সোমবার থেকে ১১০ টাকায় সয়াবিন, ৫৫ টাকায় মিলবে চিনি

আগামীকাল থেকে সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অক্টোবর মাসে সারা দেশে এক কোটি কার্ডধারী পরিবার পাবে এই ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য। স্থানীয় ডিলার/দোকান থেকে সংগ্রহ করা যাবে।

রবিবার (১৬ অক্টোবর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে অক্টোবর মাসের বিক্রয় কার্যক্রম ১৭ অক্টোবর থেকে শুরু হবে।

এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনায় হবে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ কার্যক্রম পরিচালনা করবেন। এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হবে।

পুলিশের মামলায় আরো ৯ রিকশাচালক রিমান্ডে

রাজধানীর মিরপুরে পুলিশ বক্সে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও ৯ ব্যাটারিচালিত রিকশাচালককে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।রিমান্ডে নেওয়া ৯ জন হলেন- জনি ইসলাম, রাসেল মিয়া, সুরুজ কাঙ্গালী, আক্তার, শমসের উদ্দিন, রনি, কালিম, মাসুদ রানা ও শাম। তাদের মধ্যে প্রথম দুজনের দুই দিনের এবং শেষের সাতজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে একই ঘটনায় শনিবার (১৫ অক্টোবর) ব্যাটারিচালিত ১১ রিকশাচালকের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত তাদেরকে দুই দিনের মেয়াদে রিমান্ড আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনাল টিমের এসআই (নিরস্ত্র) কামাল পাশা আসামিদের আদালতে হাজির করে মিরপুর মডেল থানায় করা মামলায় প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক জালাল উদ্দিন মীর।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার সকাল ১০টার পর রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ চালকরা ৫টি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেন। হামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।