ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের মাত্র আট দিনেই যৌতুকের জন্য নি’’’র্যা’’’ত’’’নের স্বীকার হয়ে হা’’’সপাতালে ভর্তি রয়েছেন এক নববধূ। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামে।
হাসপাতালে চি’’’কিৎসাধীন নি’’’র্যা’’’তিতা নববধূ জানান, উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামের আলী আকবরের পুত্র শফিকুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ১৭ আগস্ট ৩ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের ৪ দিন পর গৃহবধূ স্বামীর বাড়ি থেকে সরিষা ইউনিয়নের এনায়েতনগরে তার বাবার বাড়ি বেড়াতে আসেন।
তিনি জানান, বুধবার দুপুরে বোনকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলে স্বামীর বড়বোন তহুরা, কুলসুম ও চাচাতো ভাই শহিদ মিয়া ঘরে উঠতে বাধা দেন।
তারা জানান ৫ লাখ টাকা নিয়ে এসে বাড়িতে উঠতে হবে। বিষয়টি নিয়ে কথাকাটাকাটি হলে গৃহবধূকে পি’’’টিয়ে গু’’’রু’’’তর আ’’’হত করে বাড়ির সামনে ফেলে রাখে। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে সে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত অ’’’বস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online