ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পছন্দ করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি, ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় পরামর্শও দিয়ে থাকেন এই অভিনেতা। এবার ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানালেন ওমর সানী। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই আহ্বান জানান ‘কুলি’খ্যাত নায়ক।
আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না তাই নামাজ টা শুরু করেন প্লিজ। তিনি আরও লেখেন, আমার দাদা, দাদি বেঁচে নাই, বাবা, মা নাই,আত্মীয়স্বজনের অধিকাংশই নাই।আপনার হয়তো আছে ভবিষ্যতে থাকবে না,অতএব আমরা যাই করি না কেন নামাজটা জরুরী!
সানীর ওই স্ট্যাটাসে কমেন্ট করে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের অনেকেই তাকে সমর্থন জানান। অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন বলে তাকে কথা দেন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online