সাড়ে ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে হাসপাতালে নেয়ার আগেই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহতদের মধ্যে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। এছাড়া সবমিলে ৬১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে।

যদিও তথ্য সংগ্রহের এই প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যসচিব তারেকুল ইসলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা মারা গেছেন তাদের সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমাদের এ তথ্য সংগ্রহ প্রক্রিয়া চলমান আছে। তিন ধাপে এ কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা মৃত ৬১৭ জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি।’

আন্দোলনে ১৭ হাজার ৯২৬ জন আহত হয়েছেন জানিয়ে তারেকুল ইসলাম বলেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদের এনজিও ও বিদেশি সংস্থার মাধ্যমে সেবা দেয়ার ব্যবস্থা করা হবে। এরইমধ্যে কয়েকটি সংস্থা সম্মত হয়েছে। ৭ জনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসময় তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের ওপর হামলার বিষয়টি নিয়েও কথা বলেন। জানান, চিকিৎসকদের ওপর হামলার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করা হচ্ছে। দোষীদের বিচার করা হবে।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে একটি সৌধ তৈরির প্রস্তাব দেয়া হয়েছে।

About admin

Check Also

সজিবকে তালাক দিয়ে মামুনকে বিয়ে করবো, বললেন গৃহবধূ

স্বামীর ফুপাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে বিয়ের দাবিতে প্রেমিকের বোনের বাড়িতে অবস্থান নিয়েছেন এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *