নরসিংদীর পলাশে ১৮ বছর বয়সী প্রেমিকাকে লোহার শিকল দিয়ে পিটিয়ে আহত করেছে জাহাঙ্গীর মৃধা (২০) নামের প্রেমিক। রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ওই প্রেমিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী প্রেমিকার অভিযোগ, প্রায় দেড় বছর আগে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের শরফত আলীর ছেলে জাহাঙ্গীর মৃধার সঙ্গে মোবাইলের রং নাম্বারের মাধ্যমে পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাহাঙ্গীর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তুলে। পরে বিয়ে করার জন্য চাপ দেয়া হলে জাহাঙ্গীর তাতে রাজি হচ্ছিল না।
উল্টো ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে নানান ভাবে হুমকি দিতে থাকেন। রবিবার দুপুরে বিয়ের বিষয়ে প্রেমিক জাহাঙ্গীরের সিদ্ধান্ত জানতে তার বাড়িতে যায় প্রেমিকা। এসময় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর লোহার শিকল দিয়ে পিটিয়ে প্রেমিকাকে আহত করে বলে অভিযোগ উঠে। এতে সে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online