ছবিতে লুকিয়ে রয়েছে প্রায় ১৬টি প্রাণী, দেখুন তো খুঁজে পান কিনা

কখনো কখনো সবটা চোখের সামনে থাকলেও ধরা পড়ে না। আপনার সামনে যা দেখতে পাচ্ছেন না হয়তো চোখ বন্ধ করে অনেক পরে সেটি চোখে পড়ে! তখন আপনি অবাক হন কেন আগেই এই সহজ জিনিসটা চোখে পড়েনি। বিশেষ করে প্রকৃতি মাঝে মাঝে নানা কিছুকে নিজের সঙ্গে এমনভাবে মিলিয়ে রাখে যে সহজ সরল দৃষ্টিতে তা ধরা পড়ে না।

বেশ কিছু অপটিক্যাল ইলিউশন বা পাজল হয়তো দেখেছেন যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। এমনই একটি ধাঁধা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা শুধুমাত্র তীক্ষ্ণ মস্তিষ্কের মানুষরাই বের করতে পারবেন। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই ছবিতে অনেকেই হাতি, কুকুর, বিড়াল, গাধা দেখছেন। তবে এটা কিন্তু কাজ নয়। বরং কাজ হলো এই ছবির মধ্যে থাকা ছোট প্রাণীদের খুঁজে বের করা। তাতেই হিমশিম খাচ্ছেন মানুষ। কেউ বলছেন ৬, কেউ বলছেন ৬-এর বেশি।

আমরা যদি বলি এই ছবিতে ১৬টি প্রাণী রয়েছে তাহলে নিশ্চয় চমকে যাবেন? এই ছবিতে রয়েছে ইঁদুর, সাপ, ডলফিন, চিংড়ি, মাছ, মশা। বাকি কী কী রয়েছে সেগুলো খুঁজে বের করুন তো। এই ধরনের অপটিক্যাল ইলিউশন কিন্তু নিছক খেলা নয়। এটি আপনার মস্তিষ্কের বিকাশে সাহায্য করে।
তথ্যসূত্র: নিউজ এইটিন

Check Also

Lamar University Study Abroad Programs

Studying abroad is an experience that goes beyond academic learning; it’s a chance to grow …