নব্বই দশকের শেষ দিকে দেশীয় চলচ্চিত্রে ঝড় তুলেছিলেন চিত্রনায়িকা ময়ূরী। দীর্ঘদিন পর তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) অঙ্গনে এসেছেন।
বহুদিন পরে গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে বেশ কয়েকবার তাকে দেখা গিয়েছিল। অভিনয় কিংবা ক্যামেরার সামনে এখন তিনি নিয়মিত নন। বর্তমানে সংসার নিয়েই ব্যস্ত। স্বামী-সন্তান আর ধর্মকর্ম করে তার সময় কাটে এখন। তবে একাধিক সূত্র থেকে জানা গেছে তিনি অর্থ উপার্জনের জন্য সার্কাসে নাচেন।
বছরের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মেলা আয়োজিত হয়। সেই মেলাগুলোর অন্যতম আকর্ষণ থাকে সার্কাস। এসব সার্কাসেই নাচেন একসময়কার ব্যস্ততম নায়িকা ময়ূরী। যদিও বেশ কয়েকবার গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্যটি বলেছিলেন। মূলত, চলচ্চিত্রে এখন আর আগের মতো অভিনয় করতে না পারায় তিনি এভাবেই সংসার চালাচ্ছেন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online