চলতি বছরের ২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা ‘ভাইয়ারে’। আর এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। মুক্তির পেথম দিনে চিত্রামহল সিনেমা হলে যান ছবিটির নায়ক রাসেল মিয়া। সেখানে গিয়ে আবেগপ্রবন হয়ে যান তিনি।
সে সময় তিনি বলেন, আল্লাহর কসম, কোরআন শরীফের উপর হাত রেখে বলি এটি একটি পাপমুক্ত ছবি। এই ছবি করতে গিয়ে কোন অভিনেতা, পরিচালক কিংবা প্রযোজক কোন মেয়ের হাত পর্যন্ত ধরে নাই। এই ছবিতে কোন পাপ নাই। অভিনেতার এই বক্তব্যের পরেই শুরু হয় জোর সমালোচনা। অবশেষে বিষয়টি পরিষ্কার করেছেন রাসেল মিয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে রাসেল মিয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি রাসেল মিয়া বারবার বলছি সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল, সিনেমা করতে গিয়ে কারো হাত পর্যন্ত ধরিনি, এটা আমি বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি, ভাইয়ারে ছবিটি করতে গিয়ে আমরা ব্যক্তিগত কোনো পাপ করিনি! ব্যক্তিগত পাপ ছাড়াও যে চলচ্চিত্র অঙ্গনে শতশত সিনেমা নির্মাণ হয়ে থাকে আমি সেটাই প্রিয় দর্শকদের বোঝাতে চেয়েছি।
তিনি আরো লিখেন, ভাইয়ারে ছবি নিয়ে শুটিং থেকে শুরু করে প্রচার প্রচারণায় আমি যে অক্লান্ত পরিশ্রম করেছি। এই পরিশ্রমের ফলাফল হিসাবে চিত্রামহল সিনেমা হলে আমি যখন হাউজফুল দর্শক দেখতে পাই, তখন সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত হয়ে কসম খেয়ে বলে ফেলেছি, এই ছবি করতে গিয়ে আমি ব্যক্তিগত কোনো পাপ করিনি।
সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল, এগুলো আমি কখনোই বোঝাতে চাইনি।তারপরও এইটুকু বলবো, আমি তো মানুষ আল্লাহ আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। আমার এই কথায় যদি কোনো ধর্মপ্রাণ মানুষ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আল্লাহর অস্তে মাফ করে দিবেন। প্রসঙ্গত, সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন এলিনা শাম্মী, শবনম পারভীন, পীরজাদা হারুন, বড়দা মিঠু, সীমান্ত আহমেদ, হেলেনা জাহাঙ্গীর, জারা প্রমুখ।

Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online