বল হাতে দারুণ সময় পার করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তারই সুফল পেতে চলেছেন হাতেনাতে। বর্তমান সময়ের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি দল তাকে পেতে আগ্রহ দেখিয়েছে। দলটির নাম লখনৌ সুপার জায়ান্টস। এবারই প্রথমবারের মতো আইপিএলে অংশ নিচ্ছে তারা। ইতিমধ্যেই দলটির মেন্টর ও ভারতের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর তাসকিনকে দলে ভেড়ানোর জন্য যোগাযোগ করে আগ্রহ দেখিয়েছেন।
মুলত ইংলিশ পেসার মার্ক উডের বদলিতেই তাসকিনকে দলে পেতে চাইছে লখনৌ। কনুইয়ের ইনজুরির কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন মার্ক উড। মেগা নিলামে তাকে সাড়ে ৭ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছিল লখনৌ সুপার জায়ান্টস।
তবে তাসকিনের আইপিএল খেলাটা এখনও নির্ভন করছে কিছু শর্ত ও বিসিবির সিদ্ধান্তের উপরে। কারণ তাসকিনকে পুরো মৌসুমের জন্যই দলে চেয়েছে লখনৌ। সেক্ষেত্রে কিছু জটিলতা তো রয়েছেই। কারণ তাসকিন আহমেদ বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। লখনউ চাচ্ছে এই সিরিজ শেষেই তাসকিনকে পেতে। সেক্ষেত্রে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না ডানহাতি পেসারের।
আইপিএলের এই দল থেকে এও বলা হয়েছে যে, তাসকিনকে ছাড়পত্র দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত আজকের (সোমবার) মধ্যেই তাদের জানাতে হবে। এখন পুরো বিষয়টি নির্ভর করছে তাসকিন ও বিসিবির সিদ্ধান্তের উপরে। বিসিবি থেকে আইপিএল খেলার অনুমতি মিললে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই মেগা আসরে দেখা যেতে পারে বাংলাদেশের স্পিডস্টারকে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online