ইতিহাস – সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

ইতিহাস – সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

*মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন – ১৯৩৭ সালে।
*মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধীতা করেন – শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

*চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু করার দাবি করেন – ১৯৪৭ সালের ১৭ মে।
*চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরোধীতা করেন – ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক।
*ব্রিটিশ শাসনের অবসান হয় – ১৯৪৭ সালের ১৪ আগষ্ট।
*‘গণ আজাদী লীগ’ গঠিত হয় – ১৯৪৭ সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে।

*গণ আজাদী লীগের দাবি ছিল – মাতৃভাষায় শিক্ষা দান।
*তমদ্দুন মজলিশ গঠিত হয় – ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
*তমদ্দুন মজলিশ গঠিত হয় – অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে।
*ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে – তমদ্দুন মজলিশ।
*উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় – ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে।

*বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান – ধীরেন্দ্রনাথ দত্ত (১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)।
*সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ১৯৪৮ সালের ২ মার্চ।

*বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় যে তারিখকে – ১৯৪৮ সালে ১১ মার্চকে।
*পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ (বর্তমান ছাত্র লীগ) গঠিত হয় – ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।
*৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৪৮ সালের ১৫ মার্চ।
*৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে।

ইতিহাস – সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

*মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘোষণা দেন – ১৯৪৮ সালের ২১ মার্চ।
*খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে।
*রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয় – ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ( আবদুল মতিন আহবায়ক)।
*১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

*১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি – সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়।
*২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়।

*সভায় সিদ্ধান্ত হয় – ১০ জন করে মিছিল করবে।
*শহীদ শফিউর মৃত্যুবরণ করেন – ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি।
*প্রথম শহীদ মিনার নির্মান করা হয় – ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে।

*প্রথম শহীদ মিনার উদ্বোধন – ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি।
*প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন – ভাষা শহীদ শফিউরের পিতা।
*একুশে ফ্রেব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন – চট্টগ্রামের কবি মাহবুব উল আলম।
*ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম – কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
*আলাউদ্দিন আল আজাদ রচনা করেন – স্মৃতির মিনার কবিতাটি।

*ভাষা আন্দোলনের গান – আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি (আব্দুল গাফফার চৌধুরী)।
*আব্দুল লতিফ রচনা করেন – ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।
*মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন – কবর নাটক।
*জহির রায়হান রচনা করেন – আরেক ফাল্গুন উপন্যাস।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

*বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে।
*বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিল – ১৯৫২ সালের ভাষা আন্দোলন।

*শহীদ দিবস পালন শুরু হয় – ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।
*শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ইউনেস্কো (UNESCO)।
*ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
*পৃথিবীতে ভাষা রয়েছে – ৬০০০ এর বেশি।
*পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় – ১৯৪৯ সালের ২৩ জুন। গঠনের স্থান ঢাকার রোজ গার্ডেন।

*পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন – মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
*পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন – শামসুল হক (টাঙ্গাইল)।
*পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ন সম্পাদক ছিলেন – শেখ মুজিবুর রহমান।

*১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল – আওয়ামী লীগের।
*পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় – ১৯৫৫ সালে।
*যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় – ১৯৫৩ সালের ১৪ নভেম্বর।

*যুক্তফ্রন্ট গঠিত হয় – ৪ টি দল নিয়ে।
*যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – ২১টা।
*প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৫৪ সালের মার্চে।
*পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসনছিল – ২৩৭ টি।

*যুক্তফ্রন্ট আসন লাভ করে – ২২৩ টি।
*২১ দফার প্রথম দফা ছিল – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
*যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন – এ.কে ফজলুল হক (১৯৫৪ সালের ৩ এপ্রিল)।
*যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল – ৫৬ দিন।
*যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে – ১৯৫৪ সালের ৩০ মে। বরখাস্ত করেন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।

*বরখাস্তের ইস্যু ছিল – আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালিঅবাঙ্গা\লি দাঙ্গা।

*বাংলাদেশ গণ পরিষদ আদেশ জারি করা হয় – ১৯৭২ সালের ২৩ মার্চ।
*বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন – ড. কুদরত এ খুদা কমিশন।

ইতিহাস – সাধারণ জ্ঞান বাংলাদেশ

*বাংলাদেশের প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৩ সালের ৭ মার্চ।
*বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল – সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।
*প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দান করে – ১৪০টি দেশ।br> ✬ চট্টগ্রাম বন্দরের মাইনমুক্ত করার বিষয়ে সহযোগিতা করে – সোভিয়েত ইউনিয়ন।
*ভারতীয় বাহিনী বাংলাদেশ ছাড়ে – ১৯৭২ সালের মার্চে।
*বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় – ১৯৭২ সালে।

*জাতিসংঘের সদস্যপদ লাভ করে – ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
*জাতি সংঘের সাধারণ অধিবেশনে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
*বঙ্গবন্ধু পুরষ্কার পান – জুলিও কুরি শান্তি পদক।

*জুলিও কুরি পদক দেয় – বিশ্বশান্তি পরিষদ।
*সংবিধান কমিটির প্রধান ছিলেন – ড. কামাল হোসেন।
*সংবিধান প্রণয়ণ কমিটিতে মহিলা সদস্য ছিলেন – ১ জন।

*বাংলাদেশের সংবিধান প্রনয়ণে সময় লাগে – ১০ মাস।
*বাংলাদেশ সংবিধান – লিখিত ও দুষ্পরিবর্তনীয়।
*সংবিধানে ন্যায়পাল সৃষ্টির কথা বলা হয়েছে – ৭৭ নং অনুচ্ছেদে।
*“বীরঙ্গনাদের সরকার” নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় – ২০১৬ সালের ২৯ জানুয়ারি।

*সর্বজনীন ভোটাধিকারের নীতি – এক ব্যক্তি এক ভোট নীতি।
*সুপ্রীম কোর্ট বাতিল করে সংবিধানের – ৫ম, ৭ম ও ১৩ দশ সংশোধনী।
*জাতীয় শোক দিবস – ১৫ আগষ্ট।
*বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
*জাতীয় ৪ নেতাকে গ্রেপ্তার করা হয় – ১৯৭৫ সালে ২২ আগষ্ট।

*রাজনৈতিক দল ও কার্যকলাপ নিষিদ্ধ করা হয় – ১৯৭৫ সালের ৩১ আগষ্ট।
*ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন – খন্দকার মোশতাক আহমেদ।
*ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় – ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর।
*খালেদ মোশাররফ এর নেতৃত্বে সেনা অভ্যুথান হয় -১৯৭৫ সালের ৩ নভেম্বর।

*জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ৩ নভেম্বর।
*বাংলাদেশে সেনা শাসন আমল – ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর থেকে ১৯৯০ পর্যন্ত।
*গণতন্ত্রের যাত্রা শুরু হয় – ১৯৯১ সালে।
*জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন – ২ নং সেক্টরের।
*জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন – ১৯৭৭ সালের ২১ এপ্রিল।

*রাষ্টপতি নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৮ সালের ৩ জুন।
*বাংলাদেশের ২য় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি।
*সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ বলে সুপ্রীম কোর্ট রায় দেন – ২০০৮ সালে।
*সার্ক গঠনের উদ্যেগক্তা – জিয়াউর রহমান।
*রাষ্টপতি জেনারেল জিয়াউর রহমান নিহত হন – ১৯৮১ সালের ৩১ মে।

*জিয়াউর রহমানের সামরিক শাসন ছিল – সাড়ে ৫ বছর।
*জেনারেল এরশাদ রাষ্টপতি হন – ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর।

*রাষ্টপতি এরশাদ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেন – ১৯৮২ সালের ২৪ মার্চ।
*সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয় – ১৯৮৩ সালে।
*গণ আন্দোলন হয় – ১৯৯০ সালে।
*জেনারেল এরশাদ পদত্যাগ করেন – ১৯৯০ সালের ৬ ডিসেম্বর।
*এরশাদ ক্ষমতা দখল করেন – ১৯৮২ সালের ২৪ মার্চ।

*ঘরোয়া রাজনীতির অনুমতি দেয়া হয় – ১৯৮৩ সালের ১ এপ্রিল।
*ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৩ সালে।
*পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৪ সালে।
*এরশাদ গণভোটের আয়োজন করেন – ১৯৮৫ সালের ২১ মার্চ।
*উপজেলা পদ্ধতি চালু করেন – এরশাদ

*উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৫ সালের ১৬ ও ২১ মে।
*বাংলাদেশের ৩য় জাতীয় সংসদ নির্বাচন হয় – ১৯৮৬ সালের ৭ মে।

ইতিহাস – সাধারণ জ্ঞান

*৪র্থ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয় – ১৯৮৮ সালের ৩ মার্চ।
*জেনারেল এরশাদের শাসন আমল – ৯ বছর।
*সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয় – ১৯৯০ সালের ১০ অক্টোবর (২২টি ছাত্র সংগঠন)।
*ডা. সামসুল আলম মিলন গুলিবিদ্ধ হয়ে মারা যান – ১৯৯০ সালের ২৭ নভেম্বর।
*৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি।

*তত্ববধায়ক সরকারে বিল সংসদে পাশ হয় – ১৯৯৬ সালের ২৬ মার্চ।
*তত্তবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন – বিচারপতি হাবিবুর রহমান।
*তত্ববধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় – ১২ জুন ১৯৯৬ সালে (৭ম জাতীয় নির্বাচন)।

*৮ম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় – ২০০১ সালের ১ অক্টোবর।
*বাংলাদেশে ১/১১ এর সময় কাল – ২০০৭ সাল।

About admin

Check Also

জাতিসংঘ বিষয়ক বাছাই করা সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর

জাতিসংঘ বিষয়ক বাছাই করা সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর

জাতিসংঘ বিষয়ক বাছাই করা সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন: জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *