মুখ খুললেন ছাত্রলীগের সাদ্দাম-ইনান, দিলেন বিবৃতি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। দীর্ঘদিন গণমাধ্যমকর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে বিশ্ববিদ্যালয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ইস্যুতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ছাত্রলীগের এই দুই নেতা।

রোববার (২২ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা প্রেস বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ।

এ ছাড়া নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র সংগঠনটি।

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নাগরপুরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

সহকারী শিক্ষক ঐক্য গড়, ন্যায্য দাবি আদায় কর এ স্লোগান নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উদ্যোগে রবিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষক হাফিজা মমতাজ, মোহাম্মদ হোসেন আলী মিঞা, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, কানিজ ফাতেমা রলে, মো. ওয়াহিদুজ্জামান খান, মো. জাকির হোসেন প্রমূখ।

এসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

বক্তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিকে তাদের প্রাণের দাবি ও নিজেদের অধিকার উল্লেখ করেন এবং দাবি আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

About admin

Check Also

দুই মাসেই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ : বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *