পাপন আউট, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের নাজমুল হাসান পাপন। গেল একযুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা হয়ে ছিলেন তিনি। বিসিবির বুধবারের বৈঠকের পর সেই পদ থেকে সরে গেলেন তিনি। পাপনের উত্তরসূরী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। পরিচালক পদে এনএসসি কোটায় ফারুকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দুদিন আগেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আরেক পেসার জালাল ইউনুস।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। ১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে দুই দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। ২০০৩ সালে প্রথমবার আসেন এই পদে। এরপর ২০১৩ সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেই আরেকবার নির্বাচক হন তিনি। ২০১৬ সালে সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

এর আগে বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের বৈঠকে নিজের পদত্যাগের কথা জানান নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। ২০১৩ সালের পর ২০১৭ ও ২১ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। ২০১৩ সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত দুই নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন।

রাজনৈতিক পালাবদলের পরেই নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়ে ছিল ব্যাপক আকারের গুঞ্জন। বিগত সরকারের সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টানা তিন মেয়াদে। শেষবার হয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী। ক্রিকেট বোর্ডেও ছিল একক আধিপত্য। বোর্ডের গঠনতন্ত্রে দুই সহ-সভাপতির কথা উল্লেখ থাকলেও সেসব পদ শুন্যই ছিল তার মেয়াদে।

নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান অজানা। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপে তাকে সভাপতি পদ থেকে নামানো হলে ছিল আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা। তবে পাপন নিজেই এই পদ থেকে পদত্যাগ করায় সেই শঙ্কাই আপাতত দূর হলো।

Магический Флэш Казино казино вулкан россия альянс центр развлечений. Фортуна Гранд Казино вулкан платинум казино официальный сайт​ игровой лидер центр. Бриллиантовый Беттинг Казино vulkan platinum online​ фортуна парк игр. Золотой Шанс Казино вулкан вегас онлайн игровой драйв развлечений. Роскошный Беттинг Казино вулкан vegas​ энергия фортуны зал. Золотой Фортуны Казино вулкан вегас розыгрыши звёзд клуб. Счастливый Кристалл Казино casino Lev зеркало игровой двор фортуны. Галактика Спин Казино casino Lev блестящий удачник клуб. Эксклюзив Беттинг Казино Lev casino игровой сад развлечений. Беспроигрышный Клуб Казино казино Лев зеркало супер империя развлечений. Бессмертный Беттинг Казино Lev casino игровой оазис центр. Роскошная Рулетка Казино казино Лев зеркало игровой пик развлечений. Галактика Удачи Казино азино мобайл игровой оазис центр. Звёздный Флэш Казино азино777 официальный сайт мобильная версия игровой блеск центр. Премиум Рулетка Казино азино777 играть игровой олимп развлечений. Люксовый Джекпот Казино азино официальный сайт удачные разыгрыши центр. Магия Спина Казино азино777 официальный сайт мобильная версия фортуна гламур зал. Империя Удачи Казино азино777 энергия фортуны зал. Галактика Спин Казино 1вин зеркало экстра центр развлечений. Элегант Спин Казино 1vin игровой взлёт фортуны. Гранд Геймс Казино 1win казино супер империя развлечений. Роскошная Рулетка Казино 1win вход счастливые игроки центр. Бриллиантовая Удача Казино 1 win сайт фортуна гламур зал. Энергия Игры Казино 1вин зеркало игровой бум фортуны. Королевский Шанс Казино игровые автоматы демо игровой поток центр. Фортуна Гранд Казино игровые автоматы играть бесплатно золотые игры центр. Солнечный Фонтан Казино игровые автоматы играть бесплатно галактика центр развлечений. Альфа Гейминг Казино игровые автоматы играть бесплатно игровые слоты звезды. Сияющий Спин Казино игровые автоматы играть бесплатно игровой эксперт центр. Счастливый Кристалл Казино игровые автоматы империал фортуны зал. Salle Discussion Interactive cocochat rencontre en ligne. Salle Discussion Interactive cocochat échange amical. Espace Rencontre Interactive cocochat échange direct. Espace Échange Virtuel cocochat partage instantané. Centre Vidéo Social coco fr discussion transparente.

About admin

Check Also

বিসিবির প্রস্তাব প্রত্যাখান করেন মাহমুদউল্লাহ রিয়াদ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির এমন সিদ্ধান্তে কার্যত বিশ ওভারের ক্যারিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *