বলুন তো, কয়জন মেয়ে আছে এই ছবিতে? সবাই ভূল উত্তর দিয়েছে

ছবিটি ভালো করে দেখুন। তারপর বলুনতো ছবিতে কয়জন মেয়ে আছে। এক দুই তিন চার…গুনে দেখলেন ১২ জন। কারো হয়তো মনে হবে ১৩ জন। এই খবরের শেষে উত্তর দেয়া আছে। কিন্তু আপনি নিজের বুদ্ধি খাটিয়ে উত্তরটা বের করার চেষ্টা করে দেখতে পারেন। আপনার গণনা এই ছবির মেয়েদের প্রকৃত সংখ্যার ধারেকাছে নাও যেতে পারে!

ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুইজারল্যান্ডের ফটোগ্রাফার তিজিয়ানা ভারগারি। সেখানে তিনি প্রশ্ন ছুড়ে দেন, বলুন তো ছবিতে কয়টি মেয়ে আছে। ব্যস্ এরপর লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী শুরু করল গোনার কাজ। সিএনএন, ওয়াশিংটন টাইমস,

টেলিগ্রাফসহ বিশ্বের বিখ্যাত অগণিত গণমাধ্যম ছবিটি নিয়ে খবর প্রকাশ করে। একেকজন একেক কথা বলে। ছবিটি ফেসবুক, টুইটারে এক কোটি বারের বেশি শেয়ার হয়েছে এবং প্রায় সমান সংখ্যক লাইক পেয়েছে।

মানুষের ঘাম ছুটে যাচ্ছে, কিন্তু কেউ উত্তর দিতে পারছে না দেখে একটু মায়া হয় ফটোগ্রাফার ভারগারির। তিনি জানান, কারো কথাই ঠিক হয়নি। ছবিটি দেখে সবাই বোকা বনে যাচ্ছে। আসল ঘটনা হলো, ছবিতে মাত্র দু’জন মেয়ে আছে। একজন তার ডানপাশে বসানো আয়নার দিকে এবং অন্যজন তার বামে বসানো আয়নার দিকে তাকিয়ে আছে। মুখোমুখি দু’টি আয়নায় বাকি প্রতিবিম্বগুলো তৈরি হয়েছে!

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …