নতুন করে যার প্রেমে মজেছেন হিরো আলম!

সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও খবরের শিরোনামে এসেছেন বহুবার।

একটা সময় মঞ্চ, সিনেমায় অভিনয়ে তার সঙ্গে নিয়মিত দেখা গেছে নুসরাতকে। ভালোবেসে বিয়েও করেন দুজন। কিন্তু এখন শোনা যাচ্ছে, আলমের সঙ্গে নুসরাতের বিচ্ছেদ সময়ের ব্যাপার। নতুন প্রেমে মজেছেন হিরো আলম।

রিয়া মণি নামে এক তরুণীর সঙ্গে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। সারাদেশে স্টেজ পারফর্ম করে বেড়াচ্ছেন আলম-রিয়া। একটি সিনেমায় দুজনে জুটি বেঁধে অভিনয় করবেন বলেও জানা যায়। দুজন এখন চুটিয়ে প্রেম করছেন।

এই মুহূর্তে আলম ও রিয়া লালমনিরহাটে একটি মেলায় অবস্থান করছেন। সেখানে স্টেজে পারফর্ম করবেন তারা। নুসরাতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে আলম কথা বলতে চাননি। তবে দুজনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে বলে স্বীকার করেছেন।

এ ব্যাপারে হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমার ও নুসরাতের ভুল বোঝাবুঝি চলছে। বর্তমানে রিয়ার সঙ্গেই জুটি বেঁধে স্টেজে পারফর্ম করছি। দর্শক আমাদের দুজনকে খুব পছন্দ করছেন। রিয়া ও আমি জুটি বেঁধে সিনেমা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

গত কয়েক বছর ধরে আলম নিয়মিতভাবে গানও গাইছেন। বিভিন্ন সময় গান গেয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন তিনি।

Check Also

Lamar University Study Abroad Programs

Studying abroad is an experience that goes beyond academic learning; it’s a chance to grow …