গতকাল চলচ্চিত্র প্রযোজক সমিতিতে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের নেতারা বৈঠকে শেষ করেছেন। বৈঠকে সবার সিদ্ধান্তে অভিনেতা আলমগীরকে ১৮ সংগঠনের মুখপাত্র নির্বাচিত করা হয়। শুধু তা-ই নয়, তাঁর নেতৃত্বে দ্রুত তৈরি হবে চলচ্চিত্রের নতুন নীতিমালা। সেই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান অরাজকতার অবসান করারও দায়িত্ব দেওয়া হয়।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন (২৮ জানুয়ারি) গণমাধ্যমের কাছে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ করছেন নিপুণ। সেই অভিযোগ-পাল্টা অভিযোগ এখনো শেষ হয়নি। জল গড়িয়েছে অনেক দূর। সেটার একটা সমাধান করার দায়িত্ব পেলেন সিনিয়র অভিনেতা আলমগীর।
তিনি বলেন, আলমগীর ভাই আমাদের অনুরোধ রেখেছেন। তিনি অচল এই চলচ্চিত্রাঙ্গনকে সচল করতে যা যা করা লাগবে করবেন। কথা দিয়েছেন বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে যে দ্বন্দ্ব চলছে সেটারও অবসান করবেন। আমরা তাঁকে শ্রদ্ধা করি। আমাদের বিশ্বাস, তিনি চলমান পরিস্থিতির সুন্দর একটা সমাধান দেবেন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online