রচনার নাম: বউ? মার্কস: ১০০ নম্বর? সময়: ৫ মিনিট? মেয়েদের পড়া নিষেধ।???

রচনার নাম: বউ?
মার্কস: ১০০ নম্বর?
সময়: ৫ মিনিট?
মেয়েদের পড়া নিষেধ।???
ভূমিকাঃ?
– বউ একটা গৃহপালিত প্রানী।?
এদের, ২টা পা,২টা হাত,২টা কান, ২টা চোখ, এবং ১টি বুদ্ধিহীন মাথা
আছে।?
.
– এদের দ্বারা অপকার ছাড়া উপকার সম্ভব নয়।?
ক্রেডিটঃ
– চাপাবাজিতে এরা 4G
ইন্টারনেটের চেয়েও ফাস্ট। মানে 5G স্প্রিড। পাশের বাড়ির ভাবীর সাথে এদের ” তুলনা হয় না।?
এদের_সখঃ
– টিভি? সিরিয়াল,স্টার জলসা
এদের কাছে KFC কাবাবের চেয়েও
অনেক দামি।?

চাহিদাঃ
– রাতে স্টার জলসা দেখবে
আর দিনে শাশুড়ির সাথে যুদ্ধ করবে।
অধিকারঃ
– Hasband একটু দেরি করে
বাসায় ফিরলে হাতের কাছে যা পাবে হাড়ি,পাতিল,বালিশ সব Hasband এর
গায়ে ছুড়ে মারবে।?

স্বভাবঃ
– শুধু বলবে, তুমি জানো আমার
জন্য কত ডাক্তার, ইঞ্জিনিয়ার
এসেছিলো???
আচরনঃ
– কলেজে কত ছেলে আমাকে প্রেম পত্র দিয়েছিল।পাড়ার সব
ছেলে আমার জন্য পাগল ছিল!!
বাবা তোমার মতো ১টা গাধার কাছে
আমাকে বিয়ে দিল।

নোটঃ
– চুন থেকে নুন কম বেশি হলে
কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আল্টিমেটাম তো আছেই….!!!!
.একটা কথা বারবার বলে তোমাকে
বিয়ে করে আমার জীবনটা শেষ।??
উপসংহারঃ
– কইলে জ্বালা না কইলেও
দোষ।শুধু বলে স্বামী টেককেয়ার
করে না।এদের মাথায় যত তেল দিবেন
তত ভাল।
এবার বলেন ১০০ এর ভিতর আমাকে কত মার্ক দিবেন??

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …