এই প্রথম রেশম কাপড়ে স্বর্ণের কালিতে লেখা কোরআন

মানুষের অবিশ্বাস্য দক্ষত কর্ম মুগ্ধ করে সবাইকে। তেমনি তিন বছর ধরে রেশম কাপড়ে স্বর্ণের কালিতে লিখে সবাইকে অবাক করে দেন আজারবাইজানের মুসলিম শিল্পী তুনজালে মেমেদজাদে। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স দিয়ানেট থেকে স্বর্ণের হরফে লেখা কুরআনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে।

১৬৪ ফুটের স্বচ্ছ কালো রেশমি পাতার ওপর সোনা এবং রুপা দিয়ে কোরআন লিখেছেন তিনি। এতে সময় লেগেছে প্রায় ৩ বছর। সিল্কের ওপর স্বর্ণের অক্ষরে কুরআন এই প্রথম লেখা হলো বলে জানান ৩৩ বছর বয়সী এই শিল্পী।

১১.৪ ফুট দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থের এই কুরআনের হরফ লেখা হয়েছে স্বর্ণ এবং রুপা দিয়ে। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইসলামের শিল্পকলা।

স্বর্ণের কালিতে তৈরি কোরআনটি ওয়াশিংটনের স্মিথসোনিয়ান মিউজিয়ামের স্যাকলার গ্যালারিতেও তা প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রের পবিত্র কোরআন বিষয়ক প্রথম প্রদর্শনীতে তুরস্ক ও মুসলিম শিল্পকলা তুলে ধরা হয়। এতে ৬০টিরও বেশি পাণ্ডুলিপি প্রদর্শনীতে রাখা হয়। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …