নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, পদ্মা সেতু হওয়ার আগেও আইএমএফসহ বড় বড় জায়গা থেকে অনেক কথা বলা হয়েছিলো। মূলত চলমান এই সঙ্কট সাময়িক। তিন-চার মাসের মধ্যেই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবো। গতকাল বুধবার (২০ জুলাই) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে শামীম ওসমান এসব কথা বলেন। এসময় অতিথি হিসেবে আরো বিএনপি’র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব শামীম পাটোয়ারী উপস্থিত ছিলেন।
শামীম ওসমান আরো বলেন, ‘আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি পদ্মা সেতুতে গিয়েছি কি না। আমি বলেছি না, যাইনি। কেন যাইনি এই প্রশ্নের উত্তরে বলেছি, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন ওইটার মধ্যে (পদ্মা সেতু) উঠো না কিন্তু, উঠলে ভেঙে পড়ে যাবে৷ দেখি সবাই যাক। সবাই যাওয়ার পরে যদি না ভাঙে তাহলে একবার গিয়ে দেখে আসবো। আসলে এইধরনের অদ্ভুত কথাবার্তা তারা বলেন। আমার কাছে খুব অবাক লাগে বাংলাদেশের রাজনীতিবিদদের দৈন্যদশা দেখলে।’
বিএনপি’র আন্দোলন বিষয়ে তিনি বলেন, আমি তো গত ১৩ বছরেও বিএনপি’র আন্দোলন দেখছি না। আমরা তো খেলার জন্য রেডি হয়ে বসেই আছি। আমরা ছোটবেলার খেলোয়াড়। উনারা কবে খেলতে চান বলুক।’
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online