দিঘীর সিনেমার ট্রেলার দেখে দর্শকরা এমবির টাকা ফেরত চাইছেন?

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ নিয়ে অনেক আশা ছিল কলাকুশলীদের মনে। পরিচালক এটিও আশা করেছিলেন, তুমি আছো তুমি নেই হবে তার সবচেয়ে সফল সিনেমা।

তবে ট্রেলার ও পোস্টার প্রকাশের পর এসব বক্তব্যের সঙ্গে কোনো মিলই পাওয়া যায়নি।

জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলার প্রকাশের ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও সেখানে তেমন কোনো ইতিবাচক কমেন্ট নেই। দর্শকরা উল্টো সমালোচনায় মুখর করে তুলেছেন কমেন্টবক্স।

এক ব্যক্তি কমেন্ট করেছেন, তোমাদের লজ্জা থাকা দরকার। এইসব বস্তাপচা মুভি বানিয়ে ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছো। আরেকজন লিখেছেন, এইটা কোনো মুভির ট্রেলার! মাননীয় পরিচালক আমার এমবি ফেরত চাই।

একজন লিখেছেন, ৯০ দশকের যাত্রাপালা এর থেকেও বেটার ছিল। ধিক্কার জানাই তাদের যারা বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করে দিচ্ছে…।

ছবিটি নিয়ে সবচেয়ে হতাশ করেছেন দীঘিও। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা দীঘিকে নিয়ে যতটা আশা করা হয়েছিল ট্রেলার দেখে ততটাই দীঘির ওপর হতাশ হয়েছেন দর্শক।

ঢাকাই সিনেমার নামকরা পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ কথা নিঃসন্দেহে সত্য অনেক হিট ও ব্যবসাসফল ছবির নির্মাতা তিনি। এই ঝন্টু নির্মাণ করেছেন ‘তুমি আছো তুমি নেই’, যেখানে প্রথমবার নায়িকা হয়ে আসছেন দীঘি।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …