চলতি মাসের আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের আগেই প্রবল বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্বাসঘা’তকতার মা’রা’ত্মক অভিযোগ আনলেন পর্তুগালের সুপারস্টার। এমনকি ‘রেড ডেভিলস’-এর হেড কোচ এরিক টেন হ্যাগকেও একের পর এক অভিযোগে বিদ্ধ করেছেন ৩৭ বছরের তারকা স্ট্রাইকার।
‘সি আর সেভেন’-এর দাবি, নিজের কৃতকর্মের জন্যই ক্লাব দলের হেড কোচ তার সম্মান হারিয়েছেন! রোনালদো বলেছেন, তার প্রতি কোনও সম্মান নেই, ওরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। চলতি সপ্তাহে কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন রোনাল্ডো। তার সেই বিস্ফোরক সাক্ষাৎকার সম্প্রচার হতেই বিতর্কের বেড়েই চলেছে।
ফুটবল বিশেষজ্ঞদের মতে রোনালদোকে তার এমন মন্তব্য করার ফল পেতে হবেই। আবার অনেকের দাবি, বিশ্বকাপের কথা মাথায় রেখে পর্তুগীজ মহাতারকা এই স্পর্শকাতর ইস্যুতে ধীরে চলো নীতি নিতেই পারতেন।
এ সময় সি আর সেভেন বলেন, ”শুধু দলের ম্যানেজারই নন, ক্লাবের শীর্ষকর্তারাও আমাকে জোর করে সরিয়ে দিতে চাইছেন। দুই থেকে তিনজন এই চক্রান্তের পিছনে রয়েছেন। এখন তো মনে হচ্ছে আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।”
এর পরই টিমের ম্যানেজার টেন হ্যাগের বিরুদ্ধে অভিযোগ করে ফের যোগ করে রোনালদো বলেছেন, ‘ওই মানুষটিকে একদম শ্রদ্ধা করি না। কারণ সে আমাকে সম্মান করেন না। আপনি কাউকে সম্মান না করলে নিজেও সম্মান পেতে পারেন না।’
রোনালদো বলেন, ‘আমি কারও পরোয়া করি না। সমর্থকদের সত্যিটা জানা উচিত। হ্যাঁ, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে হয়েছে। কিছু মানুষ এখানে আমাকে পছন্দ করছেন না। এবছরই শুধু নয়, গত বছরও এমনটা হয়েছিল!’
এর পাশাপাশি, ক্লাবের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন সিআর সেভেন। তিনি বলেন, ‘২০১৩ সালে স্যর অ্যালেক্স ফার্গুসন ক্লাস ছাড়ার পর আর কোনও উন্নতি হয়নি। ক্লাবের জিম থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো মান্ধাতার আমলে। সেই কারণেই ইপিএলে সাফল্য পাচ্ছে না রেড ডেভিলসরা।’
কাতার বিশ্বকাপে অংশ নিতে আরব আমিরাতে আর্জেন্টিনা দল
আসন্ন কাতার বিশ্বকাপে অংশ নিতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে আর্জেন্টিনা। দলের কোচিং স্টাফসহ স্কোয়াডের বেশ কয়েকজন সেখানে গেছেন। তবে দলের সেরা তারকা লিওনেল মেসি সেখানে যাননি, এখনও প্যারিসে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। গতকাল রবিবার রাতে ফ্রেঞ্চ লিগ আঁ–তে অসেরের সঙ্গে ম্যাচ ছিল পিএসজির।
বিশ্বকাপ বিরতির আগে এটাই ক্লাব ফুটবলে মেসির শেষ ম্যাচ ছিল। এ ম্যাচ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করবে মেসি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে।
সেই প্রতিবেদনে বলা হয়, সেখানে পৌঁছে দলের সঙ্গে আল নাহিয়ান স্টেডিয়ামে অনুশীলন করবেন মেসি। একই মাঠে বুধবার একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওরা। বিশ্বকাপ মিশনের আগে আরব আমিরাতের বিপক্ষে এটিই হতে যাচ্ছে মেসিদের প্রস্তুতি ম্যাচ।
এদিকে মেসির মতো সোমবার দলের সঙ্গে বাকি খেলোয়াড়দের যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার ক্রিস্তিয়ান রোমেরো, ফ্রাঙ্কো আরমানি ও গিদো রদ্রিগেজ সেখানে পৌঁছান।
কাতার বিশ্বকাপে আগামী ২২ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ছাড়া ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে ‘সি’ গ্রুপের অপর দুই ম্যাচ খেলবে মেসির দল।
মেসিকে নিয়েই বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা: লেভানদোস্কি
আসন্ন কাতার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনাকে হট ফেবারিট ধরা হচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৫ ম্যাচে অপরাজিত আছে লিওনেল স্ক্যালোনির দল। এ ছাড়া দলের সেরা তারকা মেসি রয়েছেন অসাধারণ ফর্মে। সবকিছুর বিচারে এবারের বিশ্বকাপে সবার চেয়ে এগিয়েই থাকবে আলবেসেলেস্তারা। পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেভানদোস্কির মতেও, এবারের আসরে শিরোপার দাবিদার আর্জেন্টিনা।
এদিকে কাতার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে পোল্যান্ড ও আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে আছে সৌদি আরব ও মেক্সিকো। আগামী ১ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও আর্জেন্টিনা।
এই গ্রুপের তো বটেই, বিশ্বকাপের সেরা দলগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে লিওনেল স্ক্যালোনির দলকে। সবশেষ আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে হেরেছিল ২০১৯ সালে। পিএসজি তারকা লিওনেল মেসির সঙ্গে দারুণ কিছু খেলোয়াড় নিয়ে শক্তিশালী একটি ইউনিট আছে সবশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতা দলটির।
এদিকে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাকে গত শনিবার ১২ নভেম্বর দেয়া এক সাক্ষাৎকারে লেভানদোস্কি বলেন, ‘বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে অনেক বড় চ্যালেঞ্জ দেখছি এবং এটা খুব কঠিন একটা গ্রুপ আমাদের জন্য। আমাদের জন্য প্রতিটি ম্যাচ কঠিন হবে। বিশ্বকাপে নিজেদের খেলার ধরন নিয়ে স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি।’
এরপরই কাতার বিশ্বকাপে নিজের ফেবারিট দলের কথা জানালেন সাবেক বায়ার্ন এই স্ট্রাইকার। লেভা বলেন, ‘আমি মনে করি, মেসিকে নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। বিশ্বকাপ জয়ের প্রশ্নে ফেবারিট দেশগুলোর একটি তারা। দলটি টানা ৩৫ ম্যাচে হারেনি; দারুণ খেলছে এবং তারা সত্যিই ভালো একটি দল। তাদের একটা পরিকল্পনা আছে, যা দলগতভাবে অনুসরণ করছে।’