এবার অভিনেত্রী পূর্নিমার একটি ভিডিও সাড়া ফেলেছে অনলাইনে

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পূর্ণিমা। দুর্দান্ত অভিনয় আর অসাধারণ সৌন্দর্য অধিকারী তিনি ক্যারিয়ারে তার রয়েছে অসংখ্য সিনেমার নব্বইয়ের দশকের শেষের দিকে অভিনয় পদার্পণ করেন তিনি এরপর থেকেই একের পর এক জনপ্রিয় সিনেমা তিনি দর্শকদের উপহার

দিয়ে গেছেন। ক্যারিয়ারে তার প্রথম ছবি ছিল এ জীবন তোমার আমার ক্যারিয়ার প্রথম ছবি দিয়েই তিনি বাজিমাত করেন এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি ১৯৯৭ সালে নবম শ্রেণীতে পড়ার সময় তার অভিনীত ছবি ’এ জীবন তোমার আমার’ মুক্তি পায়। আর এ ছবিটি ছিলো তার প্রথম ছবি। বলতে গেলে ’এ জীবন তোমার আমার’ দিয়েই চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সঙ্গ অসাধারণ শারীরিক সৌন্দর্য এর জন্য সবার মন জয় করে নেন।

মিস ডায়না ও কাল্লু মামা ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন। ২০০৩ সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত ’মনের মাঝে তুমি’। এটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সবথেকে সফল ছবির মধ্যে অন্যতম।

২০০৮ সালে তার অভিনীত আরেকটি বাণিজ্যিক সফল ছায়াছবি ’আকাশ ছোঁয়া ভালোবাসা’ মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন। একই বছর তিনি মান্নার প্রযোজিত শেষ চলচ্চিত্র পিতামাতার আমানত-এ মান্নার বিপরীতে অভিনয় করেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে মাঝে মধ্যেই আবার আলোচনায় স্থান করে নেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সক্রিয় দেখা যায়।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ১০ সেকেন্ডের ভিডিও আপলোড করেন৷ যেখানে তাকে একটা গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায়। সেটাই রীতিমতো নেট দুনিয়া তোলপাড় করে ফেলেছে। অল্প সময়ে ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখে ফেলে।

বাংলা চলচ্চিত্র জগতে যে সকল গুণী অভিনেত্রী রয়েছেন তার মধ্যে একজন হলেন অভিনেত্রী পূর্ণিমা।নজরকাড়া সৌন্দর্য আর দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি কেড়ে নিয়েছেন হাজারো ভক্তের মন তবে সংসার জীবনে প্রবেশ করার পর থেকে সিনেমায় তেমন একটা নিয়মিতভাবে দেখা যায় না তাকে এখন স্বামী-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করেন এই অভিনেত্রী তবে সোশ্যাল মিডিয়াতে তিনি সক্রিয় থাকেন সবসময় এবং প্রতিনিয়ত বিভিন্ন পোস্ট স্ট্যাটাস দিয়ে থাকেন ভক্তদের উদ্দেশ্যে এবং সেখানে নিয়মিত ভক্তরা তাকে ফলো করেন এবং তার বিভিন্ন পোস্ট স্ট্যাটাসগুলো তারা দেখেন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …