এবার চাঁদপুরের কচুয়ায় এক নববধূ তার সৌদি প্রবাসী স্বামীর দেওয়া স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত নববধূর নাম সাদিয়া আক্তার। এ ঘটনায় স্ত্রী ও তার মালামাল ফিরে পেতে সৌদি প্রবাসী স্বামী সেলিম মিয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার ২২ নভেম্বর কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকের নাম কাউছার হোসেন। বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিতারা গ্রামের শহীদ পাঠানের প্রবাসী পুত্র সেলিম মিয়ার সঙ্গে ১১ নভেম্বর একই উপজেলার পদুয়া গ্রামের মিজানুর রহমানের কন্যা সাদিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর সাদিয়া আক্তার তার স্বামীর বাড়িতে সুখে-শান্তিতে থাকছিলেন।
রবিবার বিকালে সাদিয়া আক্তার তার স্বামী সেলিম মিয়াকে নিয়ে সাচারের কলাকোপা পার্কে ঘুরতে যায়। পরে সন্ধ্যায় পার্শ্ববর্তী সাচার বাজারে রিক্সা উঠতে গিয়ে সেলিম মিয়া ফল ক্রয় করতে গেলে সাদিয়া আক্তার তার জনৈক প্রেমিক কাউছার হোসেনকে নিয়ে উধাও হয়ে যায়।
এ সময় সাদিয়া আক্তার সেলিম মিয়ার সৌদি ১০ হাজার রিয়াল, ১টি স্মার্ট ফোন, নগদ ৩০ হাজার টাকা ও তার দেওয়া ৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ৫
এবার গোপালগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ ব্রাজিল সমর্থক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের নবীনবাগ মার্কাস মহল্লার হরিজন কলোনিতে আর্জেন্টিনা সমর্থক সাগর জমাদার ও অন্তর জমাদার এবং ব্রাজিল সমর্থক সুব্রত জমাদার ও আশিক জমাদারের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এই খবর উভয় দলের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে রাত সাড়ে সাতটার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে অতর্কিত আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হয়। আহতদের মধ্যে বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার এবং অরুণ জমাদারের ছেলে আশিক জমাদারকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরা সবাই কিশোর ও যুবক। আহত বাকী তিন জনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
এ সময় হরিজন সম্প্রদায়ের মণ্ডল মিলন জমাদার বলেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় দলের লোকজনকে শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু তারা আমাদের কথা না শুনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আমিসহ ৫জন ব্রাজিল সমর্থক আহত হয়। বিষয়টি হরিজন কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক জাবেদ মাসুদ বলেন, গতকাল মঙ্গলবারের আর্জেন্টিনা খেলায় পরাজিত হওয়ার পর ব্রাজিল সমর্থকরা তাদের কটূক্তি করে শ্লোগান দেয়। এই নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়েছে। এর মধ্যে দুইজনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।