাকা মেট্রোরেল – পরীক্ষামূলক চালানো হলেও,যাত্রী কবে থেকে উঠানো হবে তা এখনো শিওর না। লাহোর মেট্রোরেল – মার্চ ২০১৮
? প্রকল্প বাজেটঃ ঢাকা মেট্রোরেল – ২.৮ বিলিয়ন মার্কিন ডলার, লাহোর মেট্রোরেল – ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

1. ঢাকা মেট্রো কি নামে পরিচিত?

উত্তর ঢাকা মেট্রো ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি (MRT) নামে পরিচিত।

2. মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় কবে?

উত্তর: 2013 সালে

3. কত সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়।

উত্তর: 2016 সালে

4. কত সালে MRT line-6 এর নির্মাণকাজ শুরু হয়।

উত্তর: ২০১৬ সালের ২৬ জুন

5. কত সালে ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে?

উত্তর: ২০১২ সালের ১৮ ডিসেম্বর

6. প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি-৬ কত কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারন করা হয়?

উত্তরঃ ২০.১০ কিলোমিটার

7. এ প্রকল্পের মোট ব্যয় কত ?

উত্তরঃ ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা।

8. প্রকল্প সহায়তা হিসেবে জাইকা কত টাকা দেবে?

উত্তরঃ ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা।

9. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দু’দিক থেকে ঘণ্টায় কত যাত্রী পরিবহন করা সম্ভব হবে?

উত্তরঃ ৬০ হাজার

10. এমআরটি-৬ এর চূড়ান্ত রুট কি কি?

উত্তরঃ উত্তরা তৃতীয় ধাপ-পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে (চন্দ্রিমা উদ্যান-সংসদ ভবন) খামারবাড়ী হয়ে ফার্মগেট-সোনারগাঁও হোটেল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত।

11. এ রুটের স্টেশন কয়টি?

উত্তরঃ ১৬টি

12. রুটের স্টেশন কি কি ?

উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

13. ট্রেন চালানোর জন্য ঘণ্টায় কত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে?

উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট

14. বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে কয়টি?

উত্তরঃ পাঁচটি

15. এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে ?

উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

16. কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন?

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf: HERE
উত্তরঃ ২০১৬ সালের ২৬ জুন।

17. মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?

উত্তরঃ ৪.৪০ কি.মি।

18. মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোন জায়গা থেকে চালু হবে?

উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।

19. মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?

উত্তরঃ ৪.৭ কি.মি।

20. মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?

উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।

21. মোট প্যাসেঞ্জার ক্যাপাসিটি কত?

উত্তরঃ ১ লক্ষ ৮ শত পার ডে।

22. মেট্রোরেলের প্রকল্প বাজেট কত?

উত্তরঃ ২.৮ বিলিয়ন মার্কিন ডলার

23. মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?

উত্তরঃ জাইকা।

24. মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?

উত্তরঃ ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা।

25. মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?

উত্তরঃ দুই মিটার।

26. মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?

উত্তরঃ ১৩ মিটার।

27. মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?

উত্তরঃ ৩০-৪০ কি.মি।

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

মেট্রো রেল বলতে মেট্রোপলিটন এলাকায় চলা রেল কে বোঝায়। বাংলাদেশের বড় প্রকল্প গুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা মেট্রো রেল। যা ঢাকা শহরকে রাজধানী হিসেবে করবে আরো গতিশীল। মুক্ত করবে যানজট হতে। বর্তমানে ঢাকার প্রায় দেড়কোটি। এই বিশাল জনসংখ্যার চাপ নিরসনে সময়ের সাথে তাল মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন আনতে এই মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। বর্তমানে এই প্রকল্পটি নিয়ে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রশ্ন আসে। আজকে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF সহ নিয়ে আলোচনা করব।

১. কবে থেকে মেট্রোরেল প্রকল্প চালু করা হয়েছে?

উত্তরঃ ২০১৬ সাল হতে।

২. ঢাকার মেট্রোরেলকে কি বলে?

উত্তরঃ ম্যাস রেপিড ট্রানজিড।

৩. DMTCL বা ঢাকা মেট্রোরেল ট্রানজিড কোম্পানি কবে গঠিত হয়?

উত্তরঃ ২০১৩ সালের ৩ জুন

৪. এই প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?

উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL.

৫. RSTP এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Recised Strategic Transport Plan.

৬. ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি কেন গঠন করা হয়?

উত্তরঃ মেট্রোরেল পরিচালনা,রক্ষণাবেক্ষণ, জরিপ,নির্মাণ ও ডিজাইনের জন্যে।

৭. ঢাকা মেট্রোরেল প্রকল্পের ব্যায় কত?

উত্তরঃ ২২ হাজার কোটি টাকা।

৮. RSTP অনুযায়ী কয়টি ম্যাস রেপিড প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে?

উত্তরঃ ৫টি।

৯. মেট্রোরেল এ কোন সংস্থা লোন দিয়েছে?

উত্তরঃ জাইকা।

১০. এই প্রকল্পে জাইকা কত শতাংশ লোন দিয়েছে?

উত্তরঃ ৭৫ শতাংশ।

১১. মেট্রোরেলে সরকার কত ব্যয় করে?

উত্তরঃ ৫ হাজার ৩৯০ কোটি টাকা বা ২৫%।

১২. মেট্রোরেল প্রকল্পদ জাইকা কত লোন দেয়?

উত্তরঃ ১৬হাজার ৫৯৫ কোটি টাকা।

১৩. কখন মেট্রোরেলের প্রথম ধাপ চালু করা হবে?

উত্তরঃ ২০২০ এর ডিসেম্বর।

১৪. মতিঝিল-উত্তরা অব্দি মেট্রোরেলের নাম কি?

উত্তরঃ এম আর টি লাইন ৬।

১৫. মেট্রোরেলের প্রথম ধাপ কোথায় চালু হচ্ছে?

উত্তরঃ উত্তরা-মতিঝিল

১৬. মেট্রোরেলে উত্তরা-মতিঝিল যেতে কতক্ষণ সময় প্রয়োজন হবে?

উত্তরঃ ৩৫ মিনিট।

১৭. মেট্রোরেল প্রথম ধাপে কতটি স্টেশন?

উত্তরঃ ১৬টি।

১৮. কোথায় কোথায় মেট্রোরেল স্টেশন হবে?

উত্তরঃ উত্তরা দক্ষিণ,উত্তরা সেন্টার,পল্লবী,আইএমটি,মিরপুর-১০,ফার্মগেট,তালতলা,কাজীপাড়া,আগারগাঁও, বিজয় সরণি,সোনারগাঁও, জাতীয় স্টেডিয়াম,জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর,বাংলাদেশ ব্যাংক।

১৯. মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে প্রত্যেক ট্রেনে কতটি বগি থাকেব?

উত্তরঃ ৬টি।

২০. মেট্রোরেল প্রথম ধাপের দৈর্ঘ্য কত?

উত্তরঃ ২০.১০ কিলোমিটার।

২১. প্রথম ধাপে কতটি ট্রেন চলবে?

উত্তরঃ ২৪ টি।

২২.মেট্রোরেল এর পিলারের উচ্চতা কত?

উত্তরঃ ১৩ মিটার।

২৩. প্রতি পিলারের ব্যাস কত?

উত্তরঃ ২ মিটার।

২৪. একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?

উত্তরঃ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার।

২৫. মেট্রোরেল ঘন্টায় কত বিদ্যুৎ ব্যয় করবে?

উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।

২৬. বিদ্যুৎ সরবারাহের জন্যে কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?

উত্তরঃ ৫টি।

২৭. বিদ্যুৎ সরবারাহের জন্যে উপকেন্দ্র কোথায় স্থাপন করা হবে?

উত্তরঃ পল্লবী,উত্তরা,সোনারগাঁও, তালতলা ও বাংলা একাডেমি।

২৮. মেট্রোরেল ২য় ধাপ কত কিলোমিটার হবে?

উত্তরঃ ৪.৪০ কিলোমিটার।

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF

২৯. ২য় ধাপ কোথায় চালু করা হবে?

উত্তরঃ বাংলাদেশে ব্যাংক হতে হোটেল সোনারগাঁও।

৩০. মেট্রোরেল ৩য় ধাপ কত কিলোমিটার হবে?

উত্তরঃ ৪.৭ কিলোমিটার।

৩১. মেট্রোরেল ৩য় ধাপ কোথায় থেকে চালু হবে?

উত্তরঃ উত্তরা থেকে পল্লবী।

৩২. ঢাকা মেট্রোরেল কতজন যাত্রী যাতায়াতের সুবিধা আছে?

উত্তরঃ ১ লাখ ৮শ’ প্রতিদিন।

৩৩. ঢাকা মেট্রোরেল এর রুটের দৈর্ঘ্য কত?

উত্তরঃ ২০.১ কিলোমিটার।

৩৪. ঢাকা মেট্রোরেল এ কতটি ট্রেন থাকবে পরিকল্পনা রয়েছে?

উত্তরঃ ৫৬টি সম্ভব্য।

৩৫. ঢাকা মেট্রোরেল কতটি এলিভেটেড স্টেশন থাকবে?

উত্তরঃ ১৬টি।

৩৬. কখন এর কাজ শুরু হয়?

উত্তরঃ ২০১৬ সালের জুন মাসে।

৩৭. ঢাকা মেট্রোরেল এর বাজেট কত?

উত্তরঃ ২.৮ বিলিয়ন মার্কিন ডলার।

৩৮. কবে এর কাজ শেষ হবে?

উত্তরঃ পরীক্ষামূলক চালানো হয়েছে।

মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য

১/ ২০১৬ সালে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হয়।

২/ ঢাকা মেট্রোরেল ব্যবস্থা হচ্ছে ম্যাস রেপিড ট্রানজিট।

৩/ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করতে মোট ব্যয় এর পরিমাণ ২২,০০০ কোটি টাকা।

৪/ বর্তমান মেট্রোরেল প্রকল্পের ঋণের পরিমাণ হচ্ছে ১৬,৫৯৫ কোটি টাকা।

৫/ মেট্রোরেলের প্রথম স্তর চালু হয় ডিসেম্বর ২০২০।

৬/ সর্বপ্রথম স্তরে মেট্রোরেলের সেবা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পাওয়া যাবে।

৭/ মেট্রোরেল ব্যবহার করে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট।

৮/ প্রাথমিক স্তরে মেট্রো রেলের মোট স্টেশনের সংখ্যা ১৬ টি।

৯/ মেট্রোরেল প্রকল্পে প্রথম স্তরে সর্বমোট ২৪ টি ট্রেন থাকবে।

১০/ মেট্রোরেল প্রকল্পের সর্বমোট বাজেট ২.৮ বিলিয়ন মার্কিন ডলার।

মেট্রোরেল সম্পর্কে দশটি বাক্য ইংরেজিতে

  1. The second phase of the Metrorail will be launched from Hotel Sonargaon to Bangladesh Bank.
  2. The number of substations for Metrorail power supply is 5.
  3. Electricity consumption per hour in Metrorail is 13.47 MW.
  4. The height of each pillar of Metrorail is 13 meters.
  5. Each pillar of Metrorail is 2 meters in diameter.
  6. The first phase of Metrorail project has 6 coaches in each train.
  7. Formation of Dhaka Mass Transit Company on 3rd June, 2013.
  8. The second phase of Metrorail is 4.40 km.
  9. The third level of Metrorail is 4.7 km.
  10. Pallavi to Uttara is where the third phase of Metrorail will be launched.

মেট্রোরেল রচনা – মেট্রোরেল প্রবন্ধ রচনা দেখে নিন

মেট্রোরেল রচনা

ভূমিকা

বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মিত হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। বিশ্লেষকরা আশাবাদ ব্যক্ত করেছেন, এটি পুরো ঢাকার ট্রাফিক সমস্যা কমিয়ে আনবে। যেহেতু ঢাকা বিশ্বের জনবহুল মেগা সিটিগুলোর মধ্যে অন্যতম, সেহেতু এই শহরের ট্রাফিক সমস্যা দূর করার জন্য মেট্রোরেল।

প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্বের অনেক উন্নত দেশে মেট্রোরেল আগে থেকেই রয়েছে। ঢাকার ট্রাফিক সমস্যা কমিয়ে আনার লক্ষ্যে বর্তমান সরকার ২০১২ সালে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয়। এটি নির্মাণ করা বড় চ্যালেঞ্জ হলেও প্রকল্পটি শেষ করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকাতে এখনো কোনো মাস-ট্রানজিট ব্যবস্থা নেই। তাই মেট্রোরেল প্রকল্প ঢাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মেট্রোরেল কী

ঢাকা মেট্রোরেল ব্যবস্থাকে মাস র‍্যাপিড ট্রান্সপোর্ট | সংক্ষেপে MRT হিসেবেও উল্লেখ করা হয়। এটি সুবিধাজনক, দ্রুতগামী, | স্বাচ্ছন্দ্যময় নগরকেন্দ্রিক যানবাহন। মেট্রোরেল একটি বিদ্যুৎচালিত পরিবহন। মেট্রোরেল রচনা

প্রকল্প বর্ণনা

ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রোরেল সমন্বয়ে Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর আওতায় মোট ১২৮.৭৪১ কিমি (উড়াল ৬৭.৫৬৯ কিমি ও পাতাল ৬১.১৭২ কিমি) দীর্ঘ ও ১০৪টি স্টেশন (উড়াল ৫১টি ও পাতাল ৫৩টি) বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্তে সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে। মেট্রোরেল রচনা

কাজের অগ্রগতি ও সম্ভাব্যতা

১. এমআরটি লাইন-৬ বা বাংলাদেশের প্রথম মেট্রোরেল:

এই লাইন ২০.১০ কিমি দীর্ঘ। প্রায় ২২,০০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উত্তরা ৩য় পর্ব হতে মতিঝিল পর্যন্ত Mass Rapid Transit (MRT) Line 6 প্রথম উড়াল মেট্রোরেল নির্মাণের সার্বিক অগ্রগতি ৫৫.১৯%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের কাজের অগ্রগতি ৭৮.৩৮%।

দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজের অগ্রগতি ৪৯.৪৭%। দায়িত্বরতরা আশাবাদ ব্যক্ত করেন, করোনা পরিস্থিতিতে যেভাবে কাজ চলছে তা অব্যাহত থাকলে ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যেই রেলপথটি সম্পন্ন হবে (সূত্র: ৫ ডিসেম্বর, ২০২০, ঢাকা ট্রিবিউন) ।

২. এমআরটি লাইন-১ বা বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেল:

৩১.২৪১ কিমি দীর্ঘ MRT Line-1 দুটি অংশে বিভক্ত। ক. বিমানবন্দর, খ.পূর্বাচল।

ক. বিমানবন্দর:

বিমানবন্দর রুটের দৈর্ঘ্য ১৯.৮৭২ কিমি এবং মোট পাতাল স্টেশনের সংখ্যা ১২টি। এ রুটেই বাংলাদেশের প্রথম পাতাল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মিত হচ্ছে।

খ. পূর্বাচল:

পূর্বাচল রুটের মোট দৈর্ঘ্য ১১.৩৬৯ কিমি। সম্পূর্ণ অংশ উড়াল এবং মোট স্টেশন সংখ্যা ৯টি। এর মধ্যে ৭টি উড়াল স্টেশন ।

৩. এমআরটি লাইন-৫; নর্দান রুট:

২০২৮ সালের মধ্যে হেমায়েতপুর হতে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে ২০ কিমি দীর্ঘ মেট্রোরেলের পরিকল্পনা রয়েছে। পাতাল ১৩.৫০ কিমি এবং উড়াল ৬.৫০ কিমি। এতে ১৪টি স্টেশন (পাতাল ৯টি ও উড়াল ৫টি) রাখার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে নকশা পরিকল্পনা ও জরিপের কাজ চলমান। মেট্রোরেল রচনা

৪. এমআরটি লাইন-৫; সাউদার্ন রুট:

২০৩০ সালের মধ্যে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে ১৭.৪০ কিমি দীর্ঘ এবং ১৬টি স্টেশন বিশিষ্ট মেট্রোরেলের প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। পাতাল ১২.৮০ কিমি ও উড়াল ৪.৬০ কি.মি.। এতে স্টেশন থাকবে ১৬টি। ১২টি পাতাল ও ৪টি উড়াল স্টেশন।

৫. এমআরটি লাইন-২:

২০৩০ সালের মধ্যে গাবতলী থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে প্রায় ২৪ কিমি দীর্ঘ G2G ভিত্তিতে PPP পদ্ধতিতে MRT Line-2 নির্মাণের লক্ষ্যে জাপান ও বাংলাদেশ সরকার সহযোগিতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

৬. এমআরটি লাইন-৪:

২০৩০ সালের মধ্যে PPP পদ্ধতিতে কমলাপুর-নারায়ণগঞ্জ রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়ে প্রায় ১৬ কিমি দীর্ঘ উড়াল মেট্রোরেল হিসেবে এমআরটি লাইন-৪ নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন আছে।

মেট্রোরেলের উপকারিতা

ক. যানজট দূরীকরণ:

ঢাকায় বর্তমানে ১.৭০ কোটির বেশি লোক বসবাস করে। আয়তনের তুলনায় এই জনসংখ্যা অনেক বেশি। তাই স্বভাবতই যানজট সমস্যা আমাদের নিত্যসঙ্গী। মেট্রোরেল। প্রকল্প ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করবে বলে যানজট অনেকটা হ্রাস পাবে বলে আশা করা যায়।

খ. জনগণ সহজেই চলাফেরা করতে পারবে:

জনসংখ্যার তুলনায় ঢাকায় যানবাহনের সংখ্যা অপ্রতুল। লোকজন গণপরিবহনে ঠাসাঠাসি করে যাতায়াত করে। বৃদ্ধ, শিশু, প্রতিবন্ধী, নারীদের জন্য এভাবে চলাফেরা করা খুবই কষ্টকর। মেট্রোরেল যথাসময়ে অনেক যাত্রী পরিবহন করবে বলে লোকজন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবে। মেট্রোরেল রচনা

গ. অর্থনৈতিকভাবে শক্তিশালীকরণ:

মেট্রোরেল প্রকল্প ঢাকাবাসীর পরিবহন খরচ অনেকাংশে কমিয়ে দেবে। সরকারেরও এই প্রকল্প থেকে ব্যাপক আয় হবে। অপচয় রোধ হবে, দেশের জিডিপি বৃদ্ধি পাবে।

ঘ. সময়ের অপচয় রোধ:

ঢাকাবাসীর প্রধান সমস্যা সময় অনুযায়ী কর্মস্থলে পৌঁছতে না পারা। মেট্রোরেল প্রতিটি স্টেশনে মাত্র ৪০ সেকেন্ড দাঁড়াবে। তাই সকলে নির্ধারিত সময়ে যার যার কর্মস্থলে পৌঁছতে সক্ষম হবে।

ঙ. সুন্দর এবং পরিচ্ছন্ন ঢাকা:

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হলে অকেজো যানবাহনের সংখ্যা হ্রাস পাবে। যত্রতত্র যানবাহনের জট থাকবে না। পরিকল্পনা অনুযায়ী যানবাহন চলাচল করবে। যাত্রীরা নির্ধারিত স্থান থেকে ওঠানামা করবে। ফলে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন ঢাকা উপহার দেওয়া সম্ভব হবে। রেলের ধারাবাহিক চলাচল মনোরম দৃশ্য ধারণ করবে। বিশ্ববাসীর কাছে আর ঢাকা অপরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিতি পাবে না। বিদেশিরা বিনিয়োগে আগ্রহ দেখাবে। মেট্রোরেল রচনা

উপসংহার

এক সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে গড়ে ১৭০০ মানুষ নতুন বসবাসকারী হিসেবে ঢাকায় আসে। এমনিতে ঢাকায় জনসংখ্যার ঘনত্ব অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি, আবার বাড়তি জনসংখ্যার চাপ মোকাবিলার জন্য মেট্রোরেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪ মিনিট পরপর একটি ট্রেন ১৮০০ যাত্রী পরিবহন করতে পারবে বলে ট্রাফিক জ্যাম দ্রুত হ্রাস পাবে। পরিবেশবান্ধব ও. পরিকল্পিত নগরী হিসেবে বিশ্বে পরিচিতি পাবে ঢাকা।

আরও: মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য, মেট্রোরেল সম্পর্কে ১৫ টি বাক্য, মেট্রোরেল সম্পর্কে রচনা, মেট্রোরেল সর্বশেষ, এক নজরে মেট্রোরেল প্রকল্প, মেট্রোরেল কবে চালু হবে, মেট্রোরেল কবে উদ্বোধন করা হয়, মেট্রোরেল এর দৈর্ঘ্য, মেট্রোরেল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাধারণ জ্ঞান, মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান, মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩, মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।