নতুন বিয়ে করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। স্বামীকে নিয়ে
সুখের সংসার। একটি স্কুলে করেন শিক্ষকতা। সুদর্শনা বলে শিক্ষার্থীদের
কাছে তিনি নায়িকার মতো। সবার কাছেই তার আলাদা কদর।
কিন্তু আচমকা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার শারীরিক সম্পর্কের একটি ভিডিও। যার কারণে মুহূর্তেই তছনছ হয়ে যায় মধুমিতার জীবন। মধুমিতা সরকারের বাস্তব জীবনে নয়, এমনটা ঘটেছে ওয়েব সিরিজে। এটির নাম ‘উত্তরণ’। এ সিরিজে তার স্বামী অভির ভূমিকায় আছেন রাজদীপ গুপ্ত। এছাড়া রয়েছেন স্বস্তিকা দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, মিঠু চক্রবর্তী প্রমুখ। রোববার (১৬ জানুয়ারি) প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার। তাতেই পাওয়া গেল গল্পের এমন ইঙ্গিত। ‘আপনার সঙ্গে যদি এমন হতো, আপনি কী করতেন? এমন প্রশ্ন দিয়ে ট্রেলারটি শেষ হয়েছে।’ এই সিরিজটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জি। এতে পর্ণা চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার। সিরিজটিতে সাইবার অপরাধের পরিণাম যেমন দেখানো হয়েছে, তেমনি নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য এক নারীর অদম্য লড়াইয়ের ঘটনাও থাকছে সমানতালে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online