২০১৬ সালে শোবিজ দুনিয়ায় পা রাখেন উরফি জাভেদ।তবে পরিচয় পেতে সময় লে’গে গিয়েছে প্রায় ৫ বছর, চলতি বছর বিগ বস ওটিটি-র ঘরে দেখা মিলেছিল উরফির। শো-তে খুব অল্প সময়ের জন্য দেখা মিললেও দর্শকদের নজরে চলে আসেন তিনি। তাঁর বোল্ড ফ্যাশন
স্টেটমেন্ট সর্বদাই রয়েছে সংবাদ শিরোনামে। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন। প্রত্যেকবারই অদ্ভূত পোশাক পরে চ’মকে দেন উরফি। তবে এই জায়গায় পৌঁছাতে কম স্ট্রাগল ক’রতে হয়নি উরফিকে, পড়তে হয়েছে ভ’য়ঙ্কর প’রিস্থিতির মুখেও।
এবার সেরকমই একটি ভ’য়ঙ্কর প’রিস্থিতির কথা সামনে আনলেন তিনি। স’ম্প্রতি এক সাক্ষাত্কারে উরফি জা’নান, একবার এক প্রযোজক তাঁকে বাধ্য করেছিল একটা সমকামী দৃ’শ্যে অভিনয় ক’রতে। অভিনেত্রীর কথায়, তিনি রীতিমতো ভিক্ষা করেছিলেন,
রেহাই চেয়েছিলেন কিন্তু কে কার কথা শোনে! ইটি টাইমসকে উরফি সেই ঘ’টনার কথা সবি’স্তারে জা’নিয়েছেন। তিনি বলেন, ‘ওঁরা আমাকে বাধ্য করেছিল একটা লেসবিয়ান দৃ’শ্যে অভিনয় ক’রতে। আমি বি’ছানায় শুয়ে কাঁদছিলাম, বলছিলাম আমা’র দ্বারা এটা হবে না।
আমাকে ছেড়ে দাও, প্রযোজক আমায় হু’মকি দিচ্ছিল তুমি চুক্তিপত্রে সই করেছো, তোমাকে জে’লে পাঠাব।’ উরফি আরও যোগ কলেন, ‘প্রযোজক আমা’র কাপড় খু’লে নিয়েছিল, আর আমি কাঁদতে কাঁদতে বারণ করেছিলাম, এমনটা করো না। সে এসে রীতিমতো আমা’র জামাকাপড় খু’লে দেয়।
আমি শুধু অন্তর্বাসে ছিলাম, অন্য মেয়েটিকে তো নিজে’র অন্তর্বাসও খু’লে ফেলতে হয়েছিল।’ সুত্র: হিন্দুস্তান টাইমস
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online