পরীক্ষার প্রস্তুতি সাধারণ জ্ঞান

পরীক্ষার প্রস্তুতি সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১./ বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে?

উত্তর : তাজউদ্দীন আহমদ

২./ বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী?

উত্তর : শাপলা

৩./ বাংলাদেশের কত টাকার নোটের বেশি হলে গভর্নরের স্বাক্ষর থাকে?

উত্তর : ৫ টাকা

৪./ বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী?

উত্তর : আবুল হাসান মাহমুদ আলী

৫./ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশ করেছেন কে?

উত্তর : এম সাইফুর রহমান ও শাহ এএমএস কিবরিয়া। উভয়েই ১২ বার বাজেট পেশ করেছেন।

৬./ ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণির সমাধিক্ষেত্র। উক্তিটি কার?

উত্তর : ভিলফ্রেদো প্যারেতো

৭./ দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ কখনই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না?

উত্তর : থাইল্যান্ড

৮./ রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর : যুক্তরাজ্য

৯./ রাশিয়ার মুদ্রার নাম কী?

উত্তর : রুবল

১০./ বিশ্ব বাবা দিবস কবে পালিত হয়?

উত্তর : ১৬ জুন

১১./ বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়?

উত্তর : ১৪ জুন

১২./ বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয়?

উত্তর : ৮ জুন

১৩./ চা-এর আদিবাস কোথায়?

উত্তর : চীন

১৪./ শ্বেত হাতির দেশ বলা হয় কোন দেশকে?

উত্তর : থাইল্যান্ড

১৫./ ন্যানো গাড়ি উৎপাদন করে কোন প্রতিষ্ঠান?

উত্তর : টাটা

১৬./ ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম কী?

উত্তর : লোকসভা

১৭./ সূর্যাস্ত আইন চালু হয় কোন সালে?

উত্তর : ১৭৯৩ সালে

১৮./ বাংলাদেশে ভ্যাট চালু হয় কবে?

উত্তর : ১ জুলাই, ১৯৯১

About Sotto TV

Check Also

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT হল মানব সমাজের সকল ক্ষেত্রে সংগঠিত পদক্ষেপ নেয়ার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *