গুরুত্বপুর্ণ কিছু তথ্য সহজে মনে রাখার কৌশল

গুরুত্বপুর্ণ কিছু তথ্য সহজে মনে রাখার কৌশল গুরুত্বপুর্ণ ২৮টি তথ্য সহজে মনে রাখার কৌশল-


সাত বীরশ্রেষ্ঠ দের নাম মনে রাখার সহজ উপায়ঃ

সাত হাজার মোম আনো।
সাত= বীরশেষ্ঠ সাত জন
হা= হামিদুর রহমান
জা= জাহাঙ্গীর
র= রুহুল আমীন
মো= মোস্তফা কামাল

ম= মতিউর রহমান
আ= আঃ রউফ
ন= নূর মোহাম্মদ শেখ।
মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক :
মুক্তিযুদ্ধের খেতাব মনে রাখার সহজ কৌশল:
শ্রেষ্ঠ তুমি উত্তম তুমি বীপ্রদা।

বীরশ্রেষ্ঠ ৭ জন
বীরউত্তম ৬৯ জন
বীরবিক্রম ১৭৫ জন
বীরপ্রতীক ৪২৬ জন

১। মোট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৭৭ জন
২। মোট বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ১৮৮ জন
২। মোট শব্দসৈনিক মুক্তিযোদ্ধা ৫৮ জন
বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা হচ্ছে “বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা”। এটি এখন পর্যন্ত দেয়া হয়েছে ১ জন কে (ইন্দিরা গান্ধী)।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা” দেয়া হয়েছে ১৭ জন কে।
মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” দেয়া হয়েছে ৩২৯ জন ব্যাক্তি ও ১১ টি আন্তর্জাতিক সংগঠন কে।
৭ জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন-
ছন্দ>>> আজহাজারোমোমএরনূরজ্বলে । সেক্টর>>>১,৪,৭,১০,২,০,৮ বি.দ্র: বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার -এর সাথে মিল রেখে। উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮। আজ=আব্দুর রউফ (১) হা=হামিদুর রহমান(৪), জা=জাহাঙ্গীর(৭), রো=রুহুল আমিন(১০), মো=মোস্তফা কামাল(২), ম=মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি), নূ=নূর মোহাম্মদ(৮), মৌলিক রঙ মনে রাখার কৌশল: আসল আ = আসমানী(নীল) স = সবুজ ল = লাল যে সকল দেশের মূদ্রার নাম “ডলার” সেগুলা মনে রাখার উপায়ঃ

টেকনিকঃ– 1 (গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল) ★ গ- গায়ান ★ নি- নিউজিল্যান্ড ★ মা- মার্কিন যুক্তরাষ্ট্র ★ ঝি- জিম্বাবুয়ে ★ জা-জামাইকা ★ H- হংক ★ S- সিংগাপুর ★ C- কানাডা ★ B- বেলিজ ★ B- ব্রুনাই ★ A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা ★ গেল-গ্রানাডা। মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ কৌশল- সুমি তুই আজ ওই বাম সিলিকা -র কুলে ★ সু – সুদান/সৌদিআরব ★ মি – মিশর ★ তু – তুরস্ক/তিউনিসিয়া ★ ই – ইরাক/ইসরাইল ★ আ – আলজেরিয়া, আরব আমিরাত ★ জ – জর্ডান ★ ও – ওমান ★ ই – ইরান/ইয়েমেন ★ বা – বাহরাইন ★ ম – মরক্কো ★ সি – সিরিয়া ★ লি – লিবিয়া ★ কা – কাতার ★ কু – কুয়েত ★ লে – লেবানন ভারতের ছিটমহল গুলো (১১১টি) বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত তার নাম মনে রাখার টেকনিক- লাল’ নীল’ পাঁচ’ কুড়ি ★ লা — লালমনিরহাট (৫৯টি) ★ নী — নীলফামারী (৪টি) ★ প —পঞ্চগড় (৩৬টি) ★ কু—কুড়িগ্রাম (১২টি) পারমাণবিক সাবমেরিনধারী ৬টি দেশে র নাম মনে রাখার টেকনিক– উনার BF চাই। (UNR BF CI) ★UN=যুক্তরাষ্ট্র ★R=রাশিয়া ★B=ব্রিটেন ★F=ফ্রান্স ★C = চীন ★I=ভারত বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত

জেলা-৭টির নাম মনে রাখার উপায়(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)- (সিরাজচুমা_লাগা)
★১। সি – সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ – জয়পুরহাট
★৪। চু – চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা – লালমনিরহাট
★৭। গা – গাইবান্ধা

GCC ভুক্ত দেশগুলোর নাম মনে রাখার উপায়-

ওমা সৌদি বেয়াইনআমারে কাতুকুতু”দেয়।
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার

দূরপ্রাচ্যের দেশগুলোর নাম:-

চীনতা কর মফিজ
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান

OPEC ভুক্ত দেশগুলোর নাম

ইরান, ইরাকের, ইক্ষু, আম,আলু ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে, কাতু’কুতু দেয়।
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,
অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া,
ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।

CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলো

[ NIPAI MTV FILM BS ] নিপা’ই MTV FILM BS(ভালোবাসে)।
★ N-Nepal,
★ I-Iran,
★ P-Pakistan,
★ A-Afghanistan,
★ I-India.
★ M-Malaysia,

★ T-Thailand,
★ V-Vietnam,
★ F-philippine,
★ I-Indonesia,
★ L-Laos,
★ M-Mayanmar,
★ B-Bangladesh,
★ S-Srilanka,

পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক, ইরান। আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব এশিয়ার দেশগুলোর নাম-
তাজাকোচি
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন

দূরপ্রাচ্যের দেশগুলোর নাম:-
তাজাকোচিফিম
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া

SUPER SEVEN দেশের নাম:-
থামাই সিতাদহ
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং

FOUR IMAGINE TIGERS দেশ:-
সিতাদহ
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং

7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য- এর নাম মনে রাখার সহজ উপায়:-
আমি অমেত্রি মনা
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট প্রদেশের রাজধানী)

স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টি-
ফিডে আসুন
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে

বাল্টিক রাষ্ট্র ৩ টি-
“ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া
D-8 ভুক্ত দেশ-

মা বাপ নাই তুমিই সব
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া

ASEAN ভুক্ত ১০টি দেশের নাম –
MTV এর FILM দেখলে BCS হবেনা ।
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানী) বিভিন্ন (Golden Crescent)

মাদক উৎপাদক অঞ্চলের নাম মনে রাখার টেকনিক –
″আপাই’’
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান

মাদক চোরাচালানের জন্য বিখ্যাত ৩টি দেশের নাম মনে রাখার টেকনিক-
“নেভাবা”
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ

মাদকের জমজমাট আসর ৩টি দেশের নাম মনে রাখার টেকনিক:
″মাথাল”
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
“”Golden Village”””

বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬টি গাজা উৎপাদনকারী অঞ্চল।
বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে তা মনে রাখার টেকনিক-
স্পা পানির নাম মনে রাখলে হবে(SPAA) ।
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender(আলেকজান্ডার)

মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে তা মনে রাখার টেকনিক-
বাবার-হয়েছিল-একবার-জ্বর-সারিল ঔষধে।
বাবার= বাবর।
হয়েছিল= হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সারিল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।

যে সব রাষ্ট্রের আইন সভার নাম “কংগ্রেস” সেগুলোর নাম মনে রাখার টেকনিক-
কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি

বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিক

কতিপয় জাপানি শব্দ সহজে মনে রাখার টেকনিক:- জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায় করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে ।
জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে, হারিকেন, রিক্সা, হাসনাহেনা, প্যাগোডা, সুনামি,সামপান, হারিকিরি ।
কতিপয় গুজরাটি শব্দ সহজে মনে রাখার টেকনিক- গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে।
গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর পরে।

কতিপয় তুর্কি শব্দ সহজে মনে রাখার টেকনিক:- এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে খাওয়াবে।
তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু, কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা।
কতিপয় ফরাসি শব্দ সহজে মনে রাখার টেকনিক- ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না ।
ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন, ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা, ক্যাফে, ডিপো।

About admin

Check Also

নতুন চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম

নতুন চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম

নতুন চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম নিয়ে আমাদের আজকের এই আলোচনা। সুপ্রিয় পাঠক বন্ধুরা সবাইকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *