এইচএসসি পড়ুয়া ১৮ বছর বয়সি লাদেন মিয়ার অনলাইনে আয় মাসে লাখ টাকা!

মানুষ সখের বসে কত কিছুই না করে থাকে। আর সেই সখ যদি হয়ে উঠে টাকা আয়ের মাধ্যম তাহলেতো কথাই নাই। হ্যা আজ আমি আপনাদের মাঝে এরকম একটি ঘটনাই তুলে ধরবো।

ব্রাহ্মণবাড়িয়া জেলার এইচএসসি পড়ুয়া মোঃ লাদেন মিয়া (১৮) নামের এই ছেলেটি পড়ালেখার পাশাপাশি একটি লেপটপ কিনে অনলাইনে আয়ের আশাই বিভিন্ন অনলাইন বিষয়ক কোর্স করে থাকেন। এবং ইউটিউব থেকে অনলাইন ইনকাম এর বিভিন্ন ভিডিও দেখে ইনকাম এর নানা তরিকা শিক্ষতে থাকেন।

তার মধ্যে ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন ইত্যাদি অন্যতম। সে বেশির ভাগ বাংলা আর্টিকেল মেখা ও ইউটিউব এ ভিবিন্ন মজার ভিডিও আপলোড নিয়ে কাজ করতো। তার মাসে সব দিক থেকে আয় হয় লাখ টাকা।পড়ালেখার পাশাপাশি অনলাইন থেকে এত টাকা আয় করাটা অবিশ্বাস্য হলেও সত্য। এর মধ্যে সে তার ইনকাম কৃত টাকা দিয়ে বাড়ি, গাড়ি করে পেলছে।

কথাই আছে ইচ্ছা থাকলে উপায় হয়। লাদেন মিয়া সেই ইচ্ছাকে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন লাখপতি। এজন্য আপনার সকলে যারা বেকার বসে আছেন তারা বেকার বসে না থেকে লাদেন মিয়ার মত অনলাইনে কিছু একটা শিখে আইয় করুন এবং সচল হয়ে উঠুন।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …