নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ আগুন লাগে বলে জানান স্থানীয়রা।
তারা জানায়, পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটি আর নরসিংদীর তিনটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিস সূত্রে জানা যায়, ‘এই আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। আমরা কাজ করছি। আশা করছি, অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। তবে কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না। কীভাবে আগুন লেগেছে সেটিও বলা যাচ্ছে না।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) আগুন জ্বলছে। কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো।
‘ছেলের একটি প্যান্ট এখনো আগলে রেখেছি, কখন এসে বলবে মা প্যান্টটা দাও’
১১ বছর ধরে ছেলের অপেক্ষায় আয়েশা আলী। ২০১৩ সালে ছেলে আব্দুল কাদের মাসুম গুম হয়। তারপর থেকে আর তার কোনো খোঁজ পাননি। এত বছরেও ছেলেকে হারানোর শোক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। তবুও ‘খোকা ফিরবে’ এই আশায় বুক বেঁধে আছেন এই মা।
শুক্রবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধনের আয়োজন করে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠন। সেখানে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে দেখা যায় আয়েশা আলীকেও। এ সময় তার হাতে ছিল ছেলে আব্দুল কাদের মাসুমের ছবি।
আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে এবং গুমের সঙ্গে জড়িত সবার সর্বোচ্চ শাস্তির দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়ে ছেলেকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে আয়েশা আলী বলেন, ‘গুমের সরকার পালিয়ে চলে গেছে। গুমের সরকার আমার ছেলেকে গুম করেছে। নানা জায়গায় আমার ছেলেকে খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি।’
ছেলের স্মৃতি আঁকড়ে তার ফেরার অপেক্ষায় থাকা এই মা বলেন, ‘আমার ছেলে পড়ালেখা শেষ করে চাকরি করবে এই আশা ছিল। কিন্তু গত ১১ বছর ধরে তার অপেক্ষায়। তার একটি প্যান্ট আমি এখনো আগলে রেখেছি। সে কখন এসে বলবে- মা আমার প্যান্টটা দাও।’
আশেয়া আলীর ছেলে যে বছর গুম হয়, ওই বছরেই নিখোঁজ হন সাম্মী আক্তারের স্বামী খালেদ হাসান। অশ্রুসিক্ত চোখে স্বামীর ছবি হাতে মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, ‘২০১৩ সালে আমার স্বামীকে গুম করা হয়। এত দিনেও আমার স্বামীকে খুঁজে পাইনি। ১১ বছর হয়েছে, আর এভাবে দাঁড়াতে চাই না।’
‘মায়ের ডাক’ আয়োজিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্তর্বর্তী সরকারের কাছে গুম হওয়া ব্যক্তিদের দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘৫ আগস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে, এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করছেন। কিন্তু এমন সময়েও যদি স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পায়, তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে।’
শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানেও ‘আয়নাঘর’ আছে দাবি করে তিনি বলেন, ‘আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেননি। দুঃখ হয়, যখন আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলে এসেছি…তখন মন্ত্রীরা বলতেন- ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরও নাকি আমরা গুম হিসেবে বিবেচনা করছি।’
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online