তীব্র অর্থনৈতিক সংকটের কারণে গণআন্দোলনের মুখে পদ ছাড়ার কয়েক ঘণ্টা আগে কলম্বো ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বুধবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার ইমিগ্রেশন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্ত্রী ও ২ দেহরক্ষী নিয়ে দেশটির বিমান বাহিনীর উড়োজাহাজে কলম্বো ছাড়েন গোতাবায়া। সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে দেশ ছেড়েছেন।
সেখান থেকে তিনি অন্য দেশে যেতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বিলাসবহুল বাসভবন দখল করে নেওয়ার পর গোতাবায়া সে দেশের নৌবাহিনীর জাহাজে করে শ্রীলঙ্কার জলসীমায় অবস্থান করছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গোতাবায়া মালদ্বীপের স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে মালে পৌঁছান। সংবাদ প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া মালদ্বীপে রাজনৈতিক আশ্রয় চাইবেন কিনা অথবা সেখান থেকে অন্য কোথাও যাবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online