পুলিশ গ্রেফতার করেছিল বিশ্বের প্রথম গর্ভবতী পুরুষ থমাস বিটাই-কে। তাকে গ্রেফতার করা হয় তার প্রাক্তন স্ত্রীর ওপর জিপিএস ডিভাইস ব্যবহার করে নজরদারি রাখার অভিযোগে।
শুক্রবার সকালে তাকে ছেড়ে দেয় আরিজোনা পুলিশ গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হলেও। তাকে অতিশীঘ্রই আদালতে হাজিরা দিতে হচ্ছে পুলিশের হাত থেকে মুক্তি পেলেও।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নজনদারির কথা স্বীকার করেছেন থমাস তার প্রাক্তন স্ত্রীর উপর গোপনে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, ২০১২ সালের আগস্টে বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি তার স্ত্রীর গাড়িতে একটি জিপিএস ডিভাইসের মাধ্যমে নজরদারি রাখা শুরু করেন। তিনি বেশ কয়েকবার ওই ডিভাইসের ব্যাটারী পরিবর্তন করেন।
কীভাবে তিনি এই ব্যাটারী পরিবর্তনের কাজটি করেছেন সে বিষয়েও তিনি পুলিশকে বিস্তারিত তথ্য দিয়েছেন।
থমাস বিটাই হচ্ছেন প্রথম লিঙ্গ পরিবর্তনকারী বাচ্চা জন্ম দানকারী। তিনি ২০০৭ সালে প্রথম বাচ্চা জন্মদান করেন। লিঙ্গ পরিবর্তনের পর ৪০ বছর বয়সী থমাস এ পর্যদন্ত তিনটি বাচ্চার জন্ম দিয়েছেন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online