সিরাজগঞ্জের বেলকুচিতে নাপা ট্যাবলেট প্রতি পাতায় তিন টাকা বেশি রাখার দায়ে একটি ওষুধের দোকানকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার মুকুন্দগাঁতি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, নাপা ট্যাবলেট বেশি দামে বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলার মুকুন্দগাঁতি বাজারের নবীন মেডিকেল স্টোরে অভিযান চালানো হয়। সেখানে প্রতি পাতা নাপা ট্যাবলেটের দাম তিন টাকা বেশি রাখার দায়ে ওই প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সময় বেলকুচি পৌর এলাকার কেয়া কনফেকশনারি, মোল্লা সুইটস ও দধি ভাণ্ডারকে বিভিন্ন অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online