ঐতিহাসিক জয় উদযাপনে মাঠেই সিজদায় লুুটিয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা

এবার সৌদি আরব ও জাপানের পর কাতার বিশ্বকাপে অঘটন ঘটিয়েছে পুচকে দল মরক্কো। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৪তম অবস্থানে থাকা মরক্কো হারিয়ে দিয়েছে শীর্ষস্থানে থাকা বেলজিয়ামকে। শেষ ২০ মিনিটে পরপর দুটি গোল দিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মরক্কো। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রানার্সআপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছিল মরক্কো।

নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কো যখন জয়োৎসব করছে, তখন হারের বিষাদে হতাশায় মুখ লুকাচ্ছিলো ইডেন হ্যাজার্ডরা। এই ম্যাচে দুটি গোল করে মরক্কো। আর দুটি গোলের পরই মুসলিমদের ঐতিহ্য ও বিশ্বাসের জায়গা থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় লুুটিয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে সিজদার ছবিগুলো।

বিশ্ব গণমাধ্যমে বেশ ভালো ঠাঁই পেয়েছে হামিদ আর জাকারিয়াদের গোল উদযাপন। তিন ভাগের দুই ভাগ সময়ে কোনো গোল করতে পারেনি দুই দল। পরে ৭৩ মিনিটে আবদেল হামিদ গোল করে উৎসবে ভাসেন। উৎসবের পর সিজদায় লুটিয়ে পড়েন কয়েকজন। পরে আশরাফ হাকিমি এগিয়ে যান গ্যালারিতে থাকা তার মায়ের দিকে।

এ সময় তার মা তার কপালে চুমু এঁকে দেন। মুহুর্তেই ছড়িয়ে পড়ে ওই ছবি। আর ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে দ্বিতীয় গোল করেন জাকারিয়া আবুখলাল। এতেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন ওয়ালিদ রেজরাগুইয়ের শিষ্যরা। এই সময়ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেনি তারা। আবারও সিজদায় লুটিয়ে পড়েন অনেকে।

এদিকে গ্রুপ এফ থেকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো মরক্কো। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বেলজিয়াম। বাকিদের মধ্যে কানাডা এখনো পয়েন্ট পায়নি। কিন্তু ড্র করে একটি পয়েন্ট তুলে নিয়েছে ক্রোয়েশিয়া।

ইতিহাস গড়া জয়ের পর মায়ের সাথে হাকিমির জয় উদযাপন

গতকাল রাত মরক্কোর মানুষের কাছে নিঃসন্দেহে বিশেষ। নিজেদের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা জয়ের দেখা পাওয়ার রাতে তারা পরাজিত পক্ষ বানিয়ে ছেড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের ২ নম্বর দল বেলজিয়ামকে। এই জয়ে আল থুমামা স্টেডিয়ামে আনন্দে আত্মহারা অবস্থায় উল্লাসে মাততে দেখা যায় মরক্কোর গ্যালারিকে।

এরইমধ্যে মরক্কোর তারকা রাইট ব্যাক আশরাফ হাকিমিকে এই আনন্দ তার মায়ের সাথে ভাগ করে নিতে দেখা গেছে। আর অনলাইনে খুব কম সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই দৃশ্যের ভিডিও। বিশ্বকাপ ইতিহাসে এটিই মরক্কোর তৃতীয় জয়, আর সেটিই এলো শিরোপা প্রত্যাশী বেলজিয়ামের বিরুদ্ধে!

সন্দেহাতীতভাবে মরক্কান ফুটবলের সেরা রাত এটা। বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত রক্ষণের সাথে গোলের সুযোগ কাজে লাগিয়ে যোগ্যতর দল হিসেবেই ২-০ গোলের এই জয় ছিনিয়ে এনেছে হাকিমি-জিয়েচদের দল। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম অঘটনের এই দিনে আল থুমামা স্টেডিয়ামে তৈরি হয় এক অভূতপূর্ব আবেশের।

কয়েক হাজার মরোক্কান সমর্থক ফেটে পড়েন উল্লাসে। স্পোর্টস ব্রিফ’এ প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমি তার আনন্দ ভাগ করে নিতে গ্যালারিতে মায়ের কাছে যান। ম্যাচের জার্সি উপহার দেন মাকে। আর, গর্ব ও আনন্দের সাথে মা জড়িয়ে ধরেন হাকিমিকে।

দুর্বল মরক্কোর সঙ্গে হারায় বেলজিয়ামে দাঙ্গা

চলতি কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে ‘অপ্রত্যাশিতভাবে’ ২-০ গোলে হেরে গেছে বেলজিয়াম। নিজ দেশের এমন পরাজয় মেনে নিতে পারেনি বেলজিয়ামের সাধারণ মানুষ। তাই ম্যাচে পরাজয়ের পরই দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধে যায়। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে দেশটির পুলিশ জানিয়েছে, ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসও ছুড়েছে পুলিশ। কিছু এলাকায় চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

গতকাল রবিবার ২৭ নভেম্বর কাতার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল মরক্কো ও শক্তিশালী বেলজিয়াম। কিন্তু ‘ডার্ক হর্স’ বেলজিয়ামকে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হারিয়ে দেয় মরক্কো। এরপরই ব্রাসেলসের রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ লোকজন। তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়ি ভাঙচুর করে।

পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এসময় একজন সাংবাদিকও আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে নেদারল্যান্ডস, আমস্টারডাম ও হেগ শহরেও ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। অন্যদিকে বেলজিয়াম উত্তাল হয়ে উঠলেও মরক্কোর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানকার রাস্তায় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে জয় উদযাপন করছে।

About admin

Check Also

বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টির রেকর্ড গড়েছে আর্জেন্টিনা

এবার কাতার বিশ্বকাপ গড়েছে অনেক রেকর্ড। এর মধ্যে বহুল চর্চিত রেকর্ডটি হলো পেনাল্টির বিশ্বরেকর্ড। টিম …