ঢাকাই সিনেমার নায়িকা অমৃতা খান। তিনি নায়িকা হিসেবে নতুন হলেও এরইমধ্যে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। পেয়েছেন পরিচিতিও। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত যুগল পরিচালক রয়েল-অনিক পরিচালিত ‘গেইম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। এরপর আরো কয়েকটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে যখন ক্যারিয়ার এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনি পর্দায় অনিয়মিত হয়ে পড়েন তিনি।
সর্বশেষ ‘ও মাই লাভ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন অমৃতা। যা রয়েছে মুক্তির মিছিলে। কিন্তু এমন সময়েই খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে। এতে বিপাকে পড়েছেন এই সিনেমার প্রযোজক। তিনি জানালেন, অমৃতার ফোন নাম্বারটিও বন্ধ। বিভিন্ন মাধ্যমে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
‘ও মাই লাভ’ চলচ্চিত্রের প্রযোজক জাহাঙ্গীর সিকদার এরমধ্যেই সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘‘আগামী সেপ্টেম্বর মাসের ৯ তারিখে সারা দেশে মুক্তি দেয়া হবে ‘ও মাই লাভ’। অমৃতা খুব ভালো অভিনয় করেছে। কিন্তু এখন প্রচারণার সময় তার থাকা উচিত। অথচ তাকে পাচ্ছি না। বেশ অনেকদিন ধরে তার ফোন বন্ধ। তার কোনো খোঁজও পাচ্ছি না। প্রচারণায় অমৃতাকে পেলে সিনেমাটির জন্য খুব ভালো হতো।’’
এক্সেল ফিল্মস-এর ব্যানারে নির্মিত হয়েছে ‘ও মাই লাভ’। এতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনয়শিল্পী ঋদ্ধিশ। তার বিপরীতেই দেখা যাবে অমৃতা খানকে। ত্রিভুজ প্রেমের এ গল্পে রয়েছেন কলকাতার আরেক নায়িকা নায়িকা সাবর্ণী রায়। যিনি বহুল জনপ্রিয় সিরিয়াল ‘টাপুর টুপুর’এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অরুণা বিশ্বাস, বিপাশা কবির, বড়দা মিঠুসহ আরো অনেকে।
প্রসঙ্গত, এ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ঋদ্ধিশ ও সাবর্ণীর। ‘টাপুর টুপুর’ খ্যাত এই অভিনেত্রী এর আগে কলকাতার দুটি সিনেমায় অভিনয় করেছিলেন। ‘ও মাই লাভ’ সিনেমার প্রধান নায়িকা অমৃতা ‘গেইম’ চলচ্চিতের মাধ্যমে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে।এরপর ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গুন্ডা-দ্য টেরোরিস্ট’ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করেন তিনি। এছাড়া ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’ সিনেমায় শাহরিয়াজের বিপরীতে দেখা গেছে তাকে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online