নোয়াখালীর সুবর্ণচরে হিজড়া সেজে টাকা ওঠাতো ৪ পুরুষ অবশেষে ভুয়া হিজড়াদের আটক করেছে স্থানীয় জনতা৷ শনিবার (১৮জুন) রাতে তাদেরকে আটক করে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী থানার হাট বাজার থেকে।
আটককৃত হিজড়ারা সকলেই পুরুষ৷ এসময় থানার হাট বাজারে কালেকশন করার সময় একটি দোকানে স্থানীয় এক হিজড়ার তথ্য অনুযায়ী জনতা গণপিটুনি দিলে তারা দৌড়ে স্থানীয় ইউপি সদস্যের দোকানে আশ্রয় নেয়৷ পরে সেখানে তারা সবাই পুরুষ বলে স্বীকার করে৷ আটককৃতদের পুলিশে সোপর্দ করবে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ বাহার (পলাশ)৷
আটককৃত ভুয়া হিজড়ারা হচ্ছেন লক্ষীপুরের সদর উপজেলার শাহীন (১৮), হৃদয় (২০) ও শামীম এবং নোয়াখালীর সদর উপজেলার প্রান্ত (২১)৷ ছোট বেলা থেকে হিজড়া শেষে নিয়মিত বাজার কালেকশন করছেন বলে জানিয়েছে তারা৷
স্থানীয়রা বিডি২৪লাইভকে জানান, গত কিছুদিন একা নামের হিজড়াকে ভুয়া হিজড়ারা গণপিটুনি দেয়৷ তাকে ভুয়া হিজড়া সাজাতে সাদা স্টাম্পে স্বাক্ষর ও নেয় তারা।পরে থানার হাট বাজারে কালেকশন করেছে খবর পেয়ে একা (হিজড়া) এলাকার কিছু যুবককে খবর দিলে৷ এলাকাবাসী তাদেরকে আটক করে৷ গণপিটুনিতে তারা সবাই পুরুষ বলে স্বীকার করে৷
এ বিষয়ে চরজব্বার থানার এএসআই সালাউদ্দিন (চরওয়াপদা বিট পুলিশ কর্মকর্তা) বিডি২৪লাইভকে জানান, খবর পেয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আনা হচ্ছে।তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online