আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির এমন সিদ্ধান্তে কার্যত বিশ ওভারের ক্যারিয়ার শেষ হয়ে গেলো রিয়াদের। তবে আনুষ্ঠানিক ভাবে অবসরের ঘোষণা এখনো দেননি দ্য সাইলেন্ট কিলার। বিশ্বকাপটা খেলার তার আশা ছিলো। কিন্তু সেই আশা পুরণ হলো না। বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের একাদশ ঘোষণা করে বিসিবি। সেখানে রিয়াদের নাম না থাকায় চলছে নানা আলোচনা-সমলোচনা।
এই ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ায় অনেকে বিরুপ মন্তব্য করেছেন। ভক্তদের দাবি এভাবে তাকে দলে না রাখাটা অসন্মানের, মাঠ থেকে বিদায় জানানো উচিত ছিলো। এমন প্রশ্নের উত্তরও মিলেছে। বিসিবি বলছে, মাহমুদউল্লাহকে সসম্মানে বিদায় জানাতে চায় বোর্ড। জাতীয় দলে তার অবদানের প্রতি সম্মান রেখে নাকি নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিদায়ী ম্যাচের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু মাহমুদউল্লাহ তাতে রাজি হননি।
দেশের আরও দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাট্যাসে দিয়ে। মাহমুদউল্লাহ এভাবে অবসরে যাক, এটা নাকি বিসিবি চাইনি। এ ব্যাপারে বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘মাহমুদউল্লাহ অবসর নিতে রাজি হয়নি। সে জানিয়েছে, অবসরের জন্য সে প্রস্তুত নন। বরং আরও দুই বছর খেলতে চায়। জাতীয় দলে ফেরার চেষ্টা থাকবে তার।’
দ্য সাইলেন্ট কিলারখ্যাত রিয়াদ প্রসঙ্গে প্রধান নির্বাচক জানিয়েছেন, কনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের এক বছরের পরিকল্পনায় নেই মাহমুদউল্লাহর নাম।
বাদ পড়ে ফেসবুকে নিজের কীর্তি তুলে ধরলেন মেহেদী, এরপর গেলেন ওমরায়: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা হয়নি স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদীর। ১৫ জনের স্কোয়াডে জায়গা না মিললেও স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে থাকবেন বিশ্বকাপ সফরে। দল থেকে কারো ছিটকে পড়াতেই মিলতে পারে ডাক।
বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ায় অনেকে প্রতিক্রিয়া দেখালেও মেহেদী তেমন প্রতিক্রিয়া দেখাননি। নিজের বাদ পড়ার দিনে দুটি কীর্তির কথা ছবিসহ নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন এই ক্রিকেটার। তিনি লিখেছেন, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, আমি খুব দ্রুতই আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আমাকে আপনাদের দোয়ায় সামিল করবেন।
মেহেদীর শেয়ার করা ওই পোস্টে দেখা গেছে, ২০২১ সালের জুলাই থেকে এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ইকনোমি রেটে রান দেয়া স্পিনার হচ্ছেন তিনি। তার পেছনে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মত বোলার। এমনকি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলার এখন তিনি। নতুন প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যাচ্ছে মেহেদীর অবস্থান ১৫ নম্বরে। যেখানে সাকিব রয়েছেন ১৯ নম্বরে।
এদিকে বিশ্বকাপ দলে রিজার্ভ স্কোয়াডে থাকা এই অলরাউন্ডার পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগ করেন মেহেদী। ওমরাহ পালনের বিষয়টি নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার নিজেই। তিনি বলেন, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবকিছু ঠিক থাকলে ২২ তারিখ দেশে ফিরব।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online