মারা গেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুর বিষয়টি জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তার অবস্থার উন্নতিও হয়েছিল। কিন্তু শনিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে।
আনন্দবাজার জানায়, করোনা আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গত ৩০ জানুয়ারি তার কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বার্ধক্যজনিত নানা কারণে শেষ পর্যন্ত হার মানতে হলো কিংবদন্তি এই গায়িকাকে।
এর আগেও সঙ্কটজনক অবস্থায় একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল লতাকে। কিন্তু প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন।
সূত্র: আনন্দবাজার
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online