কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বেশ ভাইরাল। সাদাকালো দাগ কাটা একটি চক্রের মধ্যে লুকানো রয়েছে কয়েকটি সংখ্যা। প্রথম দর্শনেই ৩-৪টি সংখ্যা চোখে পড়ে। তবে আসলে ঠিক কতটি সংখ্যা আছে এই ছবিতে, তা নিয়েই মেতেছেন ইন্টারনেট ব্যবহারকারী।
বিনোনওয়াইন নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। ছবিটিতে ভালো করে খেয়াল করলে প্রথমেই ৫২৮ সংখ্যাগুলো নজরে আসবে। তবে এর বাইরেও লুকিয়ে আছে আরও সংখ্যা? DO you see a number? If so, what number? pic.twitter.com/wUK0HBXQZF — Benonwine (@benonwine) February 16, 2022
এক টুইটার ব্যবহারকারী বলেছেন, তার চোখে ধরা পড়েছে ‘১৫২৮৩’ সংখ্যাগুলো। আবার আরও একজন বলেছেন, ‘৪৫২৮৩’। অন্য একজন বলেছেন, ‘৩৪৫২৮৩৯’। আপনার চোখে কতকটি সংখ্যা ধরা পড়ছে?
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online