এবার সীমান্তে যুবলীগের ‘কিলার অনিক’ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তারেক আহাম্মেদ অনিক ওরফে ‘কিলার অনিক’ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহেশপুর-৫৮ বিজিবি। সোমবার (২৬ আগস্ট) রাত ১টার সময় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান।

অনিক ঢাকা জেলার বাড্ডা থানা পুলিশের উত্তর বাড্ডা ভাওয়ালিয়া পাড়া সুতীভোলা গ্রামের আবু তাহেরের ছেলে। তার বাবা ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি এবং তিনি ঢাকা ৩৮নং ওয়ার্ডের যুবলীগের একজন কর্মী।

৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বলেন, সোমবার ভোরে উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসামি ‘কিলার অনিক’ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবে এমন গোপন সংবাদ ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল সীমান্ত নিকটবর্তী মাটিলা গ্রামের জাহাঙ্গীরের বাঁশ বাগানের মধ্যে অবস্থান নেয়।

পরে বিজিবি সদস্যরা জানতে পারে মাটিলা গ্রামের হামিদুরের মেহগনি বাগানে একজন লুকিয়ে আছে। এমন খবরে বিজিবি টহল দল ওই এলাকা ঘিরে ফেলে। এক পর্যায়ে অনিক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে ধরে ফেলে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অনিক বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যার কারণে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বাড্ডা থানায় দায়েরকৃত একাধিক মামলার তালিকাভুক্ত আসামি।

আত্মগোপনের জন্য সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত হয়ে ইতালিতে যেতে চেয়েছিলেন।আজ ২৭ আগস্ট সকালে অনিককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ।

শেরপুর প্রেসক্লাব কমিটিতে জেলা বিএনপির নগ্ন হস্থক্ষেপ, সমালোচনার ঝড়!

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নগ্ন হস্তক্ষেপ করে বাতিল ঘোষণা করেছে জেলা বিএনপি। সোমবার (২৬ আগস্ট) রাতে জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে এখতিয়ার বহির্ভূতভাবে সাংবাদিকদের পেশাজীবি সংগঠনকে বিলুপ্ত করায় সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনাকে নজিরবিহীন বলছেন গণমাধ্যমকর্মী ও সচেতন মহল।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এনটিভির কাকন রেজাকে সভাপতি, দেশ টিভির রফিক মজিদকে কার্যকরী সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। জেলার মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করায় সেটি সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়।

তবে ২৬ আগস্ট সোমবার রাতে জেলা বিএনপির প্যাডে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর প্রেসক্লাবের কমিটির বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ কেউ অবগত নয়। তাই ওই কমিটি বাতিল ঘোষণা করা হলো। বিএনপির ওই প্রেস বিজ্ঞপ্তির পর সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ব্যাপারে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি-সম্পাদক বলেন

, প্রেসক্লাব একটি অরাজনৈতিক ও সার্বজনীন পেশাজীবি সংগঠন। আমরা সকল রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি। তবে এ ধরনের অনভিপ্রেত ঘটনা সাংবাদিকদের কণ্ঠরোধ করার শামিল।

তবে প্রেসক্লাবের কমিটি বিলুপ্তের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেন, টাইপিং মিসটেকের কারণে কমিটি বিলুপ্ত লেখা হয়েছে। ওটা আমরা আবার রিভাইস দিচ্ছি, কারেকশন করে দিচ্ছি। আমরা অবগত নই সে পর্যন্ত থাকবে।

এদিকে, প্রেসক্লাবের কমিটি বিলুপ্তের বিষয়ে জেনে বিস্ময় প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া উইং এর কর্মকর্তা সায়রুল কবির খান। তিনি বলেন, আমি প্রেস বিজ্ঞপ্তিটি পেয়েছি, এটা দুঃখজনক। এটা তো করতে পারে না। আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তিনি আরও বলেন, জাতীয় প্রেসক্লাব বা কোন জেলা প্রেসক্লাব বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠন না, বিএনপির পেশাজীবি কোন সংগঠনও না। এটাতে সরাসরি হস্তক্ষেপ করার কোন সুযোগই নাই।

About admin

Check Also

দুই মাসেই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ : বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *