দ্বিতীয় বিয়ে সেরে স্বামীর সঙ্গে বসবাস করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তবে এ ই খবর প্রায় ২ মাস গোপন রাখেন নায়িকা। গত ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। কেন বিয়ের খবর এতদিন গোপন রেখেছেন? এমন প্রশ্নের জবাবে পূর্ণিমা জানান,
বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গত ২৭ মে রবিনের সঙ্গে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। পূর্ণিমা বলেন, তিন বছরের বন্ধুত্ব আমাদের। করোনার কারণে বিয়ের খবর জানাতে দেরি হয়েছে, বছরের শেষে আয়োজন করে অনুষ্ঠিত হবে। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছে
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online